আমদানী রপ্তানি অধিদপ্তর || উচ্চমান সহকারী (06-09-2019) || 2019

All

সকল বিষয়

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য। শুল্ক এবং অশুল্ক বাধা

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল দেশ হচ্ছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে বৈশ্বিকভাবে জিডিপির ভিত্তিতে বাংলাদেশ হবে ২৬ তম বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্ব অর্থনীতিতে এখন বাংলাদেশের অবস্থান ৪২তম। The world in 2030: Our long term projection for 75 countries শীর্ষক প্রতিবেদনে বলা হয় ২০১৮ সাল হতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ এগিয়ে যাবে। একদশক ধরে বাংলাদেশ গড় ৬.৩ শতাংশ হারে GDP Growth অর্জন করেছে। এখন Purchasing power parity বা ক্রয়ক্ষমতার সমতা অনুসারে ডলারে মাথাপিছু জিডিপি ৪,৬০০ তে উন্নীত হয়েছে। অর্থনীতি প্রবৃদ্ধির বড় কারণ হিসেবে অভ্যন্তরীণ ভোগ চাহিদা, সরকারি ব্যয়, প্রবাসী আয় ও রপ্তানি। পোশাক রপ্তানি করে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে এখন একটি শক্তিশালী স্থান করে নিয়েছে।

শুল্ক ও অশুল্ক বাধাঃ আর্ন্তজাতিক বাণিজ্যে পণ্য দ্রব্য উৎপাদনে কোন দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। বাণিজ্য সুবিধার জন্য একদেশ থেকে অন্য দেশে পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানি করা দরকার হয়। পণ্য রপ্তানির সময় কোনো দেশের পণ্যের উপর যে হারে  শুল্ক ধার্য করা হয় তা হলো রপ্তানি শুল্ক। এই রপ্তানি শুল্ক যে রপ্তানিকারক দেশের জন্য রপ্তানি বাণিজ্য প্রসারে একটি বাঁধা । এই ধরনের বাঁধাকে শুল্ক বাঁধা বলা হয়। ঠিক এরকম অন্য দেশের পণ্য নিজ দেশে যখন আমদানি করা হয়, তখন দ্রব্যের তালিকামূল্যের উপর আমদানিকারক দেশ একটি নির্দিষ্ট হার শুল্ক আরোপ করতে পারে। যাই হোক না কেন এই ধরনের শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বাঁধা।

পণ্যদ্রব্যের উপর শুল্ক ধার্য ছাড়াও রপ্তানির ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। যেমনঃ দ্রব্য টেস্টিং, লেবেলিং, স্ট্যান্ডর্ডইজেশন ও কাস্টমস সমস্যা। এই ধরনের অবকাঠামোগত সমস্যাগুলোকে অশুল্ক বাঁধা বলা হয়। এই ধরনের অশুল্ক বাঁধাগুলোর মধ্যে আরো কিছু হলো কাস্টম্স এর আমলাতান্ত্রিক জটিলতা, সীমান্ত অংশে দুর্বল অবকাঠামো এবং শুল্ক হাউস ও ওয়্যারহাউস সংক্রান্ত সমস্যা। এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করে।

বাণিজ্যের প্রসার ঘটাতে হলে এই ধরনের বাঁধা অপসারণ করতে হবে। এটা SAFTA ও অন্যান্য যে অর্থনৈতিক আঞ্চলিক চুক্তি রয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। এছাড়া মুক্ত বাজার অর্থনীতির ধারণা প্রসার করেও এই ধরনের প্রতিবন্ধকতা দূর করা যায় 

Created: 3 months ago | Updated: 1 day ago

The economy of Bangladesh is one of the fastest growing economies in the world.

= দ্রুতবর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনীতি একটি ।

Translate the following into Bangla
3.

Black will take no other hue.

Created: 3 months ago | Updated: 4 days ago

Black will take no other hue.

= কয়লা ধুইলে ময়লা যায় না ।

Created: 3 months ago | Updated: 1 day ago

The US has imposed fresh tariffs on $112bn of Chinese important goals.

= ১১২ বিলিয়ন ডলার মূল্যের আমদানিকৃত চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে করারোপ করেছে।

Chittagong port, the country's premier seaport, has grown in the capacity of container handling and other over the years.

= দেশের প্রথম সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ধারণ ক্ষমতা ও অন্যান্য ক্ষমতা বাড়ছে।

Graduation from LDC to Middle Income Country; Impact on Foreign Trade of Bangladesh

Bangladesh is going to cross the first phase of development. The second phase of development will be started. The second phase of development will end after implementing the vision 2021 which would transform Bangladesh into a middle income country. 73% of people lived below the poverty line in 1970. But in the recently published report of World Bank, it has been declared that Bangladesh has transformed into lower middle income country from the status of lower income country. According to the "Economic Review 2015" letting 2005-06 as base year, the real per capita GNI (Gross National Income) is $1314 from this statistics, World Bank announces Bangladesh including Tajikistan, Myanmar and Kenya as lower middle income country.

