ইংয় এর দ্বি-চিড় পরীক্ষণে চিড় থেকে 1m দূরে একটি উজ্জল ডোরার প্রস্থ 0.5 mm । চিড় দুটির মধ্যে দূরত্ব 0.2 mm হলে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?
একটি কৈশিক নল পানিতে আংশিক ডোবানো। এর অর্ধেক ব্যাসার্ধের আর একটি কৈশিক নল পানিতে আংশিক ডোবানো হলে তার মধ্যেকার পানির স্তম্ভের উচ্চতা প্রথমটির মধ্যেকার পানির স্তম্ভের উচ্চতার তুলনায় কত হবে?
100 μm এর একটি বৃষ্টির ফোঁটা পৃথিবী পৃষ্ঠের দিকে 9.8ms-2 ত্বরণে পড়তে থাকলে মধ্যাকর্ষণের কারণে তার গতিবেগ বাড়তে থাকে , অপর দিকে বাতাসের ঘর্ষণ বল গতি কমিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ফোঁটাটি 50ms-1 চূড়ান্ত স্থির গতিবেগ প্রাপ্ত হল। ঐ সময়ে তার উপর ঘর্ষণ বলের পরিমাণ কত?
490 m উপরে সমবেগে চলতে থাকা একটি বিমান থেকে বোমা ফেলে দেওয়া হলে তা আনুভূমিক 1500m দূরে মাটিতে পড়ে । বিমানের গতি আনুমানিক কত ছিল?
একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে । এই প্রক্রিয়াটি হল-
স্তির অবস্থানে একজন শ্রোতা তার দিকে ধেয়ে আসা একটি গাড়ির হর্ণের কম্পাংক শুনছেন 2100 Hz হিসাবে । যদি গাড়ির হর্ণ সত্যিকারে 2000 Hz কম্পাংকের হয়ে থাকে তবে শ্রোতার সাপেক্ষে গাড়ির গতিবেগ কত?
পৃথিবীর ব্যাসার্থ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের 1% হবে?
ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে -
একটি কার্নো ইঞ্জিন 300°C ও 100 °C এবং আরেকটি কার্নো ইঞ্জিন 500°C ও 300°C এর মধ্যে কাজ করছে। প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা -
একটি ঘরের এক প্রান্তে একজন বংশীবাদক কেবল মাত্র একটি সুর বাজিয়ে চলছেন যা অপর প্রাপ্ত থেকে প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করছে। পরিমাপ করে দেখা গেল প্রতি 1 m পর পর শব্দের তীব্রতা সর্বনিম্ন। সুরের কম্পাংক কত ? (বাতাসে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 300ms-1
একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5°C এবং স্টীম বিন্দু 99°C। যখন এ থার্মোমিটারে 52°C প্রদর্শন করে তখন ফারেহাইট স্কেলে তাপমাত্রা কত?
একটি তড়িৎকোষের বিদ্যুৎ চালক বল 1.4 V এবং অভ্যন্তরীণ রোধ 0.2 omega ইহার প্রান্তদ্বয় 2.6 omega রোধের একটি তার দ্বারা যুক্ত করলে কোষটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে?
তড়িৎ চুম্বকীয় তরঙ্গসমূহ সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের হিসাবে সাজানো হলে তা হবে নিম্নরুপ -
একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি তারের ঘূর্ণনের অনুপাত 20ঃ 1 এবং সেকেন্ডারিতে 20 omega রোধ লাগানো আছে। যদি প্রাইমারিতে 220 V প্রয়োগ করা হয় তাহলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে-
বায়ু ও হীরকের মধ্যকার সংকট কোণ 25° । হীরকের প্রতিসরাঙ্ক কত?
নিচ প্রদর্শিত হুইটস্টোন ব্রীজে সব বিভব O বিন্দুর সাপেক্ষে পরিমাপ করা হচ্ছে। সব রোধগুলো পরস্পর সমান হলে VA এবং VB এর মান সমান হত। চিত্র অনুযায়ী রোধ বসানো হলে VB-VA এর মান কত?
একটি কমন-বেস ট্রানজিস্টার বিন্যাস এমিটার প্রবাহ 1.25 mA এবং কালেক্টর প্রবাহ 8×10-4A হলে বেস প্রবাহ হবে-
সীমিত ভর বিশিষ্ট কোন বস্তুকণা শূণ্যস্থানে আলোর গতিবেগে চলতে পারে না। নিচের কোন সমীকরণ থেকে এর স্বপক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যুক্তি পাওয়া যায়?
একটি পাথর একটি পুলের উপর থেকে 10 ms-1 বেগে পানিতে নিক্ষেপ করা হল। 3s পরে পানিতে আঘাতের সময় পাথরটির গতি বেগ -
দুইটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরালে সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত -
একটি দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে I = 1000 sin(500πt) সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। ঐ প্রবাহের কম্পাংক -
→P=i∧ +2j∧-2k∧ এবং →Q=3i∧+2j∧ + 2 3k∧ ভেক্টর দুইটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। এদের লব্ধি ভেক্টরের দিক (→p -এর সাপেক্ষে) কত?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 8 cos ( 5x - 30t) হলে তরঙ্গের দশা বেগ কত?
4d2xdt2 +100x=0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাংক
দুইটি ধনাত্বক বিন্দু চার্জ q1 ও q2 পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। q1/q2=16 হলে q1 থেকে কত দূরত্বে তড়িৎক্ষেত্র প্রবাল্যের মান শূন্য হবে?
একটি গাড়ি সরলরৈখিক পথে স্থির অবস্থা থেকে 2ms-2 ত্বরণে 5s চলল, এরপর সমবেগে 10s চলে তারপর সম মন্দনে 3s চলার পর তার গতিবেগ হল 7ms-1। উক্ত মন্দনের মান কত ছিল?
পরস্পর খুব কাছাকাছি অবস্থিত দুইটি ঋজু পরিবাহী তারে দুইটি সমমানের তড়িৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তার থেকে r দূরত্বে চৌম্বক আবেশ ক্ষেত্র কত?
তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু 3.8 দিন। আদি পরমাণু সংখ্যার 30% ক্ষয় হতে কত সময় লাগবে?
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেক্ট্রনের মোট শক্তি-13.6 eV হলে, তৃতীয় বোর কক্ষে মোট শক্তি হবে -
4kg ও 6 kg ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 ms-1 এবং 5ms-1 বেগে একই দিকে চলার সময় একে অপরকে ধাক্বা দিল। ধাক্কার পর একত্রে যুক্ত হয়ে চললে কত বেগ প্রাপ্ত হবে?
সাধারণ অবস্থায় একটি ভোল্টায়িক বৈদ্যুতিক সেলের e.m.f হবে