অবস্থান ভেক্টর প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়-
i.△r→=x2i^+y2i^−x1i^+y1i^
ii.r→=xi^+yi^
iii.r→=xi^+yi^+zk^
নিচের কোনটি সঠিক?
একটি কণার উপর, F→=5i^+3j^−3k^N বল প্রয়োগ করার ফলে যদি কণাটির সরণ r→=4i^−3j^+3k^m হয় তাহলে এক্ষেত্রে কৃত কাজের মান নির্ণয় কর।
ii.r→=xi^+yi^+zk^
iii.r→=xi^+yi^
বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার সমীকরণকে প্রকাশ করা যায়—
i.P=Fr cosθt
ii.P=πt
iii.P=F.V
ভেক্টরের ডটগুণন মেনে চলে—
i বিনিময় সূত্র
ii. বণ্টন সূত্র
iii. সংযোগ সূত্র
একটি সিলিন্ডারে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। গ্যাসের দুটি অণুর বেগ যথাক্রমে 9ms-1 ও 10ms-1 |
উপরের উদ্দীপকটির আলোকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত?
দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘড়িটি —
i. সময় লাভ করবে
ii.সময় হারাবে
iii. ধীরে চলবে
সমান ভেক্টরের বৈশিষ্ট্য-
i. সমজাতীয় রাশি
ii.মান সমান
iii. দিক একই দিকে
ব্যাংকিং কোণ নির্ভর করে—
i. বস্তুর বেগের উপর
ii. বস্তুর ভরের উপর
iii. রাস্তার বাঁকের ব্যাসার্ধের উপর
বল F→ ও সরণ r→ উভয়ই ভেক্টর রাশি হলে এদের বেলার গুণফলে কী রাশি উৎপন্ন হবে ?