x ও y এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে
একটি সেনানিবাসে ১,০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে।৫ মাস পর সৈন্যদল হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ঐ খাবার কত দিন চলবে
প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারনে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো
১০০ টাকায় ২৫টি কলা ক্রয় করে ১০০ টাকায় ২০টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮:৩ হলে, পিতার বর্তমান বয়স কত?
একজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে
একটি স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত ৩:৭। স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত
x4÷x4×x3এর মান কত
1
x
x3
0
যদি x=-3 হয়, তাহলে-3x1কত
যদি x+y==a, x-y=b হয় তাহলে 2xy= কত
x2-y2+2x+1এর একটি উৎপাদক হলো
p6-q6এর উৎপাদক কোনটি
x2+y2এর সাথে কত যোগ করলে (x+y)2 হবে?
একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে, যে কোন দুটি বাহুর অর্ন্তগত কোণটি কত?
যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে কী কোণ বলে
sin45=12হয়, cos 45 =কত?
tan(3A)= 3হলে, A=কত?
১, ৫, ৯,…......,৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পার
দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে