আমাদের জাতীয় জীবনে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে দেশের অর্থনীতি অন্যদিকে আবহাওয়া ও জলবায়ুসহ পরিবেশ রক্ষায় বনায়ন প্রত্যক্ষভাবে কাজ করে। মানব জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে বনায়নের কোনো বিকল্প নেই। এছাড়া বনায়ন বনজ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। বনায়ন উজার হয়ে যাওয়ায় প্রতিবছর বাংলাদেশ প্রাকৃতিক ক্ষতির মুখোমুখি হয়। বন অধিদপ্তর কর্তৃক ১৯৮২ সালে উত্তরাঞ্চলের বৃহত্তর রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলায় 'কমিউনিটি বনায়ন' কর্মসূচি গৃহীত হয়েছে। এছাড়া উপকূলীয় চরাঞ্চলে, মহাসড়কের দুপাশে, রেল সড়কের উভয় ধারে এবং বাঁধ এলাকায় বনায়ন ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জনগণের অংশগ্রহণে সামাজিক বনায়ন কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলেছে। নিজেদের মঙ্গলের জন্যই বনায়নের বিভিন্ন পদক্ষেপ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। বনায়ন রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ।
বনৌষধি
বন + ওষধি
তদবধি
তদ্ + অবধি
রাজ্ঞী
রাজ + নী
ততোধিক
ততঃ + অধিক
ইত্যাদি
ইতি + আদি
উপকারীর উপকার যে স্বীকার করে।
কৃতজ্ঞ ।
যা পূর্বে ছিল এখন নেই।
ভূতপূর্ব।
পা থেকে মাথা পর্যন্ত ।
আপাদমস্তক
শুভ ক্ষণে জন্ম যার।
ক্ষণজন্মা
যা খুব শীতল বা উষ্ণ নয়।
নাতিশীতোষ্ণ