সকল বিষয়

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস 'বন্ + ধন্‘।

Created: 3 months ago | Updated: 1 week ago

'অনমনীয়' (নয় নমনীয় যা) হলো নঞ বহুব্রীহি সমাসবদ্ধ পদ।

প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ 'উৎকর্ষ'।

'তোহফা' কাব্যটি রচনা করেছেন কবি আলাওল।

'তাম্বুল রাতুল হইল অধর পরশে' অর্থ 'ঠোঁটের ছোঁয়ায় পান লাল হলো।

'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

'গরমিল' শব্দের 'গর্' (অভাব) হলো আরবী উপসর্গ।

Created: 3 months ago | Updated: 1 week ago

আচিকমান্দী' অর্থ বুদ্ধিমত্তা; চতুরতা; বিচক্ষণতা ইত্যাদি।

Created: 3 months ago | Updated: 4 days ago

পর্তুগীজ ভাষার শব্দ

Created: 3 months ago | Updated: 1 week ago

Venerate অর্থ গভীরভাবে শ্রদ্ধা করা।

Created: 3 months ago | Updated: 1 day ago

Genesis অর্থ সূচনা; প্রারম্ভিক-বিন্দু। এর Synonym হলো Start, Beginning.

Created: 3 months ago | Updated: 1 day ago

Sluggish অর্থ হলো অলস; নিষ্ক্রিয়। আর এর Antonym হলো Ready; Fast;Prompt.

Created: 3 months ago | Updated: 6 days ago

The Rainbow' বইটি লিখেছেন DH Lawrence. তাঁর রচিত বিখ্যাত সাহিত্যগুলোঃ The White Peacock, Sons and Lovers, Women in Love, Lady Chatterley's Lover, A Modern Lover ইত্যাদি।

Created: 3 months ago | Updated: 1 week ago

Agrostology হলো উদ্ভিদ বিজ্ঞানের একটি শাখা যা Grass নিয়ে আলোচনা করে।

Created: 3 months ago | Updated: 1 week ago

This coffee tastes sweet. 

বাক্যের অর্থঃ এই কফি মিষ্টি।

One who spends lavishly এর এক কথায় হলো ‘Etravagent’.

Positive degree: NO other housewife is as good as Della.

Created: 3 months ago | Updated: 1 week ago

‘Elegy' এর অর্থ = A mourning song ( শোকগাঁথা)।

Created: 3 months ago | Updated: 1 day ago

The masculine gender of bee is  'Drone' (পুং মৌমাছি)।

The mob was dispersed. 

বাক্যের অর্থঃ বিশৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হলো।

Created: 3 months ago | Updated: 1 day ago

'Cowards die many times before their death' (অর্থঃ কাপুরুষেরা মরার পূর্বে বহুবার মরে) এই উক্তি করেছেন Shakespeare (নাটকের নামঃ Julius Caesar ).

Created: 3 months ago | Updated: 6 days ago

Famous (বিখ্যাত) এর বিপরীত শব্দ হলো 'Notorious' (কুখ্যাত)।

Created: 3 months ago | Updated: 1 day ago

Heart (হৃদয়) = Heartening (উৎসাহব্যঞ্জক)।

The opposite voice of ‘Barry got invited to the party yesterday’ is

Passive voice: Someone invited Barry to the Party.

Created: 3 months ago | Updated: 16 hours ago

বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে ব্যাস বলা হয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

Created: 3 months ago | Updated: 1 day ago

Created: 3 months ago | Updated: 1 day ago

Created: 3 months ago | Updated: 1 day ago

Created: 3 months ago | Updated: 1 day ago

দেয়া আছে, cosec (90θ-θ) = 2

secθ = 2 [cosec, sec হবে কারণ 90° এর বিজোড় গুণিতক এবং First co-ordinate এ আছে বলে Positive হবে। 

1cosθ = 2 

cosθ=12 (answer)

ম্যাক্স প্ল্যাঙ্ক হলেন আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক। এই তত্ত্বানুসারে আলো অবিরামভাবে নির্গত না হয়ে খণ্ড খণ্ড আকারে নির্গত হয়।

টেলিভিশনে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়।

হিরার প্রতিফলন ক্ষমতা অনেক বেশি বলে হিরা আধারে চকচক করে।

কলের পানিতে সাধারণত আয়রন এবং আর্সেনিক নামের রাসায়নিক উপাদান থাকে।

Created: 3 months ago | Updated: 1 week ago

সাধারণত মসবর্গীয় উদ্ভিদের মূল নেই ।

বিভিন্ন প্রক্রিয়ার কারনে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকে। এর মধ্যে অন্যতম কারণ হলো সূর্য থেকে আলোকরশ্মি বিক্রিরণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পড়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত করতে পারে, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে হতে পারে ইত্যাদি।

Created: 3 months ago | Updated: 1 week ago

ক্ল্যাডিয়াস টলেমি ছিলেন বিখ্যাত জ্যোর্তিবিদ। তার বিখ্যাত দুটি গ্রন্থ ”গাইড টু জিওগ্রাফী এবং অ্যালমাজেন্ট।

আলো যে ৭টি বর্ণের সমষ্টি (বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল), এটি প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন।

Optical Fiber Cable আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে তথ্য আদান-প্রদান হয়ে থাকে।

তড়িৎ প্রবাহের একক এর নাম 'অ্যাম্পিয়ার' (ইংরেজি অক্ষর A দ্বারা প্রকাশ করা হয়)।

বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)

বাংলাদেশ রেলওয়ের ৩টি চালু গেজ হলোঃ মিটারগেজ, ডুয়েলগেজ এবং ব্রডগেজ।

বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ০.০৩% ।

যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয় ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর। আর বাংলাদেশে ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়।

আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।

কমলাপুর রেল স্টেশনের স্থপতি হলেন বব বুই।

'রেলপথ বিভাগ'কে' 'রেলপথ মন্ত্রণালয়' নামকরণ করা হয় ২০১১ সালের ৪ ডিসেম্বর।

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

Created: 3 months ago | Updated: 1 day ago

ICAO এর পূর্নরূপ International Civil Aviation Organization (আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা)। ICAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালের ৭ ডিসেম্বরে।

বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ বা ভূখণ্ড হলো 'ছেঁড়া দ্বীপ'। এই দ্বীপটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত।

প্রমথ চৌধুরীর সম্পাদনায় 'সবুজপত্র' মাসিক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে।

Related Sub Categories