সকল বিষয়

                                                                                                   "দেশের উন্নয়নে আয়করের ভূমিকা"

দেশের উন্নয়নে আয়কর বড় ধরনের ভূমিকা রাখে। রাষ্ট্রের জনগন আয়কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। যে দেশের জনগন যত বেশি আয়কর প্রদান করে সে দেশ ততবেশি উন্নত। 

দেশের উন্নয়নে আয়কর যে ধরনের ভূমিকা রাখেঃ 

শিক্ষা এবং প্রযুক্তিঃ একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শিক্ষিত নাগরিক গড়ে তোলা। প্রতিটি সরকারই এখাতে বিপুল পরিমাণে বরাদ্দ দিয়ে থাকে। সরকারের নিজস্ব কোন আয় যেহেতু নেই। সেহেতু সরকার জনগণের আয় হতে কর আরোপ করে আয় করে এ সকল খাতে ব্যয় করে থাকে। 

জনপ্রশাসনঃ সরকারের বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করার দ্বারা। সরকারের এ সকল জনগন সরকারের পক্ষ হতে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে যা দেশের উন্নয়নে সহযোগী। 

পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাঃ একটা দেশের ব্যবসা-বাণিজ্য নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকেন। যা রাষ্ট্রীয় আয় হতে ব্যয় করা হয়। 

প্রতিরক্ষাঃ বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা বাহিনী কাজ করে। দেশের সুরক্ষার জন্য সরকার এখাতে ব্যয় করে থাকে। 

কৃষিঃ বাংলাদেশ সরকার যে সকল খাতে ভর্তুকী দিয়ে থাকে তার মাঝে কৃষিখাত অন্যতম। আমাদের দেশের অধিকাংশ জনগন কৃষির সাথে সম্পৃক্ত থাকার কারনে এ খাতের উন্নয়ন দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। 

স্বাস্থ্যসেবাঃ অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে আমাদের দেশের জনগন প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে না। অস্বচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রদান করতে সরকার বিশেষ ব্যয় করে থাকে। কেননা অসুস্থ জনগোষ্ঠী দ্বারা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। 

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম দেশের উন্নয়নের জন্য আয়করের বিকল্প নেই। আয়কর প্রদান করার মাধ্যমে প্রতিটি নাগরিক সক্রিয়ভাবে দেশের উন্নয়নে অংশ গ্রহণ করতে পারে। এজন্য প্রতিটি নাগরিকের উচিত তার উপর অর্পিত আয়কর যথা সময়ে প্রদান করা।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

উত্থাপন

Created: 3 months ago | Updated: 6 days ago

উত্থাপন = উৎ + স্থাপন

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

মনীষা

Created: 3 months ago | Updated: 6 days ago

মনীষা = মনস + ঈষা

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

ততোধিক

Created: 3 months ago | Updated: 6 days ago

ততোধিক = ততঃ + অধিক

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

ক্ষুৎপিপাসা

Created: 3 months ago | Updated: 6 days ago

ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

সুবস্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

সুৰন্ত = সুপ্ + অন্ত

শুদ্ধ করে লিখুন:
7.

সধর্মচ্যুত

Created: 3 months ago | Updated: 1 day ago

সধর্মচ্যুত = স্বধর্মচ্যুত

শুদ্ধ করে লিখুন:
8.

সৌজন্যতা

Created: 3 months ago | Updated: 1 week ago

সৌজন্যতা = সৌজন্য

শুদ্ধ করে লিখুন:
9.

গর্ভধারিনি

Created: 3 months ago | Updated: 1 day ago

গর্ভধারিনি = গর্ভধারিণী

শুদ্ধ করে লিখুন:
10.

জোসনারাত

Created: 3 months ago | Updated: 1 day ago

জোসনারাত = জ্যোৎস্নারাত

শুদ্ধ করে লিখুন:
11.

বীভিসিকা

Created: 3 months ago | Updated: 1 week ago

বীভিসিকা = বিভীষিকা

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
12.

স্মৃতিসৌধ

Created: 3 months ago | Updated: 6 days ago

স্মৃতিসৌধ (স্মৃতি রক্ষার্থে সৌধ) = মধ্যপদলোপী কর্মধারয়।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
13.

শশব্যস্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

শশব্যস্ত (শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত) = উপমান কর্মধারয়।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
14.

