গ্রামীণ সংস্কৃতি আমাদের ঐতিহ্যের এক অপরিহার্য অংশ। এটি গ্রামবাংলার মানুষের জীবনযাপন, আচার-অনুষ্ঠান, লোকগান, নৃত্য, খাদ্যাভ্যাস এবং বিভিন্ন রীতিনীতি নিয়ে গড়ে উঠেছে। পল্লী এলাকার মানুষ তাদের সরলতা এবং পারস্পরিক সম্প্রীতির জন্য পরিচিত। নবান্ন উৎসব, পহেলা বৈশাখ, হালখাতা প্রভৃতি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। পিঠা-পুলি, ধান কাটার গান, বাউল গান, এবং লাঠি খেলা গ্রামীণ সংস্কৃতির বিশেষ অংশ। গ্রামীণ সংস্কৃতির এ ঐতিহ্য শুধু বিনোদন নয়; এটি আমাদের জীবনের গভীরতা এবং সামাজিক বন্ধনের প্রতিফলন। আধুনিকতার ছোঁয়ায় এই সংস্কৃতি কিছুটা বিলুপ্তির পথে থাকলেও এটি আমাদের শিকড়কে স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের দায়িত্ব এ সংস্কৃতিকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়
'বিপদ এবং দুঃখ এক সময়ে আসে'- এটি কোন ধরণের বাক্য?
'বিপদ এবং দুঃখ এক সময়ে আসে'- এটি যৌগিক বাক্য ।
'যৌবনসূর্য' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কী?
'যৌবনসূর্য' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য যৌবন রূপ সূর্য ।
'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের উপন্যাস গ্রন্থ
'গায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
'গায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ গৈ + অক ।
Online education has revolutionized the way we learn, offering flexibility and accessibility to students worldwide. With the advancement of technology, education is no longer confined to traditional classrooms. Through online platforms, students can access courses from prestigious institutions, participate in virtual classrooms, and learn at their own pace. It has made education more inclusive, enabling individuals from remote areas or those with physical constraints to acquire knowledge and skills. However, online education also comes with challenges such as the need for reliable internet access, self-discipline, and limited opportunities for hands-on learning. Despite these drawbacks, online education remains a transformative tool, bridging gaps and creating opportunities for lifelong learning.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। = It has been raining since morning.
তুমি কি কখনও জাতীয় জাদুঘরে গিয়েছ?
তুমি কি কখনও জাতীয় জাদুঘরে গিয়েছ? = Have you ever been to the National Museum?
তিনি এক কথার মানুষ।
তিনি এক কথার মানুষ। = He is a man of word
আমার লেখার কোন কলম নেই।
আমার লেখার কোন কলম নেই। = I have no pen to write with
ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল।
ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। = I was informed of the matter.
We have to go there........ five minutes.
We have to go there by five minutes.
The remark is irrelevant ………. the subject.
The remark is irrelevant to the subject.
I am looking forward....... you. (to see/to seeing/seeing)
I am looking forward seeing you.
No sooner had I finished my lecture........ the students went out.
No sooner had I finished my lecture than the students went out.
They joined......... revolution.
They joined to revolution.
She loved her husband. = She did not hate her husband.
It is time to shut up the shop. = It is time for the shop to be shut up.
The masculine gender of "bee" is drone .
How you did you come home yesterday?
Synonym of the word 'Dictator' is autocrat.
প্রদত্ত রাশি = 4a2b2 − 16ab2c + 16b2c2
= (2ab)2 − 2. 2ab. 4bc + (4bc)2
= (2ab − 4bc)2
= (2.4.6 − 4.6.3)2
= (48 − 72)2
= (−24)2
= 576 (Answer)
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
৬০% লাভ বিক্রয়মূল্য = ১০০ + ৬০ = ১৬০ টাকা
পূর্বের বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে ১৬০ টাকায়
” ১ ” ” ” ” ” ”
= ২ ”
২ টাকায় বিক্রি করতে হবে ১২টি কলা
১ ” ” ” ” টি কলা
ধরি, ৫ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা
আবার, ৪ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা।
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪টাকা
সুতারাং, লাভ = ১/৪ – ১/৫ = (৫ - ৪)/২০ = ১/২০
১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
সুতারাং ১০০ টাকায় লাভ হয় (৫×১০০)/২০ = ২৫ টাকা
রেডক্রস সদর দপ্তর কোথায় অবস্থিত?
রেডক্রস সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত ।
'লাইন অব কন্ট্রোল' ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ।
DOS কী?
DOS হলো Disk Operating System ।
আসাদ গেইটের পূর্ব নাম কী?
আসাদ গেইটের পূর্ব নাম আইয়ুব গেট ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি অফিসের নাম ওভাল অফিস ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন কোথায় ছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন ছিল ঢাকা মেডিকেল কলেজের স্থানে ।
বেইসবল কোন দেশের জাতীয় খেলা?
বেইসবল যুক্তরাষ্টের জাতীয় খেলা
আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক থাকে?
আন্তর্জাতিক বিচার আদালতে ১৫ জন বিচারক থাকে
সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম কী?
সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম পূর্ণ ।
কম্পিউটারের ব্রেইন কাকে বলা হয়?
কম্পিউটারের ব্রেইন বলা হয় প্রসেসরকে ।