একটি ট্রানজিস্টারের α=0.98 এবং IE=1.5mA হলে IB এর মান কত ?
কোনো তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দ্বারা প্রকাশকরা যায় ?
পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরাপঙ্ক 98 এবং সাপেক্ষে কাচের প্রতিসরাপঙ্ক 32 বায়ু সাপেক্ষে পানির প্রতিসরঙ্ক কত ?
14
23
34
43
কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.00385s-1 ; এর অর্ধায়ু কত ?
একটি সেকেন্ডে দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলে , দোলকটির দৈনিক কত সেকেন্ড ধীরে চলবে ?
কোনো ভরকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন রাশিটি ধ্রুব থাকবে?
1×10-3m ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক একটি তরলের মধ্য দিয়ে 2×10-2 m/s প্রান্ত বেগে পড়ছে। তরলের সান্দ্রতাংক 0.003 m-1s-1 একক। সান্দ্রবল নির্ণয় কর।
2×10-4m ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক একটি তরলের মধ্য দিয়ে 4×10-2m/s প্রান্ত বেগে পড়ছে। যদি লোহা ও তার্পিন তেলের ঘনত্ব 7.8×103kg/m3 এবং 0.87×103kg/m3 হয় তবে তার্পিন তেলের সান্দ্রতাঙ্ক বের কর।
বাতাসে একটি সুর শলাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 68 cm এবং অপর একটি সুর শলাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 128 cm । প্রথম সুর শলাকার কম্পাংক 515 Hz হলে দ্বিতীয় সুর শলাকার কম্পাংক কত?
A মাধ্যমে শব্দের বেগ B মাধ্যমে শব্দের বেগর 5 গুণ। B মাধ্যমে একটি শব্দ উৎসের তরঙ্গদৈর্ঘ্য 10cm হলে A মাধ্যমে উৎসের 100 কম্পনে শব্দ কত দুর যাবে?
একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4°c এবং শুষ্ক বাষ্পে 98°C পাঠ দেয়। থার্মোমিটারটি 42°C পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত হবে?
একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12.0 V 2.5 C আধানকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋনাত্মক প্রান্তে স্থান্তরের জন্য সম্পন্ন কাজ নির্ণয় কর।
কোনো বর্তনীতে তিনটি 8v ব্যাটারি পরস্পরে সিরিজে যুক্ত। 2C আধান কে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আরতে কৃতকাজ নির্ণয় কর।
একটি মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 cm এর বামে ফাঁকে 10Ω এর একটি প্রমাণ রোধ ও ডান ফাঁকে একটি অজ্ঞাত রোধ স্থাপন করায় বাম প্রান্ত থেকে 40cm দুরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। অজ্ঞাত রোধটি নির্ণয় কর।
একটি মিটার ব্রীজের বাম ফাঁকে অজ্ঞাত রোধ x এবং ডান ফাঁকে 30 Ω যুক্ত আছে। 25.5 cm দৈর্ঘ্য নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। অজ্ঞাত রোধে মান কত হবে?
ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর প্রবাহের অনুপাত 1 : 3 হলে পাক সংখ্যার অনুপাত কত?
ন্যূনতম বিচ্যুতির সঠিক সম্পর্কটি হলো -
সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি?
একটি বিড়াল 20 মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পেয়ে স্থিরাবস্থা হতে 3মিটার/সেকেন্ড 2 ত্বরণে ইঁদুরটির পশ্চাতে দৌড়ালো। ইঁদুরটি 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পরে এবং কত দূরে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে?
একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল যথাক্রমে 93dB এবং 85dB । এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় কর।
4গ্রাম ভরের একটি বস্তু 6 মিটার উচ্চ স্থান হতে পতিত হয়ে কাদায় 5 সে.মি. প্রবেশ করে স্থির হয়ে পড়ল। ভরটির উপর কাদার গড় ধাক্কার পরিমাণ কত?
ভূ-পৃষ্ঠ হতে 1000km উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর ব্যাসার্ধ =6400km
50gm ভর বিশিষ্ট একটি বস্তুকে 3m দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। বস্তুটি 5 সেকেন্ডে 20 টি পূর্ণ আবর্তন করলে সুতার টান কত?
একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 16N এর একটি বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কোন কাজ করল না। বস্তুটি এরপর 6 সেকেন্ডে 52 মিটার দুরত্ব গেল। বস্তুটির ভর কত?
