রাস্তাটি x মিটার চওড়া। যেহেতু, বাগানটি আয়তাকার তাই রাস্তাটিও আয়তাকার হবে। তাই বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ হতে দুই দিকের রাস্তার দৈর্ঘ্য বাদ দিতে হবে।
অতএব, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = (50-2x) মিটার
এবং রাস্তা বাদ বাগানের প্রস্থ = (40-2x) মিটার
প্রশ্নমতে, (50-2x) (40-2x) =1200
=x=40, এটি গ্রহণযোগ্য হতে নয়, কারণ রাস্তার চওড়া বাগানের প্রস্থের সমান হতে পারে না।
উত্তর: রাস্তাটি 5 মিটার চওড়া।