বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী ইংরেজীতে পাশ করে, ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং ৭৫% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট ৫০ জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তা হলে ঐ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত?
একজন ক্রিকেটারের বোলিং গড় ১৫.৬১। সে পরবর্তী খেলায় ৩০ রান দিয়ে ৬টি উইকেট লাভ করার ফলে তার গড় ০.৬ হ্রাস পায়। শেষ খেলার আগ পর্যন্ত ঐ ক্রিকেটারের উইকেট লাভের সংখ্যা কত ছিল?
ধরি, তিনি উইকেট পেয়েছিলেন x টি। ∴ মোট রান দিয়েছিলেন
প্রশ্নমতে, ১৫.৬১x +৩০x+৬= ১৫.৬১-০.৬
বা, ১৫.৬১x +৩০৬+x= ১৫.০১
বা, ১৫.৬১x + ৩০ = ১৫.০১x + ৯০.০৬
বা, ০.৬x = ৬০.০৬
∴ x = ৬০.০৬০৬ = ১০০.১ বা ১০০টি