পূর্ণ বিকিরণ পাইরোমিটারে কোন সূত্র ব্যবহার করে তাপমাত্রা নির্ণাত হয়?
আলোর কণা ধর্ম দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?
একটি দ্বি-পোলের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপে পরির্বিতত হয়?
প্রত্যাবর্তী তড়িৎচালক বলের গড়মাস শর্ষিমানের কত গুণ?
কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল p ও 2p । তাদের লব্ধি R,p – এর উপর হলে তাদের অন্তগর্ত কোণ কত?
10°C তাপমাত্রার 5kg পানিকে 100°তাপামাত্রার উতীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত?
সমান ধারকত্রে তিনটি ধারককে শ্রেণি সমবারে সাজালে তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ে ধাকাকালীন তুল্য ধারকত্নে কতগুণ হকে?
তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3μF, 2μF ও 1μF এবং এদের প্রথম ও দ্বিতীয়টিকে শ্রেণি সমবায়ের সাজিয়ে তৃতীয়টির সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুলাধারকত্ব কত হবে?
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/2, বিন্দুভয়ের মধ্যে দশা পার্থক্য কত?
E=mc2 বিশেষ আপেক্ষিকতা বিজ্ঞানী আলবার্ট আইন্সটাইন কত সালে সর্বপ্রথম তত্ত্বটি উপস্থাপন করেন?
একটি ট্রেন স্থির অবস্থান হতে 14ms−2 ত্বরণে চলতে আরম্ভ করল। একই সময়ে একটি গাড়ি 91ms−2 সমবেগের ট্রেনের সমান্তরালে চলা শুরু করল। ট্রেন গাড়ীটাকে কখন পিছনে ফেলবে?
কোন একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় তড়িৎ প্রবাহ চলছে। এর সাথে 120Ω রোধ শ্রেণিতে যুক্ত করলে প্রবাহমাত্রা পূর্বের প্রবাহের অর্ধেক হয়। রোধকের রোধ কত?
একটি তারের কুন্ডলীর ক্ষেত্রফল 2.0×10−4m2 এবং কুন্ডলীর মধ্য দিয়ে 0.01A বিদ্যুৎ প্রবাহ চললে কুন্ডলীর দ্বিপোল মোমেন্ট-
যদি ভেক্টর A=3i^−5j^+2k^ তাহলে x অক্ষ এবং ভেক্টরটির কোণ কত?
একটি বাঘ একটি হরিণের 4 মিটার পিছনে থেকে ধরার জন্য স্থির অবস্থা থেকে 2m/sec2 সমত্বরণে দৌঁড়াতে শুরু করল। হরিণ 3m/sec সমবেগে দৌড়ালে বাঘটি হরিণটিকে কতক্ষণ পরে ধরতে পারবে?
একটি পরিবাহীর ধারকত্ব 4μF। চার্জের পরিমাণ কত হলে বিভব 40 ভোল্ট হবে?
600 kg ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1ms−1 বেগে ছাদের উপরে উঠাতে ক্রেনের শক্তি ব্যয় হবে:
একটি ত্রিভুজের পরিসীমা 60cm এবং আয়তন 15cm2 হলে- বাহু তিনটির পরিমান কত?
k-এর মান কত হলে, (3k+1)x2+k(11+k)x+9=0 সমীকরণটির মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
P = [2 2] এবং Q=−1−2−130−3 হলে PQ-এর মান
(x2−2x)10-এর বিস্তৃতিতে x16-এর সহগ বের কর।
সরল ছন্দিত গতিশীল একটি বস্তর বিস্তার 0.5m দোলনকাল 2 sec এবং বেগ 1.1m/sec হলে, বস্তটি সরণ কত?
লোহার কুরী তাপমাত্রা কত?
একটি প্রাসের আনুভূমিক পাল্লা 79.53m এবং বিচরণকাল 53 sec হলে নিক্ষেপন কোণ ও নিক্ষেপন বেগ কত?
দুটি তড়িৎ কোষের তড়িচ্চালক বল যথাক্রমে 1.5V ও 2V এবং এদের অান্তরোধ যথাক্রমে 0.3Ω ও 0.01Ω । এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। কোষের সমবায়কে একটি 10Ω বহিঃরোধের সাথে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলো। ঐ রোধের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
A→=i^+2j^−2k^, এবং B→=3i^+j^+k^ হলে তাদের লব্ধির মান কত?