36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিঃমিঃ বৃদ্ধি পাবে ?
একটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর 147 মিটার দূরত্বে কোন বিন্দু হতে একটি বস্তু 49 মি/সে. বেগে আনুভূমিকের সাথে α কোনে প্রক্ষিপ্ত হল । α = 45° হলে বস্তুটি দেয়ালে যে বিন্দুতে আঘাত করে তার উচ্চতা কত ?
ddxx3 sin x= ?
50মি. দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ির বেগ 10 মিঃ/সেঃ থেকে 20 মিঃ/সেঃ হয় । আরো 200 মিঃ যাবার পর বেগ কত হবে ?
sin2A এবং cos2A অনুপাত দুটি কে tanA অনুপাতে প্রকাশ করলে কোনটি হবে
3x2-kx+4=0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে, k এর মান -
1 +31! +52! +73! --- ধারাটির যোগফল -
3i^+2j^+λK^ এবং 4i^-3j^+k^ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে λ এর মান কত?
3|2x-1|≥4 অসমতাটির সমাধান সেট -
একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খন্ডিত অংশ (2,3) বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়, উক্ত সরলরেখার সমীকরন -
f(x)=x2-4 এর ডোমেন সেট -
যদি y=cos2x হয়, তাহলে dydx সমান -
নিক্ষেপণ বেগ 240 ফুট / সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ 30° হলে 3 সেকেন্ড পর এর উচ্চতা -
সমান্তর প্রগমন 6,13, 20, 27, ---- তে কোন পদের মান 111?
limx→∞x2-6x+52x2+3x-4=?
যদি cosec x cot x =2 3 হয়, তবে x = ?
ax + by +c1=0 এবং ax +by +c2=0 সরলরেখা দুইটির লম্ব দূরত্ব -
y = ax (1-x) বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি x অক্ষের সহিত 60° কোণ উৎপন্ন করলে a এর মান হবে-
y =1n(x+x2+4) হলে dydx এর মান -
প্রতিবার শুরু ও শেষে U রেখে CALCULUS শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে?
cos(A +150°) এর মান -
7,24 এবং 25 একক বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল-
|2x-5|<3 অসমতাটির সমাধান কোনটি?
JAGANNATH শব্দটির বর্ণগুলোকে "স্বরবর্ণগুলো (vowels) সর্বদা একসাথে থাকবে এবং ব্যঞ্জনবর্ণগুলো (consonants ) সর্বদা একসাথে থাকবে"-এই শর্তে কতভাবে বিন্যস্ত করা যায়?
32 ft /sec আদিবেগে এবং ভূমির সাথে 30° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। ইহার আনুভূমিক পাল্লা কত হবে?
tan40° tan50° tan60° এর মান -
x2+y2-2x-2y-7=0 বৃত্তের ব্যাসার্ধ কত?
n একটি পূর্ণ সংখ্যা হলে, sinθ=0 সমীকরণের সাধারণ সমাধান -
(3x-2x2)15 এর বিস্তৃতিতে x বর্জিত পদ কোনটি?
যদি A=5746 হয়, তবে A(Adj A) =? যেখানে Adj A হলো A এর সহগুণক ( adjoint ) ম্যাট্রিাক্স ।
f(x) =x2,g(x) =x3+1 হলে, (gof) (x) সমান -
(3,4) এবং (5,9) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ( -1, -6) বিন্দুটি কোন অনুপাতে বিভক্ত করে?
limx→3(x-3x2-x-6) এর মান কত?
LOGARITHMS শব্দিটর বর্ণগুলো থেকে প্রতিবারে 3 টি ব্যঞ্জনবর্ণ ও 2 টি স্বরবর্ণ নিয়ে কত প্রকারে শব্দ গঠন করা যায়?
(1,-1) বিন্দুগামী 2x -3y +4 =0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ-
দুইটি ছক্কা একই সঙ্গে নিক্ষেপ করা হলে প্রাপ্ত বিন্দুগুলোর সমষ্টি 7 হওয়ার সম্ভবনা কত?
sin-1x +sin-1y =π2 হলে, x2+y2=?
p এর কোন মানের জন্যে x2+px +1 =0 সমীকরণটির মূলদ্বয় জটিল সংখ্যা হয়?
x2+3xy+5y2=1 হলে , (1,1) বিন্দুতে dydx এর মান -
3x2-kx +4=0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে K এর মান -
ax2+bx+c=0 সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কোনটি?
যদি tanθ=2x2হয়, তবে cos2θ এর মান কত?
cos tan-1 cot sin-1x=?
এককের একটি কাল্পনিক ঘনমূল ϖ হলে, (1+ϖ-ϖ2)-(1-ϖ+ϖ2)3 এর মান কত?
7x2+8y2=56 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল-
একটি পাথর 160 ft/sec আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হল। t সময়ে এর গতির সমীকরণ s = 160t-16t2 হলে ভূমি হতে 256 ft উপরে পাথরটির বেগ কত?
ব্যঞ্জনবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে 'EQUATION' শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়?
0.3+0.003 +0.0003 + --- ধারাটির যোগফল কত?
নিচের কোনটি সত্য ?
k এর মান কত হলে (x-y+3)2 +(kx+2)(y-1)=0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে?