388/Sec কম্পাঙ্ক বিশিষ্ট একটি শলাকাকে আঘাত করে একটি অনুবাদ নলের উন্মুক্ত প্রান্তের নিকট ধরায় বাতাসের 36cm এবং 80cm দৈর্ঘ্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অনুবাদ পাওয়া গেল। বায়ুতে শব্দের বেগ কত ?
পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 98, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 32 । বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাংক কত ?
দুইটি সমান দীপক কোন একটি পর্দা হতে যথাক্রমে 40cm এবং 60cm দূরে বিপরীত পার্শবে অবস্থিত । পর্দার দুই পার্শবের দীপন মাত্রার তুলনা কর ।
মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ
একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ q কে বিরূপ দুটি অংশে ভাগ করলে উহারা একটি নির্দিষ্ট ব্যবধানে থেকে সবচেয়ে বেশি বলে বিকর্ষণ করবে ?
তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে-
দুটি ভিন্ন পদার্থের ধাতব তারের দুই প্রান্ত যুক্ত করে একটি বন্ধ বর্তনী তৈরি করে সংযোগ স্থল দুটিকে ভিন্ন মাত্রায় রাখলে একটি তড়িৎচালক বল উদ্ভব হয় এবং বর্তনীর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে । একে বলা হয়-
16cm দূরে অবস্থিত দুইটি মেরুর মধ্যে বিকর্ষণ বল 12 dyne । এদের 24cm দূরে রাখলে বিকর্ষণ বল কত হবে ?
যে সব পদার্থের পারমাণবিক সংখ্যা অভিন্ন কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয়-
তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 2, 3 এবং 6 μF । শ্রেণীবদ্ধভাবে এদের সংযোজন করলে ধারকত্ব কত হবে ?
গেট (Gate), উৎস (Source) এবং ড্রেন (Drain) থাকে-
পোস্ট অফিস বক্সের সাহায্যে অজ্ঞাত রোধের মান কত দশমিক স্থান পর্যন্ত ঠিক ভাবে নির্ণয় করা যায় ?
তেজস্ক্রিয় পদার্থ হতে কয় প্রকার রশ্মি নির্গত হয় ?
আধুনিক ভর মাপার যন্ত্রে চিনি ক্রয় করলে কোন জায়গায় এক কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে?
সংকট তাপমাত্রার ক্ষেত্রে পৃষ্ঠটান কি হব?
তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন
নিচের কোনটি আপেক্ষিক তাপ সর্বাধিক ?
9Ω রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে তিনগুন লম্বা করা হলে এই অবস্থায় তারটির রোধ কত হবে?
মহাকাশে তারকার বিস্ফোরনকে বলে—
সৌরকোষে উৎপাদিত DC বিদ্যুৎ প্রবাহকে কিসের মাধ্যমে AC বিদ্যুতে রূপান্তরিত করা হয়?