20,000 ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 560H.P ও কর্মদক্ষতা 80% । গাড়িটিকে স্থির অবস্থা থেকে 25m/s বেগে আনতে নূন্যতম কত সময় লাগবে?(1H.P= 0.746 KW)
সরল ছন্দিত গতি সম্পন্নকারী কোন কণার সর্বোচ্চ বেগ 0.02m/s। কণাটির বিস্তার 5mm হলে কণাটির পর্যায়কাল নির্ণয় কর।
5m দৈর্ঘ্য এবং 1mm ব্যস বিশিষ্ট তারে 100kg ভর চাপালে দৈর্ঘ্য 0.3mm প্রসারিত হয়। তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত?
30°C তাপমাত্রায় নিকেল তারের রোধ 100Ω। 75° তাপমাত্রায় উক্ত তারের রোধ কত পাওয়া যাবে? (নিকেল তারের রোধের সহগ 6×10-3°C)
0.15gm ভরের একটি শোলার বলে -6.68×10-9C আধান দেওয়া আছে। +6.54×10-9C আধান যুক্ত একটি বস্তু কত উপরে থেকে শোলার বলকে শূন্যে স্থির অবস্থায় রাখতে পারবে?
100°C তাপমাত্রার পানিকে তাপমাত্রার বরফে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? বরফ গলণের আপেক্ষিক সুপ্ততাপ =336000Jkg-1 এবং পানির আপেক্ষিক তাপ=4200Jkg-1k-1
একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 225mA বিদ্যুৎ গ্রহন করে। হিটারটি 700 ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে?
চৌম্বক ক্ষেত্রে xঅক্ষ বরাবর 3 μC আধানের একটি বস্তু 2×106m/s বেগে চলছে। চৌম্বক ক্ষেত্র B→=(0.20j∧-0.40k∧ )T হলে আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত?
ইয়াং এর দ্বি-চির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক হল 6.2×1014Hz । পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.72 mm। পর্দাটি যদি 1.6 m দূরে থাকে তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত?
কোন যৌগিক অণুবিক্ষণ যন্ত্রে অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব 10cm ও 15cm । যদি অভিলক্ষ থেকে বাস্তব প্রতিবিম্বের দূরত্ব 50cm হয় এবং অভিনেত্র থেকে অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব 60cm হয়, তবে ঐ অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত?
একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেক্ট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্ত বিভবপার্থক্য 0.96V হবে।
রেডিয়াম এর অর্ধজীবন 1620 বছর। কত সময় 1 গ্রাম রেডিয়াম 1 সেন্টিগ্রাম এ পরিণত হবে?
একজন ভদ্রমহিলা মহাশূন্যযানে চড়ে 4 আলোকবর্ষ দূরের একটি গ্রহে 0.9c বেগে যাবেন এবং ফিরে আসবেন। তার বয়স তার যমজ বোন (যিনি পৃথিবীতে ছিলেন) এর চেয়ে কত বছর বয়স হবে?
0.5×10-3m ব্যাসার্ধের একটি কৈশিক কাচঁনল পারদে ডুবালে নলের মধ্যে পারদের অবগমন 6.753×10-3m হয়। কাঁচের সাথে পারদের স্পর্শ কোণকত? (পারদের পৃষ্ঠ টান= 0.47 Nm-1 এবং ঘনত্ব= 13.6 ×103 kgm-3)
1m দীর্ঘ এবং 1cm প্রস্থ 500 পাক বিশিষ্ট একটি আয়তকার কুন্ডলীর মধ্য দিয়ে 15A তড়িৎ প্রবাহ চলছে। কুন্ডলীটিকে 15T এর সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করলে এর উপর ক্রীয়শীল টর্ক কত?
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে 32.46 m-1T এবং 48.27 m-1T । ঐ স্থানের বিনতি নির্ণয় কর।
দুটি সুশকালার কম্পাঙ্ক যথাক্রমে 128Hz এবং 384Hz । বায়ুতে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আনুপাত কত হবে ?
15∘C তাপমাত্রার নির্দিষ্ট পরিমান গ্যাসকে রূদ্ধতাপ প্রক্রিয়ার প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো । চূড়ান্ত তাপমাত্রা 45.7οC হলে Y এর মান কত ?
তিনটি গ্যাস অনুর বেগ যথাক্রমে 25 ms-1, 30ms-1 এবং 35ms-1 তাদের মূল গড় বেগ কত ?
2NH3+3CuO→N2+3Cu+3H2O বিক্রিয়ায় NH3 কিভাবে কাজ করে?
সার কারখানায় অ্যামোনিয়া্ প্লান্টের হেবার পদ্ধতিতে গ্যাস তৈরী করতে কি পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়?
কোন প্রকার আলোকে রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ?
সবল এসিড ও সবল ক্ষারের প্রশমান তাপের মান কোনটি?
25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত?
প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটি অ্যান্টি অক্সিডেন্ট?
কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়?