কোন বিন্দু চৌম্বকক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে বলে -
কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান 8× 10-5এবং বিণতি ৬০° । উক্ত স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভুমিক উপাংশের মান কত?
কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুভূমিক উপাংশ 31.85NWb1 এবং উলম্ব উপাংশ 47.77NWb-1 হলে ঐ স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের বিনতির মান-
একটি বৈদুত্যিক ইস্ত্রিতে 220V এবং 1200W লেখা রয়েছে। এর রোধ কত ওহম?
একটি অবতল দর্পনের ফোকাস দুরুত্ব 20cm । দর্পন হতে কত দূরে বস্তু স্থাপন করলে চারগুন বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?-
3m গভীর একটি পুকুরের তলদেশ কত মনে হবে যদি পানির প্রতিসরাংক 1.33 হয়।
উত্তাল লেন্সের ফোকাস দুরত্ব 20cm । লেন্স হতে 20cm দূরে একটি বস্তু স্থাপন করা হলো। কত দূরে প্রতিবিম্বের অবস্থান হবে?
জটিল অনুবীক্ষন যন্ত্রে ব্যবহৃত হয়-
একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 600A° হলে এর কম্পাংক কত?
যদি কোন বস্তু পর্যবেক্ষকের সাপেক্ষ V বেগে গতিশীল হয়, তখন বেগের অভিমুখে এর দৈর্ঘ্য সংকুচিত হওয়ার মান-
তরল স্ফটিক কোন ধর্ম প্রর্দশন করে?
100 ওহম রোধ বিশিষ্ট একটি তারের কুন্ডলী মধ্য দিয়ে 10 মিনিট ধরে 2A তড়িৎপ্রবাহ প্রেরণ করা হলে তড়িৎচালক শক্তির উৎস কর্তৃক কৃতকাজ-
প্রতিফলক দুরবীক্ষণ যন্ত্রের জন্য কোনটি সঠিক?
একটি উত্তল লেন্সের ফোকাস দুরত্ব 10 cm । লেন্সের বা পাশে লেন্স হতে 30 cm দূরে একটি বস্তু রাখা হল। প্রতিবিম্বের অবস্থানের ব্যাস্তানুগত অর্থাৎ 1/V হবে-
0.4mm ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1m দুরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জার সৃষ্টি হল। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 A হলে পরপর দুটি উজ্জ্বল পন্ত্রির দুরত্ব কত মিটার হবে-
ভর শক্তির সর্ম্পকটি হলো-
তাপমাত্রা স্থির থাকলে কোননির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের-
চুম্বকের মেরুদ্বয়ের সংযোজক কাল্পনিক সরলরেখাকে বলে-
15 ওহম রোধের তারকে টেনে এমন ভাবে লম্বা করা হয় যাতে দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদ অর্ধেক হয়। তারটির রোধ কত ওহম হবে?
একটি আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি। সেকেন্ডে তড়িৎপ্রবাহ 10A থেকে 7A পরিবর্তিত হয়। 6.0 ×10-2 এই আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান-
একটি ঘরের মধ্যে দুরত্ব 4 মিটার। একটি দেয়ালে একটি অবতল দর্পণ বসানো আছে । দর্পণ হতে 2.5 মিটার দূরে একটি বস্তু রাখলে ভল প্রতিবিম্ব বিপরীত দেয়ালে গঠিত হয় । ফোকাসের দুরত্ব f হলে 1/f এর মান -
পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে টানে তা বস্তুর ভরের-
গ্যাস অণুর গড় বর্গবেগ পরম তাপমাত্রার-
মান শূণ্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণফল শূণ্য হলে ভেক্টরদ্বয় পরস্পর-
একটি মটর মিনিটে 5.5× 105 kgপানি 100m উপরে তুলতে পারে । মটরটির দক্ষতা 70% হলে এর ক্ষমতা কত?
সরল ছন্দিত গতি বা স্পন্দন এর ক্ষেত্রে কৌণিক বেগ-
ভেক্টর A →= 3i^ + 4j^ +2k^ও B →= 6i^ + 2j^ +3k^ এর স্কেলার গুনফল হবে-
বায়ুতে শব্দের বেগ 332ms-1। 664Hzকম্পাংকের একটি সুরেলী কাঁটার শব্দ কাঁটাটির 100টি পূর্ণ কম্পনকালে দুরত্ব অতিক্রম করবে-
যে আদিবেগে কোন প্রাসকে শূণ্যে নিক্ষেপ করা হয় তাকে বলে-
20ms-1 বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ড 3ms-1 হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটির কত দুরত্ব অতিক্রম করবে?
একটি বস্তুর উপর 5N বল 10S ক্রিয়া করে । ভরবেগের পরিবর্তন কত?
বলের ভ্রামকের মাত্রা সমীকরণ-
তরঙ্গ প্রবাহের অভিমুখে পরপর যে দুই বিন্দুতে বস্তুকণা সমদশায় পতিত হয় তাদের মধ্যর্বতী দুরত্বকে বলে-
ভেক্টর A→=i^+j^+k^ ও B^=3i^+3j^+3k^ এর স্কেলার গুণফল হবে-
10ms-1 বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 1.5ms-1 হারে হ্রাসে পায় । থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
কৌণিক বেগের মাত্রা সমীকরণ-
16N এর একটি বল 4 kg ভরের উপর ক্রিয়া করে । বস্তুটির বেগের পরিবর্তন হবে-
জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ-
100M গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000kg পানি উঠানো । যদি ইঞ্জিনটি ক্ষমতা 42% নষ্ট হয়, তাহলে অশ্বক্ষমতা-
গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটি-
সরল ছন্দিত গতি বা স্পন্দন এর ক্ষেত্রে ত্বরণ-
কোনটি স্টিফেন সূত্র-
T ও m স্থির থাকলে টানা তারে আড় তরঙ্গের কম্পাংক তার দৈর্ঘ্যের-
বায়ুতে শব্দের বেগ 332 ms-1। বায়ুতে 664Hz কম্পাংকের একটি সুরেলী কাটার শব্দ কাঁটাটিতে 50টি পূর্ণ কম্পন কালে দূরত্ব অতিক্রম করবে-
ধ্রুব সংখ্যা ε0 এর মান-
একটি কোষের তড়িৎ চালক শক্তি 15V এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম । প্রান্তদ্বয় 13 ওহম রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হয়?
তড়িৎবাহী দুটি সকল চৌম্বক ক্ষেত্রের মান- B =
চৌম্বক আবেশের এস আই একক হল-
আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান ε=
কোন স্থানে বিচ্যুতি কোণ 30˚ এবং 45˚ বিণতি কোণ । ভুচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য 31.85Nwb-1। ঐ স্থানে মধ্যতলে ভুচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব উপাংশ হবে-