একটি বস্তুকে 196 ms-1 বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো । 20 সেঃ পরে বস্তুটির বেগ কত? (g= 9.8 ms-2)
একটি খালি লঞ্চের পানির উপরিভাগের অংশের গড় প্রস্থছেদ 150 m2 । যদি প্রতিজন মালসহ 75 kg হারে 200 জন যাত্রী নেওয়া হয় তাহলে লঞ্চের কতটুকু ডুববে ?
2N/ m স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি আদর্শ স্প্রিংয়ের দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে 0.1 বৃ্দ্ধি করলে স্প্রিংয়ের স্থিতিশক্তির বৃ্দ্ধি হবে -
36 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1.0 মিনিটে বস্তুটির বেগ 15 km / h বৃদ্ধি পাবে ?
একটি সরলদোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরলদোলকের দোলনকাল 3s হলে প্রথমটির দোলনকাল কত?
পানির পৃষ্ঠটান 72 ×10-3 N/m 0.2 mm ব্যাসের নলে পানির আরোহণ হবে -
এক মোল হাইড্রোজেন এবং এক মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 g এবং 32 g হলে কোন এক নির্দিষ্ট তাপমাত্রায় অনুপাত হাইড্রোজেন অণুর মূল গড় বর্গ বেগ / অক্সিজেন অণুর মূল গড় বর্গ বেগ এর মান হবে -
ভরকেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক m2 । পাতটির প্রস্থ 1m এবং ভর 12 kg হলে দৈর্ঘ্য কত?
একটি কার্ণো ইঞ্জিন 277°C তাপমাত্রায় তাপ গ্রহণ করে ও 77°C তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা হলো -
শব্দের তীব্রতার লেভেল বা স্তর মাপার একক কি?
কোন মাধ্যমের ঘনত্ব বায়ুর 1000 গুণ এবং স্থিতিস্থাপকতা 25,000 গুণ । সেই মাধ্যমে শব্দের বেগ বায়ুতে বেগের কত গুণ?
একটি সমান্তরাল -প্লেট ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল 2m2 । প্লেট দুইটির মধ্যে পরাবৈদ্যুতিক বস্তু প্রবেশ করানো হল যার আপেক্ষিক পারমিটিভিটি 6। এখন ধারকত্ব পূর্বের তুলনায় কতগুণ হবে ?
9 Ω রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে তিনগুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ -
কোন কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য মোট 22 kW ক্ষমতার প্রয়োজন । 220 V লাইনের মূল লাইনে অন্তত কত প্রবাহ বহনক্ষম তার লাগাতে হবে ।
একটি আদর্শ ট্রান্সফর্মারে মুখ্য ও গৌণ কুন্ডলীর পাকের সংখ্যা যথাক্রমে 200 এবং 100 । মুখ্য কুন্ডলীতে 50 V (AC) প্রয়োগ করলে গৌণ কুন্ডলীতে কত বিভব পাওয়া যাবে?
নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ দৃশ্যমান ?
পানি ও কাঁচের পরম প্রতিসরাংক যথাক্রমে 1.33 এবং 1.5 হলো , পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক হবেঃ
ভূ-চুম্বক মেরুতে বিনতি কোণ কত?
নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
প্লাটিনামের কার্য অপেক্ষক 6.21 eV । সর্বোচ্চ কত তরঙ্গদৈর্ঘ্যের আলো প্লাটিনামের উপর আপতিত হলে, ইলেকট্রন নিঃসৃত হবে?
18 cm বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে 10 cm দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বটির আকার বস্তুর কত গুণ বড় হবে ।
দুটি সুসংগত উৎস থেকে λ তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ সমদশায় উৎপন্ন হচ্ছে। উপরিপাতন অঞ্চলের কোন এক বিন্দুতে তরঙ্গ দুটির দশাু পার্থক্য হলো π রেডিয়ান। পথ পার্থক্যের মান কত হবে পারে?
16 বিবর্ধন বিশিষ্ট নভো-দূরবীক্ষণ যন্ত্রে লেন্সে দুইটির মধ্যে দূরত্ব 85 cm । লেন্স দুইটির ফোকাস দূরত্ব কত?
একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 omega এবং এটি সর্বোচ্চ 0.2 A পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 2 A পর্যন্ত প্রবাহ মাপতে হলো সান্টে কত রোধ লাগাতে হবে ?
n- টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয় , তাহলে নির্গত শক্তি হবে -
একটি কণা 40 cm ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। কণাটির কেন্দ্রমুখী ত্বরণ -
মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায় কতগুণ তীব্র?
নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হলো । যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13°C হয় তবে চূড়ান্ত তাপমাত্রা কত?
যদি কোন আণবিক বোমায় ফিশন প্রক্রিয়া 1 kg ভর লোপ পায়, তাহলে নির্গত শক্তি হবে -