১৯৭১ সালে ‘বাংলাদেশের জন্য কনসার্ট' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
আমেরিকার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে। সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটার বাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতার বাদক রবিশঙ্কর কনসার্ট আয়োজন করেন ১ আগস্ট ১৯৭১ সালে এতে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতি হয় ।
বাংলাদেশের কোন অঞ্চলের বনভূমি শালগাছের জন্য বিখ্যাত?
বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বনাঞ্চল শালগাছের জন্য বিখ্যাত।
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র; আর রপ্তানি পণ্য পোশাক
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল ।
কোন উপাদানটির কারণে পিতল বাতাসে বর্ণহীন হয়ে যায়?
বাতাসে পিতল বিবর্ণ হয় অক্সিজেন এর প্রভাবে
কোন দেশ থেকে কসোভো তাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল?
সার্বিয়া থেকে ২০০৮ সালে থেকে কসোভো তাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।
বাংলাদেশে কোন প্রকারের বৈদেশিক বিনিময় হার বিরাজমান?
বাংলাদেশে Floating exchange rate বা ভাসমান বিনিময় হার বিরাজমান।
‘চতুর্থ এস্টেট' (Fourth Estate) শব্দটি কি বোঝায়?
‘চতুর্থ এস্টেট' (Fourth Estate) শব্দটি সংবাদপত্রকে বোঝায়।
টোকিও ২০২০ অলিম্পিক গেমসে প্রথমবারের মতো কোন খেলা যুক্ত হয়েছে?
টোকিও ২০২০ অলিম্পিক গেমসে প্রথমবারের মতো বেসবল খেলা যুক্ত হয়েছে।
BEZA সর্বমোট কয়টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি পেয়েছে?
BEZA সর্বমোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি পেয়েছে।