a-bab+b-cbc+c-aca=?
কোন মূলধন ৩ বছরে সুদে মূলে ১১,০০০ টাকা হয় এবং সুদ আসলের তিন অষ্টমাংশ হলে সুদের হার কত?
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটা, গ্রন্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
একটি বস্তা চাল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ঐ বিক্রেতার ৫% লাভ হতো। এক বস্তা চালের ক্রয়মূল্য কত?
দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২: ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ২০ বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?