FAO
FAO= Food and Agriculture Organization ( FAO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা।
JRC
JRC= Joint River Commission (JRC) যৌথ নদী কমিশন।
BBC
BBC= British Broadcasting Corporation (BBC) ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হল যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা।
PLO
PLO= Palestine Liberation Organization (PLO) ফিলিস্তিন মুক্তি সংস্থা।
উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?
উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম বরাক নদী
আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?
প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।
১৯৭০ সালের নির্বাচন আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়েছিল।
NSI এর চাকরি মূলত অনেকটা স্বপ্নের মত। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করণের স্বার্থে সংস্থার সদস্যরা দেশি- বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি, ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য Counter-Intelligence against foreign Intelligence Agencies কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে ভূ-রাজনীতি ও বৈশ্বিক রাজনীতির অনেক খুঁটিনাটি বিষয়াদির সাথে ওতপ্রোতভাবে কাজ করতে পারে। তাছাড়া সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশে বিদেশে পেয়ে থাকেন নানাবিধ সুযোগ-সুবিধা। তাই এই জন্য আমি এনএসআই-এ চাকুরী করতে আগ্রহী।