কাজের একক কী?
কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে এক হয়?
পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত?
এক ন্যানোমিটার সমান কত মিটার?
পারমাণবিক চুল্লী কত প্রকার?
হীরকের সংকট কোণ কত?
একমুখী বিদ্যুৎ প্রবাহের (dc) কম্পাঙ্ক কত?
60kg ভরের জনৈক 20 মিনিটে 180m উচ্চ একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত?
একটি পাথরকে থাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ হবে-
একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত?
1 km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে 500g একটি বোমা ফেলা হল। ভূমি স্পর্শ করার পূর্ব মুহুর্তে এর গতিশক্তি হবে-
কোনো মাধ্যমে 480HZ এবং 320Hz কম্পাঙ্কের দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত?
পরম শূন্য তাপমাত্রা হল-
গ্যাসের অণুর (একটি অণুর) গতিশক্তি হল-
1 ক্যালরি তাপ সমান-
স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করল রোধ-
আলফা কণার চার্জ হল-
1ev সমান-
1.60×10-19J
1.90×10-18J
1.60×10+19J
1.90×10+18J
Adams Apple কোথায় থাকে?
ফ্লেমিং এর বাম হস্ত সূত্রে, বাম হাতের মধ্যমা কি নির্দেষ করে?
ঢাকা শহরের বিনতি (δ) কত?
-4 ডায়াপটার লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক?
প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের উদাহরণ কোনটি?
980 N ওজনের একটি বস্তুকে 1 ms-2 ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে?
কোন বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্য দিয়ে সর্বদা ক্রিয়া করে । এই বিন্দুকে বলে-
মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, তার তীব্রতা কত?
একটি সুষম গোলকের ভর 1×104 kg এবং ব্যাসার্ধ 1m , গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 m দূরত্বে অবস্থিত m1 ভরের একটি কনার উপর মহাকর্ষ বলের মান কত? G=6.673×10-11 Nm2/kg2
কল্পনা কর যে, প্রৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হল। একটি বস্তুকে সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেয়া হল এবং বস্তুটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে লাগলো। পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে এবং বাধাদানকারী সকল বল উপেক্ষা করে পৃথিবীর কেন্দ্র থেকে 5×105 m দূরত্বে বস্তুটির ত্বরণ ও দোলনের পর্যায়কাল নির্ণয় কর। দেওয়া আছে পৃথিবীর ব্যাস R=6.4×106 m এবং g=9.8 m/s2.
একটি সুতায় দুটি তঙ্গের মিলনের ফলে যে স্থির তরঙ্গের সৃষ্টি হয় তার সমীকরন হচ্ছে y=5 sin πx3 cos 40πt যেখানে x ও y হল সে.মি-এ এবং t হল সেকেন্ডে। (ক) তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার ও বেগ কত? (খ) দুটি পর পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
নিচের চিত্রে চলচ্চিত্রের একজন স্ট্যান্টম্যান একটি উঁচু ভবনের ছাদে আনুভূমিকভাবে দৌড়িয়ে একটি অপেক্ষাকৃত কম উঁচু ভবনের ছাদে দৌড় দেবে। এই কাজটি করার পূর্বে সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্ন করলো এটি করা তার পক্ষে সম্ভব হবে কি না। ছাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ 4.5 m/s হলে সে এটা করতে পারবে কি? সেক্ষেত্রে তোমার উপদেশ কি হবে? "ঝাপ দাও" । অথবা "ঝাপ দিও না"।
প্রতিটি 1 mm ব্যাসার্ধের আটটি বৃষ্টির ফোঁটা 5 cm/s প্রান্তিক বেগে পতনশীল। যদি আটটি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, তাহলে নির্গত শক্তির পরিমাণ নির্নয় কর। দেওয়া আছে, পানির পৃষ্ঠটান = 7.4×10-2 N/m
একটি দেয়াল হতে 4.8 cm ব্যাসের একটি অ্যালুমিনিয়ামের দন্ড আনুভুমিকভাবে 5.3 cm প্রক্ষেপিত আছে। দণ্ডটির শেষ প্রান্তে 1200 kg ভরের একটি বস্তু ঝুলান হল। অ্যালুমিনিয়ামের ব্যবর্তন গুনাংক 3×1010 N/m2 । দন্ডটির ভরকে উপেক্ষা করে (ক) দন্ডটির উপর ব্যবর্তন পীড়ন এবন (খ) দণ্ডটির প্রান্তের উলম্ব বিচ্যুতি নির্ণয় কর।
এক পরমানু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে 17°C হঠাৎ এর মূল আয়তনের এক-দশমাংশ আয়তনে সংকুচিত করা হল। সংকোচনের প্র তাপমত্রা কত হবে?
20Ω রোধক একতি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট জুরে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে ?
একটি ইলেকট্রনের চার্জ 1.6×10-19 C এবং ভর9.11×10-31 kg হলে পরমানুর মধ্যে সর্বনিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামকের মান কত হবে ?
S=13t3+3t সুত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে ; 4s পরে এর বেগ কত হবে ?
একটি কার্নো ইঞ্জিন 600K তাপমাত্রার তাপ -উৎস থেকে 1200J তাপ গ্রহন করে এবং তাপ গ্রাহকে 300J তাপ বর্জন করে । তাপ গ্রাহকের তাপমাত্রা কত ?
10-c এবং 2×10-6C মানের দুইটি আধান বিন্দু পরস্পর হতে 10cm দুতে আবস্থিত । আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রবাল্য শুন্য হবে?
একটি কনার উপর →F=6i^-3j^+2k^ N^ বল প্রয়োগ করলে কণাটির r→ =2i^+2j^-k^ m সরন হয় । বল দ্বারা সম্পাদিত কাজের পরিমান কত?
বৃহস্পতি গ্রহের ভর 1.9×1027 Kg এবং ব্যাসার্ধ 7×107m । বৃহস্পতি পৃষ্ঠে মুক্তি বেগ কত ?
একক ক্ষেত্রফল এবং 2×1011 Nm-2 ইয়াং গুনাংক থেকে বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1m । তার টেনে 1mm প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে ?
400 প্যাকের একটি কুণ্ডলীর স্বকিয় আবেশ গুনাঙ্ক 8mH এবং তড়িৎ প্রবাহ 5×10-3A হলে কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিমান কত হবে ?
একটি নভো দূরবীক্ষ যন্ত্রের অভীলক্ষন ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.5m এবং 0.05m। স্পষ্টদৃষ্টি্র ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য কত হবে ?
কোনো মাধ্যমের আপেক্ষিক প্রবেশ্যতা 1.08 এবং ডাই- ইলে্কট্রি্ক ধ্রুবক 1.005 হলে ঐ মাধ্যমে আলোর বেগ কত ?
কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 273 K তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে?
একটি লিফট 3m/s2 ত্বরণে উপরে উঠছে। লিফটের মেঝের 2m উপর হতে একটি বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেয়া হলো। g=9.81 m/s লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে?
একটি সমবাহু ত্রিভুজের দুই বাহু বরাবর একই ক্রমে দুুটি 10 N বল কাজ করে । তৃতীয় বাহু বরাবর কত বল করলে সাম্যাবস্থা বজায় থাকবে?
74.6 kg ভরের একজন লোক প্রতিটি 25 cm উঁচু 20 টি সিঁড়ি 10 sec এ উঠতে পারেন তার ক্ষমতা কত?
পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 m এবং ব্যাস 1.8 m । কোনো ইঞ্জিন 24 মিনিটে কুয়ার পানি সম্পূর্ণ খালি করতে পারলে ঐ ইঞ্জিনের ক্ষমতা কত?