দিনাজপুরের বড় পুকুরিয়ায় কোন প্রকার বিদ্যুত উৎপাদিত হয়?
প্যারাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য ?
হাবিগ্রাবি তে B = 30μT এবং H= 26μT হলে বিনতি কত হবে?
কোন বদ্ধ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান বাড়ানো যায় কিভাবে?
একটি 5cm বাহু বিশিষ্ট বর্গাকার সমতল দর্পনের বক্রতার ব্যাসার্ধ কত?
বলপেন কোন নীতিতে কাজ করে?
দুর্বল নিউক্লীয় বল কোন কণার উপস্থিতির জন্য কার্যকর হয়?
টানা তারে স্থির তরঙ্গ উৎপত্তির কারন-
শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75 এবং পৃথিবীতে 365 দিনে এক বছর হলে,শুক্রতে এক বছর হবে কত দিনে
কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে তাড়িত চৌম্বক বল ক্রিয়াশীল হয় ?
4ms-1 দৌড়ে যাবার সময় একজন লোক 6ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হল। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরবে ?
একটি কণা একটি বৃত্তাকার পথে প্রতি মিনিটে 300 বার আবর্তন করে পর্যায়কাল কত ?
মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতার মান কত হবে ?
40 W এর একটি বাল্ব কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে ?
দূরবীক্ষণ যন্ত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
i^.i^+j^.j^+k^.k^+j^.i^ = কত ?
নিক্ষিপ্ত একটি বস্তুর সর্বাধিক উচ্চতায় উঠার সময়কাল, বস্তুর আদিবেগের ...
দোতালার জানালা থেকে একটি ফুলদানি নিচে পড়ে গেল। 3m নিচে ভূমিতে এটি কত বেগে আঘাত করবে ?
ঘর্ষণের প্রকারভেদ নয় কোনটি ?
চাঁদ ও সূর্যের মধ্যবর্তী যে আকর্ষণ তাকে কি বলে ?
বায়বীয় অবস্থায় কোন পদার্থের তাপমাত্রা যদি ক্রান্তি তাপমাত্রার চেয়ে কম হয় তাহলে তাকে কি বলে ?
একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এর নিম্নতাপাধারের তাপমাত্রা 7°C । এর উচ্চ তাপাধারের তাপমাত্রা কত ?
হাবল এর সূত্র অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ কিরূপ আকার ধারণ করতেছে ?
1.6 × 106 eV গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত kg ?
1ন্যানো ফ্যারাড = ........ পিকোফ্যারাড।
একটি রোধের গায়ে যথাক্রমে হলুদ , বেগুনী, কমলা ও লাল রঙ দেয়া আছে। রোধের সর্বনিন্ম মান কত ?
রিমেনেন্স কি ?
আবিষ্ট তড়িৎচালক বিদ্যুৎপ্রবাহের দিক সম্পর্কে কে সুস্পষ্ট ধারনা দেন ?
সৌর বর্ণালীতে কি পরিমাণ কালো রেখা পাওয়া গেছে ?
Power reactor এর মধ্যে কি ধরনের বিক্রিয়া ঘটে ?
গ্লিসারিনের প্রতিসরাঙ্ক 1.466 হলে বায়ু ও গ্লিসারিনের মধ্যে সংকট কোণ কত হবে ?
n টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণুর দ্বারা ডোপায়ন করা হয় তারা
60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি একটি ব্যাটারি ও একটি রূপার ভোল্টমিটারের সাথে শ্রেণি-সমবায়ে যুক্ত আছে। এতে 1 ঘন্টা 2.62 রূপা সঞ্চিত হয়। বাতির দুই প্রান্তে বিভব পার্থক্য 90 ভোল্ট হলে রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত?
একটি গোলাকার কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে 30 J তাপশক্তি বিকিরিত হয়। তার পৃষ্ঠের তাপমাত্রা 243.4 K এবং σ=5.67×10-8Wm-2K-4 হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
চিত্রে একটি বর্তনী দেখানো হল। উক্ত বর্তনীতে I3 = ?
4 ms-1 বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 6 ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে অনুভূমিক এর সাথে কত কোণে ছাতা ধরতে হবে?
একটি রাডার 100 উচ্চতায় থেকে একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে 5.3×10-11 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2.21×106ms-1 সমদ্রুতিতে ঘুরছে। একবার আবর্তন করতে রাডারটির কত সময় লাগবে?
এক ব্যক্তি বুকের এক্সরে করার সময় 1.5×10-3 J শক্তি শোষণ করল। প্রতিটি এক্সরে ফেটনের শক্তি 40,000 eV হলে তিনি কত সংখ্যক ফোটনের শক্তি করেছেন? [1eV=1.6×10-19 J]
দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 260 Hz । তারা কত সময় পরপর বীট উৎপন্ন করবে?
একটি টানা তারের দৈর্ঘ্য 60 mm. টেনে ছেড়ে দিলে 3টি নিস্পন্দ বিন্দুর সৃষ্টি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত?
2i^-j^+2k^ ভেক্টরটি y অক্ষের সাথে কী পরিমান কোন উৎপন্ন করে?
পৃথিবীর ব্যাসার্ধ R হলে কত উচ্চতায় g এর মান শূন্য হবে?
কোন বৈদ্যুতিক বাল্বে 220V-0.2A লেখা আছে। যদি বাল্বটি দুই ঘন্টা ধরে জ্বালানো হয় তবে বাল্বটির ভিতর দিয়ে কী পরিমান চার্জ প্রবাহিত হবে?
একটি কৈশিক নলের ব্যাসার্ধ r। নলটিকে T পৃষ্ঠটান ও ρ ঘনত্ব বিশিষ্ট কোন তরলে ডোবালে নলের ভিতর h উচ্চতায় তরল উঠে আসে। যদি নলটি 2T পৃষ্ঠটান এবং 2ρ ঘনত্বের তরলে ডোবানে হয় তবে তরলটি কত উচ্চতায় উঠবে?
সংকট কোণ ও প্রতিসরাংকের মধ্যে সম্পর্ক -
16 coul ও 4 coul চার্জ বিশিষ্ট দুটি বস্তুকে শূন্য মাধ্যমে কত দূরত্বে রাখলে তাদের মধ্যবর্তী বল 9×109N হবে?
-40° C কত K এর মান সমান?
20 kg ভরের একটি বালক 10m উঁচু ব্রিজ থেকে নদীর পানিতে রাফ দিচ্ছে পানি থেকে 5m উঁচুতে পৌছানোর পর তার
চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের ছয় ভাগের এক ভাগ চন্দ্র এবং পৃথিবী গড় ঘনত্ব সমান ধরে নিলে চন্দ্রের ব্যাসার্ধ কত?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ 4m/s,35m/s24m/s,4m/s210m/s,5m/s25m/s,4m/sy=10 sin (22.57 x - 125.66 t) হলে তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য, কমাঙ্ক এবং গতিবেগ কত?