জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারী ১৯৭২।
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
জাতীয় ই-তথ্যকোষ উদ্ভোধন করা হয় কবে?
জাতীয় ই-তথ্যকোষ উদ্ভোধন করা হয় ২৭ ফেব্রুয়ারি, ২০১১।
কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
শেরে বাংলা এ কে ফজলুল হক (২৩ মার্চ ১৯৪০) লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ?
বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি?
পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
কাগজ শিল্পের জন্য বিখ্যাত কোন দেশ?
কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত।
বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড় কে?
লুকা মদ্রিচ ২০১৮ বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড়।
রাবার উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ কোনটি?
ইন্দোনেশিয়া রাবার উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ।
তুরস্ক,
লাওস,
নরওয়ে ,
মরিশাস ,
কিউবা,
তুরস্ক
তুরস্ক = লিরা (মুদ্রা)
রাজধানী = আঙ্কারা
লাওস
লাওস = লাও কিপ (মুদ্রা)
রাজধানী = ভিয়েনতিয়েন
নরওয়ে
নরওয়ে = ক্রোনার (মুদ্রা)
রাজধানী = অসলো
মরিশাস
মরিশাস = মৌরিতানিয়ান রুপি (মুদ্রা)
রাজধানী = পোর্ট লুইস
কিউবা
কিউবা = পেসো (মুদ্রা)
রাজধানী = হাভানা