একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=25 cos (5x-20t)m হলে তরঙ্গের দশা বেগ কত?
তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র কোন ভৌত ধারণার সাথে সংশ্লিষ্ট?
একটি গাড়ির আদি বেগ 25 m/s উত্তর দিকে। গাড়িটিকে দক্ষিণ দিকে 3 m/s2 ত্বরণ প্রয়োগ করা হলে 6 sec পরে এর বেগ কত হবে?
একটি 1000 kg ভরের প্লেনের জন্য বাতাসের বাধা 1800 N । প্লেনটি সমবেগে চললে এর উপর লব্ধি বল কত?
ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন 90 N । পৃথিবীর ব্যাসার্ধ R হলে পৃথিবীর কেন্দ্র থেকে 3R দূরত্বে বস্তুটির ওজন কত?
একটি ক্রেন কত বেগে 1650 পাউন্ড ওজনের একটি বস্তা উপরে তুলতে পারবে যদি ট্রেনটি 4 অশ্ব ক্ষমতা প্রয়োগ করে ?
16 cm দূরে অবস্থিত দুইটি মেরুর মধ্যবর্তী বিকর্ষণ বল 12.5 dune । যদি দূরত্ব 20 cm হয় তবে বল হবে-
একটি বস্তুকে 40 মি/সে বেগে আনুভূমিক এর সাথে 60° কোণে নিক্ষেপ করা হলে এর সর্বাধিক উচ্চতা হবে-
একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব 2.5 । ইহার দ্বারা অপসারিত পানির ওজন 10 গ্রাম হলে পানি ইহার ওজন কত ?
একই দৈর্ঘ্য বিশিষ্ট কোন পদার্থের তৈরি দুটি তারের রোধ এর অনুপাত 1:4 হলে তার দুইটির ব্যাসার্ধের অনুপাত কত ?
দুইটি বাতি 120 সেমি ব্যবধানে অবস্থিত এবং দীপন ক্ষমতার অনুপাত 25: 49 । তাদের মধ্যস্থলে দুর্বল বাতি থেকে কত দূরে পর্দা রাখলে উহার উভয় পৃষ্ঠ সমভাবে আলোকিত হবে ?
a এর কোন মানের জন্য A→=2ai^ - 4k^ এবং B→=i^ - 2k^ + k^ পরস্পর অভিলম্ব ?
একটি বস্তুর গতিপথ ত্রিভুজআকৃতির হলে এবং AB এর পথের দূরত্ব 4 মি এবং BC পথের দূরত্ব 3 মি হলে AC পথের দূরত্ব হবে-
একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করেই এর উপর প্রযুক্ত ডান চার গুণ করা হলো । তারের কম্পাঙ্ক এর পরিবর্তন হবে-
একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 V সরবরাহ করে 2A তড়িৎ প্রবাহ পাওয়া যায় । ট্রান্সফরমারটি মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক সংখ্যার অনুপাত 1 :20 হলে ,মুখ্য কুন্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা কত ?
→A ও →B ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টরের রাশিমালা -
দূর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চুম্বকীর বলের একীভূত তত্ত্ব আবিষ্কার করেন-
বৈদ্যুতিক বাতির মাধ্যমে তড়িৎ শক্তিকে রুপান্তর করে পাওয়া যায়-
220 V, 40 W এবং 110 V , 40 W এর রোধের অনুপাত -
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা 50°F হলে কেলভিন স্কেলে কত?
একটি সরলদোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলন কাল কত হবে?
আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণ কত?
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থান করলে বিম্বের অবস্থান কোথায়?
পুকুরের বাইরে থেকে দেখলে 3 মি. গভীর পুকুরের গভীরতা কত বলে মনে হবে?
একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 150 মি. এর কম্পঙ্ক কত?
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মাত্র যে কোনো একটি ভেক্টরের মানের সমান । ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
ক্যাথোড রশ্মি হলো -
একটি 1 মি. বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 10-8 কুলম্ব আধান স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত?
মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায় কতগুণ তীব্র?
36 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে বস্তুটির বেগ 15 km /h বৃদ্ধি পাবে?
শব্দের তীব্রতার লেভেল বা স্তুর মাপার একক কি?
ভূ-চুম্বক মেরুতে বিনতি কোণ কত?
নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
নিচের বর্তনীতে তুল্য ধারকত্ব কত?
একটি পুকুরের প্রকৃত গভীরতা 12 ft । পানির প্রতিসারংক 34 হলে, পুকুরের আপাত গভীরতা কত ?
27° সে তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমান গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে । এক্ষেত্রে γ = 1.4 হলে, চূড়ান্ত তাপমাত্রা হবে-
একটি ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12V হলে 2.5 C আধানকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য সম্পাদিত কাজের পরিমান কত ?
একটি ঘূর্ণন বস্তুর ভর 2 কেজি এবং ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব 1 মি.বস্তুটির জড়তার ভ্রামক কত ?
কোনটি সত্য ?
কোন যন্ত্র দিয়ে থার্মোমিটারের উর্ধ্ব স্থিরাংক নির্ণয় করা হয় ?
ধরা যাক সরল দোলক সাম্যবস্থান থেকে দোলনে θ কোন উৎপন্ন θ কনের মান 4o এর বেশি না হলে –
কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনের পাঁচগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 102 Nm2 হলে, হ্রদের গভীরতা কত ?
কোন বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানংক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে বলে –
22 ms-2 মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি গাড়িকে 44 m দূরে থামানো হলে গাড়িটির আদিবেগ কত ?
নিচের কোন সম্পর্কটি ভুল ?
বায়ুর তাপমাত্রা 1°C বৃদ্ধি পেলে শব্দের বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় –
একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, যদি গুলির বেগ দ্বিগুন করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে ?
v = Eρ সূত্রটি আবিষ্কার করেন-
টানা তারে প্রবাহমান আড় তরঙ্গের বেগ-