পরিকল্পনা মন্ত্রণালয় ।। বাস্তবায়ণ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ।। অফিস সহায়ক (03-02-2017) || 2017

All

সকল বিষয়

আমাদের জাতীয় জীবনে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে দেশের অর্থনীতি অন্যদিকে আবহাওয়া ও জলবায়ুসহ পরিবেশ রক্ষায় বনায়ন প্রত্যক্ষভাবে কাজ করে। মানব জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে বনায়নের কোনো বিকল্প নেই। এছাড়া বনায়ন বনজ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। বনায়ন উজার হয়ে যাওয়ায় প্রতিবছর বাংলাদেশ প্রাকৃতিক ক্ষতির মুখোমুখি হয়। বন অধিদপ্তর কর্তৃক ১৯৮২ সালে উত্তরাঞ্চলের বৃহত্তর রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলায় 'কমিউনিটি বনায়ন' কর্মসূচি গৃহীত হয়েছে। এছাড়া উপকূলীয় চরাঞ্চলে, মহাসড়কের দুপাশে, রেল সড়কের উভয় ধারে এবং বাঁধ এলাকায় বনায়ন ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জনগণের অংশগ্রহণে সামাজিক বনায়ন কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলেছে। নিজেদের মঙ্গলের জন্যই বনায়নের বিভিন্ন পদক্ষেপ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। বনায়ন রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ।

সন্ধি বিচ্ছেদ করুন :
2.

বনৌষধি 

Created: 3 months ago | Updated: 6 days ago

বন + ওষধি

সন্ধি বিচ্ছেদ করুন :
3.

তদবধি

Created: 3 months ago | Updated: 1 week ago

তদ্ + অবধি

সন্ধি বিচ্ছেদ করুন :
4.

রাজ্ঞী

Created: 3 months ago | Updated: 1 week ago

রাজ + নী

সন্ধি বিচ্ছেদ করুন :
5.

ততোধিক

Created: 3 months ago | Updated: 5 days ago

ততঃ + অধিক

সন্ধি বিচ্ছেদ করুন :
6.

ইত্যাদি

Created: 3 months ago | Updated: 1 week ago

ইতি + আদি

Created: 3 months ago | Updated: 5 days ago

কৃতজ্ঞ ।

এক কথায় প্রকাশ করুন:
8.

যা পূর্বে ছিল এখন নেই।

Created: 3 months ago | Updated: 6 days ago

ভূতপূর্ব।

এক কথায় প্রকাশ করুন:
9.

পা থেকে মাথা পর্যন্ত ।

Created: 3 months ago | Updated: 4 days ago

আপাদমস্তক

এক কথায় প্রকাশ করুন:
10.

শুভ ক্ষণে জন্ম যার।

Created: 3 months ago | Updated: 1 week ago

ক্ষণজন্মা

এক কথায় প্রকাশ করুন:
11.

যা খুব শীতল বা উষ্ণ নয়।

Created: 3 months ago | Updated: 5 days ago

নাতিশীতোষ্ণ

Created: 3 months ago | Updated: 1 day ago

                                                                                                                             ‘‘Book Fair''

Now-a-days a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair many book stalls are set up with colourful things. Many kinds of books such as fictions, dramas, novels, story books, children books, text books, reference books are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programmes are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushey Boi Mela which is a month long book fair. It is books which help us to widen our outlook and knowledge. From these sense a book fair plays an important role in our life.

Sentence হলো কতকগুলো Words-এর সমষ্টি যা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। অর্থ অনুসারে Sentence কে ভাগে ভাগ করা যায়। যথাঃ 

1. Assertive Sentences I eat rice. 

2. Interrogative Sentence উদাহরণঃ How are you? 

3. Imperative Sentence: উদাহরণঃ Give me a glass of water. 

4. Optative Sentence: উদাহরণঃ May Allah help you in your danger. 

5. Exclamatory Sentence: উদাহরণঃ Hurrah! we have won the match against Pakistan. 

গঠন অনুসারে Sentence কে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা:

1. Simple Sentence: উদাহরণঃ He is an honest man. 

2. Complex Sentence: উদাহরণঃ I know a person who is very honest. 

3. Compound Sentence: উদাহরণঃ He is honest but poor.

Created: 3 months ago | Updated: 6 days ago

Related Sub Categories