"PERMUTATION" শব্দটির বর্ণগুলির কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে।
7 টি ব্যাঞ্জনবর্ণ ও 3 টি স্বরবর্ণ হলে কয়টি শব্দ গঠন করা যাবে যেখানে 3টি ব্যাঞ্জণবর্ণ ও 2টি স্বরবর্ণ থাকে।
(2x2+px3)10 এর বিস্তৃতিতে x5 এবং x15 এর সহগ দুইটি পরস্পর সমান হলে P ধনাত্মক মান বের কর।
y=x3-3x2-9x+5 বক্ররেখার যে সব বিন্দুতে স্পর্শক x-অক্ষের সমান্তরাল তাদের ভূজের মান হলো ।
cos 27°-cos 63°cos 27°+cos 63°=?
একটি বুলেট কোন দেওয়ালের মধ্যে 2 inch ঢোকার পর বেগ অর্ধেক হয় । বুলেটটির বেগ শূন্য হবার পূর্বে বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতদূর ঢুকবে ।
আণুভূমিকের সাথে θ কোণ হেলানো একটি মসৃন তলে অবস্থিত m ভরের একটি ছোট বস্তু p এর উপর F¯ পরিমান আনুভূমিক বল প্রয়োগ করা হলে F¯ বলটি p বস্তুটিকে কেবলমাত্র সাম্যবস্থায় রাখতে সামর্থ হয় । তাহলে F¯ এর মান হলো ।
154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় 2x-3y=5 এবং 3x-4y=7 হলে বৃত্তের সমীকরণ হবে ।
একটি ত্রিভূজের বাহুগুলো যথাক্রমে 5, 12, এবং 13 cm হলে ত্রিভূজটি হবে
যদি A = x,y/ x-y=2 এবং B = x,y/ x+y=4 হয়, তাহলে A∩B এর মান -
যদি f(x)=x-2 এবং g(x)2=x2+1 হয়, তাহলে fog এর ডোমেন হবে -
A, B এবং C ম্যাট্রিক্সগুলো মাত্রা যথাক্রমে 4×5,5×4 এবং 4×2 হলে, (AT+B)C ম্যাট্রিক্সের মাত্রা হবে -
যদি A=2i+j+3k, B= 3i+4j-5k হয়, তাহলে B ভেক্টরের উপর A ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে -
y2=2x3 বক্ররেখার কোন বিন্দুতে ম্পর্শকটি 4x-3y+1=0 সরলরেখার সাথে লম্ব হবে?
(0,-1) এবং (2,3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অংকিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হচ্ছে -
নিচের কোনটি y= -(x-1)2 এর লেখচিত্র ?
2x+3y=7 এবং 3ax-5by=0 সমীকরণ দুটি একই সরলরেখা প্রকাশ করলে a ও b ধ্রুবকের মান কত হবে?
4y = 3(x-4) (x-1) রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত?
যদি sin-1x+sin-1y=π2 হয়, তাহলে (x2+y2) এর মান হচ্ছে -
(a+b+c)(b+c-a) =3bc হলে ,A কোনের মান নির্ণয় কর।
cosθ+3sinθ=2,(0°<θ<360°) এর মান নির্ণয় কর।
সমাধান কর: 2 tan-1(cos x)=tan-1(2 cosec x)
X এর যে মানের জন্য f(x)=sin3x cosx, (0<x<π) এর মান বৃহত্তম হবে তা হচ্ছে -
যদি yx=xy হয়, তাহলে dydx
যদি y=sin-14x1+4x হয়, তাহলে dydx এর মান হচ্ছে -
K এর মান কত হলে 3x-4y+1=0 এবং 4x+ky+22=0 সরলরেখা দুইটির মধ্যবর্তী কোণ একসমকোণ হবে?
(3, -4) বিন্দুটি 3(x²+y²)=25x বৃত্তের কোথায় অবস্থিত-
y=ln1+x1-x হলে dydx এর মান হবে-
x2+2x9 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত?
পৃথিবীর পৃষ্ঠে 110.5 কিলোমিটার দূরে অবস্থিত দুটি বিন্দুর সংযোজক রেখা যদি পৃথিবীর কেন্দ্রে 1° কোণ উৎপন্ন করে তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
x³+xy²-3x²+4x+5y+2=0 বক্ররেখার (1, -1) বিন্দুতে স্পর্শকের ঢাল কত?
(1-x)¹² এর 11 তম পদটি হবে-
ax²+bx+c=0 সমীকরণের একটি মূল i হলে অন্য মূলটি কত?
9x2-16y2-36x-32y-124=0 সমীকরণ সূচিত বক্ররেখাটি কি নির্দেশ করে?
0.3+0.03+0.003+........+∞ ধারাটির মান নির্ণয় কর।
যদি (If) f(x) =x2-3x,x≥2x+2,x≤2 তবে f(2)+f(-2) এর মান হবে-
1+3x10 এর বিস্তৃতিতে 5তম ও 6তম পদ সমান হলে x এর মান কত?
'THESIS' শব্দটির বর্ণগুলি হতে প্রতিবার 4টি বর্ণ নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় কর।
দুটি ভেক্টর p→=2i-3j-k এবং Q→=i+4j-2k দ্বারা গঠিত সমতলের উপর একক লম্ব ভেক্টর কত?
2604612x-8-x-3-x-10=0 হলে x-এর মান কত হবে?
m-এর মান কত হলে (m2-3) x2+3mx+(3m+1)=0 সমীকরণটির মূলগুলো পরস্পর উল্টো হবে?
যোগজ নির্ণয় কর (Integrate): ∫dxxx2+1
যদি y=1/x হয়, তবে y এর 20তম অন্তরীকরণ কত?
∫0π/2sin5θcosθdθ এর মান হবে-
অন্তরিকরণ ddx(5x2-4)3
sec2(tan-14)+tan2(sec-13)এর মান কত?
sinθ+cosθ=2 হলে θ এর মান-
y অক্ষের উপরিস্থিত যে বিন্দুগুলো হতে 3y=4x-10 রেখার উপর অংকিত লম্ব দুরত্ব 4 একক হয়,তবে তাদের স্থানাংক কত?
এরুপ একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর, যার শীর্ষ (4,-3)বিন্দুতে অবস্থিত উপকেনন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং যার অক্ষরেখা x-অক্ষের সমান্তরাল।
একটি সামান্তরিকের কৌণিক বিন্দুগুলি (1,1), (4,4), (4,8) এবং (1,5) হলে এর যে কোন একটি কর্ণের দৈর্ঘ্য হবে-