A¯ ও B¯ পরস্পর লম্ব হবে যদি-
কোন একটি পরিবাহী প্রবাহকে I = Asin(yt) দ্বারা প্রকাশ করা যায়। এর পর্যায়কাল I/5sec হলে y এর মান কত?
দুইটি সমান মানের বলের লব্ধির মান যে কোন একটি বলের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ হবে-
100 gm এর একটি বস্ত 4ms-1 বেগে গতিশীল হয়ে সামনের দেয়ালে বাধা পেয়ে একই সরলরেখায় বেগে ফিরে আসলে ভরবেগের পরিবর্তন হবে-
একটি তড়িৎবাহী তারকে প্রবাহের অভিমুখে বৃদ্ধঙ্গুলী প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরল অন্যান্য আঙ্গুলের মাথা চৌম্বক ক্ষেত্রের অভিমূখ নির্দেশ করে । এটি –
কৃষ্ণ বস্তুর র্সবাধিক শক্তির জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রার-
দুটি ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর হয় তাহলে একে বলে-
একটি ট্রান্সফর্মারের মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ 5V এবং প্রবাহ 3A। গৌণকুণ্ডলীর ভোল্টেজ 25V হলে গৌণকুণ্ডলীর প্রবাহ-
FERTILE CRECENT শব্দটির বাংলা প্রতিশব্দ কি?
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
K স্প্রিং ধ্রুবক সম্পন দুটি স্প্রিংকে সমান্তরালে যুক্ত করলে তুল্য স্প্রিং ধ্রুবক প্রত্যেকটি স্প্রিং এর ধ্রুবকের সাপেক্ষে কত হবে?
এক ক্যালরি সমান কত জুল?
গ্যালেভানোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়-
একটি ট্রানজিস্টরে α=0.96, Ic=10 mA হলে IB কত হবে?
কোন ট্রান্সফর্মারের মূখ্য কন্ডলী ও গৌন কুন্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:2 মুখ্য কুন্ডলীর প্রবাহ 1A হলে গৌন কুন্ডলীর প্রবাহ কত ?
এক বায়ুমণ্ডলীয় চাপের সমান হল-
বরফ মাধ্যমে আলোর বেগ 2.3×108 ms−1 বাতাসের সাপেক্ষে বরফের সংকট কোণ হবে-
টটোমারিজম এর অন্য নাম-
পোলের ব্যাসার্ধ ভেক্টর ও ভেক্টোরিয়াল কোণ উভয়ের মান নিচের কোনটি?
44.1m গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত হল । কূপের মধ্যে শব্দের বেগ 340ms-1 যোগ হলে পাথর নিক্ষেপের মুহুর্ত থেকে পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের কর।
একটি তড়িৎ কোষের বিদ্যুৎ চালক শক্তি 2V । একে যখন 25Ω এর একটি রোধকের সাথে যুক্ত করা হয় তখন এর প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ 1.5V এ নেমে আসে । কোষটির অভ্যন্তরীণ রোধ কত?
একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 10cm । এর কৌণিক বেগ কত?
স্থির চার্জের উপর চৌম্বক বলের পরিমাণ কত?
একটি বস্তুকে 30ms-1 বেগে খাড়া উপরের দিকে
মৌলিক বল গুলির মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি?
একটি তার বল প্রয়োগে সম্প্রসারিত কররে তারটির একক আয়তনে সঞ্চিত শক্তির রাশি কোনটি?
ইস্পাত ও বরফে μs এর মান কত?
উপর্যুক্ত চিত্রে রেখাঙ্কিত অংশটুকুর ক্ষেত্রে নীচের কোন উক্তিটি সত্য?
2i^+λj^+k^ ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এর মান কোনটি?
কোন স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তু ঝুলালে এটি 0.08 m প্রসারিত হয়। বস্তুটিকে এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে?
f ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পনের প্রধান ফোকাস থেকে কোন বস্তু এবং এর প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে x ও y হলে xy এর মান কত?
একটি অবতল দর্পণ হতে 12 cm ও 20 cm সামনের দুটি বিন্দুকে অনুবন্ধী ফোকাস হিসাবে গন্য করা হলে দর্পপটির বক্রতার ব্যাসার্ধ কত?
0° C তাপমাত্রার পানিকে বাস্পীভূত করা যেতে পারে , যদি পারিপার্শ্বিক চাপ হয় -
একটি রকেট ছোড়ার 6s পর বিচ্ষোরিত হয় । রকেটটি উলক্ষের সাথে 45 ডিগ্রি কোণে কি দ্রুতিতে ছুড়লে রকেটটি সর্বোচ্চ উচ্চতায় বিশ্ফোরিত হবে?
কোন তাপ যুগলের শীতল সংযোগস্থলের তাপমাত্রা 0° C উক্ত সংযোগস্থলের তাপমাত্রl কত হলে তাপীয় তড়িচচালক বল 0.64 mV হবে?
বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের -
তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুনাংক -
আলোর কোন ধর্মের জন্য ছায়া তৈরি হয়?
চিয়ায়ত বলবিদ্যার মতে স্থান, কাল , জড় এগুলো ____ ?
রেডিয়ামের গড় আয়ু 2341 y । এর অবক্ষয় ধ্রুবকের মান বের কর।
ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি ?
একটি বস্তু স্থিতিশীল অবস্থা হতে যাত্রা করে 5 ফুট/সে২ সমতরণে চলতে লাগল। কতক্ষণ পর এর বেগ 75 মেইল/ঘন্টা হবে?
একটি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আয়তন বাড়বে কত গুণ?
কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?
18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45° কোণ উৎপন্ন করে। দেয়ালটির উচ্চতা কত?
2 Nm-1 স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং এর দৈর্ঘ্য সাম্যাবস্থান থেকে 0.1 m বৃদ্ধি করলে স্প্রিং এর বিভব শক্তি কত হবে?
একটি বস্তুকে একই বেগে একাবার 30° কোণে ও একবার 60° কোনে নিক্ষেপ করা হলো। দুই ক্ষেত্রে অর্জিত সর্বোচ্চ উচ্চতাদ্বয়ের অনুপাত কত?
একটি বাল্ব হতে 630 nm তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো বিকিরণ হচ্ছে। নির্গত ফোটনের শক্তি কত eV?
যদি কোন বৃত্তের ব্যসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের মর্ধে সম্পর্ক কোনটি?
চাঁদের ভরঅপরিবর্তিত তেকে যদি হঠাৎ চাঁদের ব্যাস 2% কমে তবে চ৭াদের পূর্বের ও পরবর্তী g এর মানের অনুপাত কত হবে?