স্থির অবস্থান থেকে কোন বস্তুখন্ড সমত্বরণে চলার 2s পরে তার বেগ 8m/s হল। ঐ বস্তুখন্ড উক্ত সময়ে যে দূরত্বে অতিক্রম করবে তা নির্নয় কর।
একটি স্পিং -এ 5 kg ভর ঝুলানো হল। এতে দৈর্ঘ্য 2cm বৃদ্ধি পেল স্পিং ধ্রুবকের মান হচ্ছে -
দুইটি টিউনিং ফর্কের কম্পাঙ্ক যথাক্রমে 480 Hz এবং 329 Hz । এই টিউনিং ফর্ক দু'টি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2cm হলে, শব্দের বেগ নির্ণয় কর।
ইউনেস্কো 2005 সালকে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান বর্ষ হিসাবে ঘোষণা করেছে। যে পদার্থবিজ্ঞানীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই ঘোষণা করা হয়েছে তিনি হলেন -
একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাত্রের ক্ষেত্রফল 0.01 m2 ।পাত দুটির মধ্যে কত পুরুত্বের অভ্র পাত ( K = 6 ) প্রবেশ করালে ধারকটির ধারকত্ব 1m ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকীয় পরিবাহীর ধারকত্বের সমান হবে?
একটি 60 W এর বৈদ্যুতিক বাতি ও 100 V এর একটি ব্যাটারি তামার ভোল্টমিটারের সাথে সিরিজে সংযুক্ত করা হল। ঐ ভোল্টামিটারের 0.5 ঘন্টা তড়িৎ প্রবাহের পর ক্যাথোডে 3.6 ×10-4kg তামা সঞ্চিত হল। তামার বৈদ্যুতিক তুল্যাংক নির্ণয় কর ।
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 cm এবং একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 10 cm তাদের পরস্পর সংস্পর্শে স্থাপন করলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত?
অর্ধ- পরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন -
পানি ভর্তি একটি বীকারের মধ্যে এক টুকরা বরফ ভাসমান রয়েছে। বরফ গলার পর পানির লেভেল -
নিম্নের কোনটি একই রশ্মি প্রদর্শন করে ?
বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী একটি স্তুকণা আলোর গতিতে চলতে পারে না , কারণ -
অভিকর্ষ ধ্রুবক G এর মাত্রা -
এক অতি মানব তার প্রতিপক্ষের বিরুদ্ধে 2800 kg বৃহৎ প্রস্তুর খন্ড ছুড়ে মারে। প্রস্তুরখন্ডটিকে আনুভূমিক 15.0 ms2 ত্বরণ দিতে হলে তাকে প্রস্তুর খন্ডটিকে কত আনুভূমিক বল প্রয়োগ করতে হবে?
একটি কঠিন বেলুনের ভর 5.0 kg এবং ব্যাসার্ধ 3.0cm বেলুন অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত?
2.4 omega এবং 3.8 omega তিনটি রোধক 54 V ব্যাটারির সাথে সিরিজ সংযোগ করা আছে। ব্যাটারি অভ্যন্তরীণ রোধ না থাকলে 3.6 omega রোধকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত?
সমান্তরাল সাদা আলোক রশ্মি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হলে, আপতিত আলোক রশ্মি বিভিন্ন রঙের বর্ণালী সৃষ্টি করে - এর মধ্যে যে রঙটি সবচেয়ে বেশি বেঁকে যায় সেটি হচ্ছে-
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে 5D ও 3D এদের পরস্পরকে যুক্ত করলে তুল্য লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্ব কত হবে?
একটি 100 MeV ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত?
রেডিয়ামের গড় আয়ু 2341 বছর , এর অবক্ষয় ধ্রুবকের মান কত?
ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বরা একটি 23592U নিউক্লিয়াসের ফিশন ক্রিয়ার ফলে নির্গত শক্তির পরিমাণ -
ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50°F হলে কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত?
একটি দিক পরবর্তী প্রবাহকে I = 50 Sin 400 πt সমীকরণ দ্বারা প্রকাশ করা হলো , উক্ত প্রবাহের কম্পাঙ্ক কত হবে?
একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্যের ফোকস দূরত্ব 4m অসীম দূরত্বে ফোকাসিং-এর জন্য বিবর্ধন 100 হলে, ফোকাস দূরত্ব কত?
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 । বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত?
কোন কমন-বেস-ট্রানজিস্টর বিন্যাসে এমিটর কারেন্ট 1.2mA এবং কালেক্টর কারেন্ট 9.0 ×10-4 A হলে, বেস কারেন্ট কত?
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্ত পথ প্রায় -
→A=→-B হলে, →A×→B এর মান বের কর।
পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে ভর হবে -
দুইটি টিউনিং ফর্কের কম্পাঙ্ক যথাক্রমে 480 Hz এবং 320 Hz । এই টিউনিং ফর্ক দু'টি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2cm হলে, শব্দের বেগ নির্ণয় কর।