খেয়াঘাট

Created: 3 months ago | Updated: 1 day ago

খেয়াঘাট (খেয়ার ঘাট) = ষষ্ঠী তৎপুরুষ।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
15.

হতশ্রী

Created: 3 months ago | Updated: 6 days ago

হতশ্রী (হত হয়েছে শ্রী যার) = সমানাধিকার বহুব্রীহি।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
16.

উদ্বেল

Created: 3 months ago | Updated: 1 day ago

উদ্বেল (বেলাকে অতিক্রান্ত) = অব্যয়ীভাব সমাস।

অর্থসহ বাক্য রচনা করুন:
17.

গৌ-বৈদ্য

Created: 3 months ago | Updated: 1 day ago

গো-বৈদ্য (হাতুড়ে চিকিৎসক) = বাপ্পি সাহেবের বোন গো-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে ।

অর্থসহ বাক্য রচনা করুন:
18.

চোখ টাটান

Created: 3 months ago | Updated: 6 days ago

চোখ টাটান (ঈর্ষা করা) = ভাল কাজ করলে সবাই চোখ টাটায়।

অর্থসহ বাক্য রচনা করুন:
19.

দড়ি কলসি

Created: 3 months ago | Updated: 6 days ago

দড়ি কলসি (আত্মহত্যার উপকরণ বিশেষ) = প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে।

অর্থসহ বাক্য রচনা করুন:
20.

ফেঁপে ওঠা

Created: 3 months ago | Updated: 1 week ago

ফেঁপে ওঠা (ধনী হওয়া) = দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন।

অর্থসহ বাক্য রচনা করুন:
21.

ধ্যাড়ানো

Created: 3 months ago | Updated: 6 days ago

ধ্যাড়ানো (বোকা লোক) = সৎ মানুষকে সবাই এখন ব্যাড়ানো ভাবে।

                                                                                    “Importance of Learning Monther Language”

Mother tongue is the initial Language one learns as a baby, the Language one grows up knows go which is also known as the native language. A child first comprehends what is around him/her through the language they hear. Mother tongue is valuable due to several reasons. Mother tongue is crucial in framing the thinking and emotions of people. A language plays a very good part in life of a human being. The language facilitates a comprehension of the surrounding, learning of concepts and at training of various skills. Additionally, Mother tongue cultivates confidence and a sense of self worth to a child in learning other things. Mother tongue is a powerful tool in advancing the learning in people. In childhood, when a kid speeds its time with parents, friends and other, it develops communication skills, skills that become paramount in school settings etc. Also when parents tell story or discuss mother with their children it develops their language and communication terminology and concepts. Mother tongue develops a strong foundation for learning and additional second language. Having strong foundation of mother language the children always get advantage to learn a second language. Mother language develops a personal and cultural identity. Personal identity emerges out of a person's understanding of himself, his surrounding and his history. The great leader Nelson Mendela said "Talk to a person in his language, and it go to his heart". The knowledge of the native language is a crucial aspect of a person's life. It not only stimulate one's confidence but also create awareness of an individual and cultural identity, facilities learning create job opportunities keep very confident.

Created: 3 months ago | Updated: 1 week ago

He was admitted into the Room.

Created: 3 months ago | Updated: 1 week ago

He was disposed of his cabinet.

Fill in the blanks
25.

He played____guitar.

Created: 3 months ago | Updated: 1 day ago

He played with guitar.

Created: 3 months ago | Updated: 1 week ago

The boy takes after his father.

Created: 3 months ago | Updated: 1 week ago

He yielded to his enemy.

Translate the following according to direction
28.

I wish I had a friend to support me. ( Exclamatory)

Created: 3 months ago | Updated: 6 days ago

I wish I had a friend to support me.

= If I had a friend to support me!

Translate the following according to direction
29.

Nobosy will deny that I am right. (Affirmative)

Created: 3 months ago | Updated: 1 week ago

Nobosy will deny that I am right.

= Everybody will except that I am right.

Translate the following according to direction
30.

Iron is more useful than any other metal. (positive)

Created: 3 months ago | Updated: 1 day ago

Iron is more useful than any other metal.

= No other metal is as useful as iron.

Translate the following according to direction
31.

I want a car to drive. ( Complex)

Created: 3 months ago | Updated: 1 week ago

I want a car to drive.

= I want a car which I can drive.

Translate the following according to direction
32.

You must avoid fat but to lose weight. ( Compound)

Created: 3 months ago | Updated: 6 days ago

You must avoid fat but to lose weight.

