জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) || জুনিয়র ফিল্ড অফিসার (22-11-2019) || 2019

All

পূর্ণরূপ লিখুন :
1.

FAO

Created: 3 months ago | Updated: 6 days ago

FAO= Food and Agriculture Organization ( FAO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা।

 

পূর্ণরূপ লিখুন :
2.

JRC

Created: 3 months ago | Updated: 1 day ago

JRC= Joint River Commission (JRC) যৌথ নদী কমিশন।

পূর্ণরূপ লিখুন :
3.

BBC

Created: 3 months ago | Updated: 6 days ago

BBC= British Broadcasting Corporation (BBC) ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হল যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা।

পূর্ণরূপ লিখুন :
4.

PLO

Created: 3 months ago | Updated: 19 hours ago

PLO= Palestine Liberation Organization (PLO) ফিলিস্তিন মুক্তি সংস্থা।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন:
5.

উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?

Created: 3 months ago | Updated: 1 week ago

উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম বরাক নদী

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন:
6.

আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।

Created: 3 months ago | Updated: 6 days ago

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়েছিল। 

NSI এর চাকরি মূলত অনেকটা স্বপ্নের মত। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করণের স্বার্থে সংস্থার সদস্যরা দেশি- বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি, ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য Counter-Intelligence against foreign Intelligence Agencies কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে ভূ-রাজনীতি ও বৈশ্বিক রাজনীতির অনেক খুঁটিনাটি বিষয়াদির সাথে ওতপ্রোতভাবে কাজ করতে পারে। তাছাড়া সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশে বিদেশে পেয়ে থাকেন নানাবিধ সুযোগ-সুবিধা। তাই এই জন্য আমি এনএসআই-এ চাকুরী করতে আগ্রহী।

Related Sub Categories