সিরিজটি সম্পূর্ণ কর: ২, ৫, ৯, ১৯, ৩৭........
দুইজন লোক পরস্পর বিপরীত দিকে হাঁটছিল। উভয়েই ৬ মাইল সামনের দিকে হাঁটল এবং তারপর ডানদিকে ঘুরল এবং ৮ মাইল হাঁটল। এখন তাদের মধ্যে দূরত্ব কত?
এক ব্যক্তির বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই-পঞ্চমাংশ। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত ১:২। ২৪ বছর পরে সন্তান ও মায়ের বয়সের অনুপাত-
পরীক্ষায় পাসের নম্বর ৪০%। যদি একজন পরীক্ষার্থী ১৭৮ নম্বর পেয়ে ২২ নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় সে শতকরা কত নম্বর পেয়েছে?
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে যদি বাগানের দৈর্ঘ্য ও প্রন্থ উভয়ই ৩০% বৃদ্ধি করা হয়?
প্রতিটি গাছের চারার মূল্য ১৫০ টাকা। বর্গাকার একটি পুকুরের প্রতি ধারে ১০টি করে চারা রোপন করা হবে যার মোট মজুরী ১,০০০ টাকা ও পরিবহন ব্যয় ৮০০ টাকা হলে, প্রতিটি গাছের জন্য গড় ব্যয় কত?
ভোজ অনুষ্ঠানে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয়েছিল। শর্ত হলো সব যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বেড়ে গেল। বাসে কতজন যাত্রী ছিল?
১০০ টাকায় ৫০টি চকলেক ক্রয় করে ১০০ টাকায় ৬০টি চকলেট বিক্রয় করলে হয়।
একটি দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার অঙ্কগুলির গুণফল ১২। সংখ্যাটি থেকে ৯ বিয়োগ করা হলে, অঙ্কগুলি স্থানান্তরিত হয়। সংখ্যাটির দ্বিগুন কত হবে?
পরপর দু'টি বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য ৫৬ হলে, সংখ্যা দু'টির যোগফল কত?
চিনির দাম ৬০% বেড়ে যাওয়ায় চিনির মোট খরচ আগের স্তরে রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে?
ল্যাম্প ক ল্যাম্প খ এর চেয়ে কম উজ্জ্বল, ল্যাম্প খ ল্যাম্প গ এর চেয়ে বেশি উজ্জ্বল। ল্যাম্প গ ল্যাম্প ঘ এর মতো উজ্জ্বল। ল্যাম্প গ ল্যাম্প ক এর চেয়ে বেশি উজ্জ্বল। কোন ল্যাম্প সবচেয়ে বেশি উজ্জ্বল?
x + y = 10, x2 - y2 =10 হলে, 12xy = ?
BCDE একটি বর্গক্ষেত্র হলে, ADE - এর পরিসীমা – মিটার।
A থেকে C - এর দূরত্ব - স্কেল।
ক এর খ এর তুলনায় ২১ টাকা কম আছে । ক এবং খ এর কাছে সব মিলিয়ে ৪৫ টাকা আছে । ক এর কাছে কত টাকা আছে ?
৩০
২৫
33
১২
ক্রয়মল্য: বিক্রয়মূল্য=৫.৬ হলে শতকরা কত?
একটি লেবুর দাম ৮ টাকা হলে ক্রেতা ১২টি লেবু কেনে এবং একটি লেবুর দাম ৬ টাকার হ্রাস পেলে ক্রেতা ১৬টি লেবু ক্রয় করে। এ ক্ষেত্রে চাহিদা দাম স্থিতিস্থাপকতা কত?
১০ টি বিড়াল ১০টি ইঁদুর ধরে ১০ মিনিটে। তবে ১০০ টি বিড়াল ২০০ টি ইঁদুর ধরে কত মিনিটে?
A Jar contains white, red and green marbles in the ratios 2: 3: 4. Five more green balls are added to the Jar and the ratios become 2: 3: 5. How many white balls are there in the Jar?