0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
গাছ থেকে 2kg ওজনের একটি নারকেল সোজা নীচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6 N হয়, তাহলে নারকেলটির ত্বরন কত হবে?
72% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200h । মোটরটি প্রতি সেকেন্ড কত জুল কাজ করে?
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়?
ভূ-পৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোন বস্তুর 10 sec সময় লাগলে, ঐ উচ্চতা থেকে ভূ-পৃষ্ঠ পড়তে বস্তুটির কত সময় লাগবে?
g এর মান কোথায় শুন্য হবে?
কোটি ভেক্টর রাশি?
যে কোন গোলীয় দর্পনের ফোকাস র্দরত্ব বক্রতার ব্যাসার্ধের কত গুণ?
স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
কোনটি অন্তরক পদার্থ?
চোখের কোন ক্রুটির জন্য দূরের জিনিস ভালোভাবে দেখা যায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখা যায়?
কটি বস্তু স্থির থেকে 4ms-2 ত্বরণে যাত্রা মুরু করলে 6 sec পর বস্তর অতিক্রান্ত দূরত্ব কত হবে?
বায়ুর সংস্পর্শে 20°C তাপমাত্রায় পানির তলটান কত হবে?
তামা -লোহা যুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত?
একটি তারের কুন্ডলির ক্ষেত্রফল 2.0×10-4m2এবং কুন্ডলির মধ্যদিয়ে 0.01A বিদুৎ প্রবাহিত হলে, কুন্ডলির দ্বিপোল মোমেন্ট কত হবে?
নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়?
কোন মাপন যন্ত্রের ভার্ণিয়ার ধ্রুবকের মান 01 mm হলে, ঐ যন্ত্র দ্বারা ক্ষুদ্রতম ক দৈর্ঘ্য নিখুঁতভাবে মাপা যাবে?
এক ক্যালরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়?
1 ঘন্টায় একটি 250W টিভি সেট বা 10 মিনিটে একটি 1200W ইস্ত্রি, কোনটি বেশী শক্তি ব্যবহার করবে।
কোন যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে ও নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায়?1
একটি ভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা 3.5D, 2.5D সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত?
পানি ও গ্রিসারিনের প্রতিসরাঙ্ক 1.33 ও 1.47 এদের মাঝে সংকট কোণ কত?
পৃথিবীর আর্কসণ ছাড়িয়ে যেতে বস্তর কত গতির প্রয়োজন?
5 Cal তাপ পুরোপুরি কাজে পরিণত করতে জুল কাজ সম্পন্ন হবে?
256 ফুট গভীর কোন কুয়ায় 50 গ্রাম ভারে 1টি পাথর মুক্তভাবে ছেড়ে দেওয়া হর। বাতাসের শব্দের বেগ 1024 ফুট /সেকেন্ড হলে, পাতর ছেরে দেবার কত সময় পর পাথর মাটিতে পড়ার শব্দ শোনা যাবে?
চোখের কর্ণিয়ার ভিতর যে আই লেন্স আছেতার আকার কি রকম
একটি নিয়ন বাতিতে কোন গ্যাস মিশ্রিত?
কতমানের বল 20kg ভরের একটি বস্তর উপর 4 সেকেন্ড কাজ করলে বেগে পরিবর্তন 40ms-1 হবে?
2 কৃষ্ণবস্তু 400K তাপমাত্রায় কত শক্তি বিকিরণ করবে?
একটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 Ω হলে, ইহার প্রান্তদ্বয় 100Ω রোধের সাথে যুক্ত তাকলে ঐ রোধের বিভব পার্থক্য কত?
পৃথিবীর চৌম্বক অক্ষ ও ভৌগলিক অক্ষের মধ্যে কোণের মান কত?
1টি তেজষ্ক্রিয়তা অবমিষ্ট থাকবে?
দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে চলছে। একটির সাপেক্ষে অপরটি আপেক্ষিক বেগ কত?
একটি খালি জাহাজের পানির উপরিবাগের গড় প্রস্থচ্ছেদ 150m2, যদি প্রতিজন মালসহ 75 কেজি হারে 200 জন যাত্রী দেওয়া হয়, তবে জাহাজ কতটুকু ডুববে?
15° C তাপমাত্রায় গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুন করা হল। চূড়ান্ত তাপমাত্রা 54.7°C হলে, γ এর মান কত?
একটি পুকুরে গভীরতা 6 মিটার, পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে পুকুরের তলা কত উপরে দেখা যাবে?
100 kg ভরের একটি গিফট 1.8 m/sec2 ত্বরণে নীচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ান 60 kg ভরের একজন ব্যক্তি বল অনুভব করবে?
ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারী তারের অনুপাত 20:1 যদি সেকেন্ডারী তে 12Ω লাগানো থাকে এবং যদি প্রাইমারীতে 1240V লাগানের থাকে তাহলে সেকেন্ডারীতে বিদুৎ প্রবাহ কত ?
0° তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
গাছ থেকে 2kg ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6N হয়, তাহলে নারিকেলটির ত্বরণ কত হবে?
কোন শ্রেনি কক্ষে শব্দের তীব্রতা 1×10-7wm-2 হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেল কত হবে/
একটি চাকার ভর 6Kg এবং চক্রগতির ব্যাসার্ধ 10cm । চাকাটি প্রতি মিনিটে 300 বার ঘোরে। চাকাটি ঘূর্ণন গতিশক্তি কত?
ক্লিনিক্যাল থার্মোমিটারে 95° F থেকে 110° F পর্যন্ত দাগ কাটা থাকে। সেলসিয়াস স্কেলে এদের মান কত হবে?
ভূ-পৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় কোন বস্তুর 10 sec সময় লাগলে উক্ত সর্বাধিক উচ্চতা থেকে বূ-পৃষ্ঠে পড়তে কত সময় লাগবে?
ইস্পাতের ইয়াং গুণাঙ্ক কত?
কোন পরিবাহকের বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহকের কি বলে?
একটি কোষের তড়িৎচ্চালক শক্তি 1.5V এবং াভন্তরীণ রোধ 2Ω এর প্রান্তদ্বয় 10Ω রোধের তার দ্বারা যুক্ত করলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 45.3μT এবং অনুভূমিক উপাংশের মান 32.1μT হলে, ঐ স্থানের বিনতি কত?
একটি পরিবর্তী প্রবাহকে I=100sin 628t দ্বারা প্রকাশ করা হলো কম্পাঙ্ক কত হবে?
গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব উহার বক্রতার ব্যাসার্ধের কত গুণ?