পরিবেশ সুরক্ষায় করণীয়
১. প্লাস্টিক জাতীয় অপচনশীল দ্রব্যের ব্যবহার হ্রাস করতে হবে। এবং এটিকে পুনরায় উপযোগী করে ব্যবহার করতে হবে।
পচনশীল দ্রব্য যেমন: পাট এর ব্যবহার বৃদ্ধি করতে হবে।
৩. ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে।
৪. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে।
৫. বনায়ন এর জন্য বৃক্ষরোপন করতে হবে।
৬. জ্বালানী সাশ্রয়ী যান বাহন ব্যবহার করতে হবে।
৭. কার্বন ডাই-অক্সাইড এর নিঃসরণ কমাতে হবে।
৮. বন উজার করা বন্ধ করতে হবে।
৯. অবৈধ নদী দখল বন্ধ করতে হবে।
১০. দ্রব্য ব্যবহারে 3R পদ্ধতি (Reduce, Re-use & Recycle) ব্যবহার করতে হবে।
গলগ্রহ
গলগ্রহ (পরের বোঝা হয়ে থাকা) = কারো গলগ্রহ হয়ে থাকা উচিৎ নয়।
হাত ভারি
হাত ভর (কৃপণ) = হাত ভারি লোক কেউ পছন্দ করে না।
শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ) = সমুদ্রের ৯ নং বিপদসংকেত, এ যেন শিরে সংক্রান্তি ।
জগদ্দল পাথর
জগদ্দল পাথর (গুরুভার) = দায়িত্বটি আমার ঘাড়ে জগদ্দল পাথর হয়ে আছে।
ঊনপঞ্চাশ বায়ু
ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি) = বয়স বেশি হলে উনপঞ্চাশ বায়ু কমাতে হয়।
আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
= আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। / আমি এই ঘটনা চাক্ষুস দেখেছি।
দৈন্যতা সব সময় ভাল নয়।
দৈন্যতা সব সময় ভাল নয়।
= দীনতা সব সময় ভাল নয়।
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
= সব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।
ভাত ছড়ালে শালিকের অভাব হয় না।
ভাত ছড়ালে শালিকের অভাব হয় না।
= ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
মুমূর্ষু রোগীকে সেবা করা উচিত।
মুমূর্ষু রোগীকে সেবা করা উচিত।
= মুমূর্ষুকে সেবা করা উচিত।
উন্নত
উন্নত = উৎ + নত
দৈনিক
দৈনিক = দিন + এক
উপর্যুপরি
উপর্যুপরি = উপরি + উপরি
দর্শনীয়
দর্শনীয় = দৃশ + অনীয়
চলচ্চিত্র
চলচ্চিত্র = চলৎ + চিত্র
হনন করা ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা।
যা খাওয়ার যোগ্য
যা খাওয়ার যোগ্য = খাদ্য।
যা বলা হয়নি
যা বলা হয়নি = অনুক্ত ।
যা চিরস্থায়ী নয়
যা চিরস্থায়ী নয় = নশ্বর।
যে নারীর সন্তান বাঁচে না
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
অলীক
অলীক = বাস্তব
কনিষ্ঠ
কনিষ্ঠ = জোষ্ঠ
দুষ্কৃতি
দুস্কৃতি = সুকৃতি
সংশয়
সংশয় = প্রত্যয়
স্মরণ
স্মরণ = বিস্মরণ