একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80% । গ্রাহকের তাপমাত্রা 127°সে হলে উচ্চ তাপমাত্রা কত হবে ?
কোনো বৃত্তাকার কুন্ডলীর ব্যাসার্ধ 5 cm । এর মধ্য দিয়ে 3 এম্পিয়ার প্রবাহ পাওয়ার ফলে কুন্ডলীর কেন্দ্রে 30 ওয়েরস্টেড চৌম্বক প্রাবল্য সৃষ্টি হয় কুন্ডলীর পাক সংখ্যা কত ?
মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের ভর 3 × 103 এবং জ্বালানির ভর 50 kg । 5 kgs-1 হারে ব্যবহৃত হলে এবং 150 ms-1 সুষম দ্রুতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা হবে-
'নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক'। এটি ------- নামে পরিচিত।
একটি দণ্ড চুম্বককে কোন কুণ্ডলীর দিকে দ্রুত (x) ও ধীরে ( Y) চালনা করলে আবেশিত e.m.f হবে -
20°C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm/m3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm/m3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত?
একই তাপমাত্রায় একই আয়তনের প্রথম পাত্রে একই আয়তনের প্রথম পাত্রে 1 mol N2 এর দ্বিতীয় পাত্রে 1mol CO2 রাখা হলো। নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?
প্রতি সেকেন্ড 10 লি. পানি 10 মি উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন?
যদি কোন সরল দোলকের দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে তার দোলনকাল কত ?
কর্পূরের পানিতে নাচা পদার্থে কোন ধর্মের জন্য ঘটে ?
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে তাকে বলে-
চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হলে কোনটি সঠিক?
নিচের বর্তনীর সমতুল্য রোধ -
নিচের বর্তনীর যে কোন একটি 10Ω রোধে বিভব পতন কত?
নিচের বর্তনীর 10 Ω রোধের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত?
একটি বস্তুর বেগ ধ্রুবক কিন্তু শূন্য নয়। নিম্নের কোন লেখচিত্রটি এর গতিকে প্রকাশ করে?
দুটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যেকোন একটি বলের সমান। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ-
100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মি/সে হলে এর গতিশক্তি কত ?
একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 2 এইমপেয়ার বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 500 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যায় হবে ?
নিচের কোনটি সঠিক ?
একটি গোলকীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের N গুণ হলে N এর মান কত?
কোন স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তু ঝুলালে এটি 6 m প্রসারিত হয়। বস্তুটিকে এর পর টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে?
কোন একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6 % বাড়লে এর দোলনকাল কত হবে?