The growth rate of export in the current financial year has been increased rapidly. The destination 76% of the total exports goes to USA and Europe. As markets of these two destinations are getting hale and hearty, the demand of Bangladeshi products is also soaring up. Besides new destinations of our apparel products are also creating huge possibilities. In this time the value of money is strengthening against dollars as the foreign currency reserve surpassing 25 billion which is also a milestone in the history of Bangladesh.

Now Bangladesh is following the seven fifth year plan which emphasizes on reducing income discrimination and regional disparity. Under this fifth year plan, the General Economic Division (GED) is working to formulate a concept paper which includes electricity, fuel and human development resources These are all factors working hard to achieve the status of middle income country.

To achieve the status of the middle income country, one country needs to allocate a huge amount of budget for the Annual Development Programme (ADP) as plans solely cannot lead the country to attain such status. According to the 'Economic Review 2015' of Bangladesh government in the 45* national budget, the finance ministry allocated 97,000 cores taka for the ADP which is 5.65% of GDP. To strengthen the development path of a country foreign direct investment is a driving force. FDI accelerates the employment creating huge scopes for unemployed people. It also directs country in a  smooth way as there's need a big infrastructural development. To attract FDI, sufficient gas and electricity, water supply is must, the communication system is also crucial. If one country meets these requirements, then foreign investors come to invest in one country. Finally the country turns into a developing country. The amount of FDI is going up.

Only before three decades, Bangladesh's development remained in stagnant. Half of the total people. were in great hardship as there was meager employment opportunity. But after 1980s, Bangladeshi economy had been evolving very swiftly on account of apparel sector. About 1 corer people directly 06. works in this sector and most of them are female. This worker's untiring effort to make the country developed cannot be vain.

Created: 3 months ago | Updated: 1 day ago

বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল আমাজন ৷

= Amazon is the largest evergreen forest in the world.

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

= Foreign direct investment plays a vital role for the economic development of Bangladesh.

Created: 3 months ago | Updated: 1 day ago

দ্রষ্টার চোখে সৌন্দর্য থাকে ।

= There is beauty in the eyes of onlooker.

Created: 3 months ago | Updated: 1 week ago

মৌসুমের আগেই বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে।

= Supply of Hilsha has been risen before the season comes.

ধরি, নৌকার বেগ x kmph

এবং স্রোতের বেগ y kmph

∴ স্রোতের অনুকূলে দাঁড়ের বেগ = (x + y) kmph 

এবং স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ = (x - y) kmph

প্রশ্নমতে, 15x+y+ 15x-y =4 .......... (i)

এবং 5x+y  = 3x-y  ............. (ii)

এখন (ii) নং সমীকরণ হতে পাই, 

5x+y  = 3x-y 

 5x  5y = 3x + 3y  2x = 8y  x=4y.......... (iii)

এখন x এর মান (i) নং সমীকরণে বসাই

15x+y+ 15x-y =4

154y+y+ 154y-y =4  155y + 153y = 4 3y + 5y = 4 3+5y = 4  8y = 4  2y = 1  y = 2

এখন, y এর মান (iii) নং সমীকরণে বসাই 

x = 4y

∴ x = 4 ×2 = 8

উত্তরঃ দাঁড়ের বেগ ৪ kmph এবং স্রোতের বেগ 2 kmph

প্রদেয় ভোটের সংখ্যা = ৫৮১ - ৯১ = ৪৯০টি 

ধরি, কবির সাহেব ভোট পান ৪xটি

∴ তার প্রতিপক্ষ ভোট পান ৩xটি

প্রশ্নমতে, ৪x + ৩x = ৪৯০

⇒ ৭x = ৪৯০

∴ x = ৭০

অর্থাৎ কবির সাহেব ভোট পান =  ×  =  টি

এবং তার প্রতিপক্ষ ভোট পান =  ×  =  টি 

∴ ভোটের ব্যবধান = ২৮০ - ২১০ = ৭০টি 

 

ভিয়েতনামের রাজধানী হ্যানয় । আর মুদ্রার নাম হলো ডং এবং অফিসিয়াল ভাষা হলো ভিয়েতনামিজ।

রোলস-রয়েল লিমিটেড একটি ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

তুরষ্কের মুদ্রার নাম লিরা। আর রাজধানী হলো আঙ্কারা এবং অফিসিয়াল ভাষা হলো তুর্কি ।

২০১৮ সালে চামড়া রপ্তানির পরিমাণ ছিল ৬২ কোটি ডলার। আর EPB এর তথ্য মতে ২০১৯ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল ৫৩ কোটি ২৩ লাখ ডলার।

Related Sub Categories