= You must avoid fat but you can not lose weight.

Make sentence with the following:
33.

at bay

Created: 3 months ago | Updated: 1 week ago

At bay (কোনঠাসা অবস্থা) = Rubel is fighting against his enemies but is in at bay due to his illness.

Make sentence with the following:
34.

Crying need

Created: 3 months ago | Updated: 1 day ago

Crying need (অতীব জরুরী) = All the people in the area have a crying need for food.

Make sentence with the following:
35.

In vogue

Created: 3 months ago | Updated: 1 week ago

In vogue (জনপ্রিয় বা হাল ফ্যাশন) = These popular songs were in vogue a decade ago.

Make sentence with the following:
36.

Turn down

Created: 3 months ago | Updated: 1 week ago

Turn down (প্রত্যাখান করা ) = The principal turned him down in granting full free studentship.

Make sentence with the following:
37.

Round the clock

Created: 3 months ago | Updated: 6 days ago

Round the clock (দিনরাত) = Garments workers are working round the clock.

আমরা জানি, নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ  + স্রোতের বেগ

নৌকার বেগ = ২.৫+৩=৫.৫ কি.মি.

স্রোতের অনুকূলে নৌকার বেগ = ৫.৫ + ৩=৮.৫ কি.মি.

অর্থ্যাৎ নৌকাটি ৮.৫ কি.মি. যায় = ১ ঘন্টায়

নৌকাটি ৪২.৫ কি.মি. যায় = ..= ঘন্টায়

মনে করি, 

মোট ফল= ১০০ টাকা

পঁচে গেলো + নষ্ট হয়ে গেলো = ৫+৫=১০ টাকা

বাকী থাকলো= ১০০টাকা-১০টাকা =৯০টাকা

২০% লাভে মোটের উপর লাভ=১২০টাকা

লাভ করতে হবে= (১২০-৯০)=৩০টাকা

৯০ টাকার ফলে লাভ করতে হবে ৩০ টাকা

১ টাকার ফলে লাভ করতে হবে = ৩০/৯০ টাকা

১০০ টাকার ফলে লাভ করতে হবে=৩০*১০০/৯০=৩৩.৩৩ টাকা

উত্তরঃ৩৩.৩৩%।

দেওয়া আছে, x4 = 119-1x4

x+1x=3

প্রদত্ত রাশি: x4 = 119-1x4

= x4+1x4=119 L.H.S.  x4+1x4=(X2+1X2)2-2.X2.1X2 ={X2+(1X2)2}-2 ={(X-1X)2+2×X×1x}2-2 ={(3)2+2)}2-2 =(11)2-2 =121-2 =119

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
43.

বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও উহার পরিমাপ কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। 
বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ = ১০:৬।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
44.

স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?

Created: 3 months ago | Updated: 5 days ago

স্বাধীনতার খেতাব ৪ প্রকার: ১. বীরশ্রেষ্ঠ ২, বীর উত্তম ৩. বীর বিক্রম ৪, বীর প্রতীক।

Created: 3 months ago | Updated: 1 week ago

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাবেক সি আইএ প্রধান মাইক পম্পেও।

তার দাপ্তরিক পদবী সেক্রেটারি অফ দা স্টেট।

Created: 3 months ago | Updated: 1 day ago

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
47.

পূর্ণরূপ লিখুন: UNHCR, BEPZA, ICDDRB, e- TIN.

Created: 3 months ago | Updated: 6 days ago
Created: 3 months ago | Updated: 1 day ago

বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত।  

চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

Created: 3 months ago | Updated: 6 days ago

১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
50.

``মনপুরা ৭০`` কি?

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন রচিত একটি চিত্রশিল্প হল 'মনপুরা ৭০'। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ঘূর্ণিঝর নিয়ে এই চিত্রটি আঁকেন। তাঁর অন্যান্য চিত্রকর্ম হল দুর্ভিক্ষের রেখাচিত্র, ম্যাডোনা-৪৩, পাইন্যারমা, সংগ্রাম, গায়ের বধু, নবান্ন, মইটানা। এছাড়াও গৌতম ঘোষ পরিচালিত একটি সিনেমা হল মনপুরা । যা বাউল সম্রাট লালন শাহ এর জীবনী নিয়ে নির্মিত ।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
51.

’জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

Created: 3 months ago | Updated: 1 day ago

"জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার গীতিকার গাজী মাযহারুল আনোয়ার।

Related Sub Categories