একটি কণা 2.0 m ব্যাসার্থের বৃত্তাকার পথে প্রতি মিনিটে ৩০ বার আবর্তন করে । এর রৈখিক বেগ কত?
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের তিনগুণ?
একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎক্ষেত্র, দূরত্ব r এর সাথে কিভাবে পরিবর্তিত হয়?
ধরা যাক, C-60 তেজস্ক্রীয় পদার্থের অর্ধায়ু ৫ বৎসর । কত বৎসর পরে ঐ তেজস্ক্রীয় পদার্থের তেজস্ক্রীয়তা কমে প্রাথমিক অবস্থার ১/৩২ তে হ্রাস পাবে?
একটি দিক পরিবর্তী প্রবাহকে I = 50 sin 300πt সমীকরণে প্রকাশ করা হলো । ঐ প্রবাহের কম্পাংক কত হবে?
5μ F এর 5 টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো । ঐ ধারকগুলোর সমতুল্য ধারকত্ব হচ্ছে-
একটি বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ বের হচ্ছে। কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের -
একটি 13 N ওজনের ও একটি 12 N ওজনের দুইটি বস্তু একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণ বিহীন কপিকলের উপর ঝুলন্ত । 13 N ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণের যতগুণ তা হলো -
সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড A, B, C দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রুপে সংযুক্ত । খণ্ড C,F↔ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড B এর উপর মোট বল হলো -
একটি নলাকার তামার তারের রোধ R । আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত?
একটি চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন (চার্জe) একই চৌম্বক ক্ষেত্রে লম্ব বরাবর চলমান একটি আলফা কণার (চার্জ 2e) সমান বল অনুভব করে । তাদের দ্রুতির অনুপাত Vproton/Valpha হলো -
9.8ms-1 বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে?
যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয়, তবে এর ভর হবে -
33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে 9.0 ×104J তাপশক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে রুপান্তরিত করতে পারবে?
দুইটি সুরশলাকার কম্পাংক যথাক্রমে 128 Hz , 384 Hz । বায়ুতে শলাকা দুইটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
6 v শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 A বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত?
একটি আদর্শ 1:8 step -dwon ট্রান্সফরমারের মূখ্য কুণ্ডলীর ক্ষমতা 10 kW এবং গৌণ কুণ্ডলীতে 25 A বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত?
R ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব V হলে পৃষ্ঠ হতে R উচ্চতায় বিভবের মান কত?
মুক্তভাবে কোন পড়ন্ত বস্তুর ত্বরণ g নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য l পরিবর্তন করে ভিন্ন ভিন্ন / এর জন্য দোলকের দোলনকাল T পরিমাপ করল। এবার সে T2(y-axis) বনাম l(x-axis) লেখচিত্র এঁকে ঢাল S বের করলো। g এর মান মত?
সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব d এবং বিভব পার্থক্য V যদি Q আধানের একটি বিন্দু চার্জ পাতা দুটির ঠিক মধ্যবর্তী বিন্দুতে রাখা হয় তবে চার্জটির উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত?
এক টুকরা কর্কযুক্ত 0c° তাপমাত্রার একটি বরফখণ্ড বরফ -পানিতে ভাসমান । বরফখণ্ডটি গলে গেলে পানির স্তরের উচ্চতাঃ
পানির প্রতিসরাঙ্ক 1.3 হলে , পানিতে আলোর বেগ কত? শূন্য স্থানে আলোর বেগ 3×108ms-1
একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অনুগুলোর বর্গমূল-গড়-বর্গবেগ u । গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অনুগুলোর পরিবর্তিত বর্গমূল-গড়-বর্গবেগ কত?
মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়?
পাশের বর্তনীতে R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে-
দুইটি গাড়ীর মধ্যবর্তী দূরত্ব 150 km এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 km / h এবং 40 km / h বেগে চলছে। তারা কত ঘণ্টা পর মিলিত হবে?
নিম্নের কোনটি একটি নিউক্লিয় ফিউশন বিক্রিয়া প্রদর্শন করে যেটি থেকে প্রচুর পরিমানে শক্তি উৎপাদিত হয়?
দুইটি ভেক্টর A↔=3.0i∧-3.0j∧ এবং B↔=5.0i∧ + 5.0k∧
কোন ব্যক্তি 30° ঢালের 5m উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 N ব্লক টেনে তুলছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাপ কাজ করবে?
যদি →A=2j∧ + 3j∧+3j∧-5k∧ এবং →B=m i∧ + 2 j∧ + 10 k∧ তবে m- এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হবে?