কোন স্থানে H=40 μT এবংϑ =45° । ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান কত ?
কোনটি দ্রুত প্রক্রিয়া?
বায়ু এবং কাচের মধ্যে একটি সমতল বিভেদ তল আছে। উক্ত বিভেদ তলে আলো 0° কোণে আপতিত হচ্ছে। প্রতিসরণ কোন কত?
সময়ের সাথে বায়ুর বেগ বুদ্ধি হারকে বলে-
বিন্দু ভরের দরুন মহাকর্ষীয় বিভব-
2 রেডিয়ান সমান-
সুস্পন্দন ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব-
λ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী আলোক তরঙ্গের মধ্যে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্যে-
একটি বৈদ্যুতিক বাল্ব 200V, 50 Hz সরবরাহে সংযুক্ত । ভোল্টেজের শীর্ষমান-
RC এর মাত্রা-
50mH কুন্ডলীর 2A হলে সঞ্চিত শক্তি-
তুড়ৎ চুম্বকের মজ্জা হিসাবে নিচের কোনটি বেশি উপযোগী-
ট্রান্সফরমারেকে প্রয়োগ করা হয়-
1.2μF ধারকত্ব বিশিষ্ট একটি 2000 Volt ধারককে েএকটি ব্যাটারী দ্বারা পূর্ণ চার্জিত করা হলো। ধারকে সঞ্চিত শক্তির পরিমান কত?
এরকটি 100 MeV ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
যে যন্ত্রাংম দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে তার নাম কি?
ভরবেগের এস. আই. একক কোনটি?
কোনটি অন্তরক?
5 amu=? MeV
একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং ‘40W-200V' বাল্বের রোধ কত এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়?
পানি, বরফ এবং জলীয় বাষ্প যে তাপমাত্রায় একই তাপমাত্রায় একই সাথে থাকতে পারে-
দস্তার কার্য অপেক্ষক 5.81×10-14J একই কার্য অপেক্ষক eV এককে কত?
একটি গাড়ী 10m/sec গতিতে চলছে। গাড়ীটির গতিশক্তি দ্বিগুণ হবে?
একটি প্রোটনকে 400 V বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে? (প্রোটনের ভর=1.67×10-27kg)
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর অরবিটে ইলেকট্রনের মোট শক্তি -13.6 V হলে, তৃতীয় বোর অরবিটে মোট শক্তি হবে-
কোন বস্তুর তাপমাত্রা 32° F হলে কেলভিন স্কেলে এ তাপমাত্রা কত?
S=12t3+2t সূত্রানুসারে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল। 4s সময়ের বস্তুটির বেগ কত?
A→=10i^+10j^-5k^. A এর মান কত?
বাতাসে কাঁচের সংকট কোণ ( critical angle ) 41.8° , পানিতে ডোবানো অবস্থায় কাঁচের সংকট কোণ কত? (পানিতে প্রতিসরাংক 1.33)
1m ফোকাল লেংথের একটি উত্তল ( convex ) এবং 10 cm ফোকাল লেংথের একটি অবতল ( concave) লেন্স ব্যবহার করে একটি টেলিস্কোপ তৈরী করা হলে টেলিস্কোপটির দৈর্ঘ্য কত হবে?
বাতাস ও পানিতে কোন একটি নির্দিষ্ট কম্পনের শব্দের বেগ যথাক্রমে 350 m/s ও 1400 m/s । শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের যোগফল 5m হলে কম্পাঙ্ক কত ?
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
পৃথিবীতে তোমার ওজন 50 kg -wt , মঙ্গলগ্রহে কত? মঙ্গলগ্রহের ভর পৃথিবীর ভরের 1/10 এবং মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের অর্ধেক।
তুমি 10 m/s বেগে একটি বল খাড়া উপরে নিক্ষেপ করেছ এবং ঠিক একই সময়ে একটি বল 5m উপর থেকে নিচে ছেড়ে দেয়া হয়েছে। কোন উচ্চতায় বল দুটি একত্র হবে? ( g=10m/s)
15 m/s বেগে চলমান 5 kg ভরের একটি বস্তুর উপর 10 N বল কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100 m দূরত্ব অতিক্রম করবে?
.
রৈখিক বেগের মাত্রা সমীকরণ-
একটি বস্তুর উপর 10N বল 10S ক্রিয়া করে। ভরবেগের পরিবর্তন কত?
দ্বন্দের ভ্রামকের মাত্রা সমীকরণ-
একটি মটর মিনিটে 5.5×105 পানি 100m উপরে তুলতে পারে। মটরটির দক্ষতা 60% হলে এর ক্ষমতা কত?
প্রতিটি গ্রহে সূর্যকে উপবৃত্তের নাভিতে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করেছে। এটি-
সরল ছন্দিত গতি বা সস্পন্দন এর ক্ষেত্রে দোলন কাল-
1mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে বলের প্রয়োজন [Y=2×1011Nm-2]
কৃষ বস্তুর সবার্ধিক শতক্তর জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য কৃষ বস্তুর পরম তাপমাত্রার-
সাধারণত একটি মাত্র কম্পাংকের শব্দকে বলে -
বায়ুতে শব্দের বেগ 300ms-1 বায়ুতে 600Hz কম্পাংকের একটি সুরেলী কাটার শব্দ কাটাঁটির 100টি পূর্ণ কম্পনকালে দুরত্ব অতিক্রম করবে-
কোর পরিবাহকের একটি আহিত বস্তুকে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে বলে-
আপেক্ষিক রোধের একক-
220 ভোল্টের একটি ডায়নামো 55 ওহম রোধের একটি বাতির ভেতর দিয়ে 4A তড়িৎ প্রবাহ পাঠায়। ব্যতির ব্যয়িত ক্ষমতা-
তড়িৎবাহী সরল তারের দরুন চৌম্বক ক্ষেত্রের মান ই=