’এসপার ওসপার’ শব্দটির অর্থ কি?
’আবাহন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
কোন বাক্য ‘ভাল’ শব্দটি সুন্দর অর্থে ব্যবহৃত?
’সকলের দ্বারা অনুষ্ঠিত। এক কথায় কোনটি?
কোন কোন বর্ণ নিয়ে ’ষ্ণ’ গঠিত?
’পঙ্কিল’ শব্দের বিপরীতার্থক শব্দটি দেখাও।
’তুফান’ কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
’সাহদা’ শব্দের অর্থ নির্দেশ কর-
’পুরনো চাল ভাতে বাড়ে’ প্রবচনটির অর্থ কি?
’উচ্ছৃঙ্খল’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
যে জমিতে ফসল জন্মায় না-
কবি কাজী নজরুল ইসলামের মায়ের নাম কি?
’সুনামি’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-
পূর্ব পুরুষের বিপরীত শব্দটি কি ?
“একুশে গল্প” এর মূল বিষয়বস্তু কি ?
কবি শামসুর রহমানের শৈশব থেকে যৌবন অতিবাহিত হয় কোথায় ?
ন্যায় ভালো জানেন যিনি-
’ব্যর্থ’ শব্দরি সন্ধিবিচ্ছেদ হলো-
কোনটি শুদ্ধ?
’ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে-
’আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস’ এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
’অনাদর’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
’হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ-
’মামলা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-
'Rajmohon's Wife' নামক উপনাাসটি কে রচনা করেন?
কার কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়?
’জাগো গো ভগিনী’ প্রবন্ধটির রচয়িতা-
প্রমিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি?
প্রথম কিউরেটর পৃথিবীতে কিসের বিকাশ ঘটছে বলে জানালো?
’সাম্যবাদী’ কবিতাটি যে ছন্দে লেখা-
কে ধানের গন্ধের মতো অস্ফুট?
সাব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কোন জেলা জন্মগ্রহণ করেন?
’সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কে বলেছেন?
শওকত ওসমানের প্রকৃত নাম কী?
'যৌবনের গান' প্রবন্ধে কোন দেশ নেতার উল্লেখ নাই ?
'অর্ধাঙ্গী' প্রবন্ধ মতে কোন নারীরা ঘরের বাইরে পা দিয়েও মানসিক মুক্তি ঘটাতে পারে নি ?
'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটি কেমন ?
আহসান হাবীবের 'ধন্যবাদ' কবিতিাটি কোন ছন্দে রচিত ?
শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত ?
'তাহারেই পড়ে মনে' কবিতায় মাঘের সন্ন্যাসী কোন পথে চলে গেছে ?
পীতম মাঝির ভাগ্নের নাম কী ?
কোনটি মুনীর চৌধুরীর নাটক নয় ?
'জমীদার দর্পণ' নাটক কোন বিখ্যাত নাট্যকার রচনা দ্বারা প্রভাবিত ?
'শেষ বিকেলের মেয়ে' কার রচনা ?
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ?
বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে ?
কোনটি 'আগুন' শব্দের সমার্থক শব্দ নয় ?
'দুরুহ'শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
সমাসগঠিত শব্দ 'অনুশোচনা' এর অনু কোন অর্থ প্রকাশ করছে ?
তিনি প্রকৌশলী আর তাঁর বোন ডাক্তার। এটি হলো-