p বিন্দুর কোটি -2; Y অক্ষ থেকে p এর দূরত্ব, X অক্ষ থেকে দূরত্বের চারগুণ; P বিন্দুটির স্থানাংক কোনটি?
b এর মান কত হলে, 5x-6y+8=0 ও bx-y=10 রেখা দ্বয় পরস্পর লম্ব হবে?
(2,3) বিন্দু থেকে x2+y2-2x+6y+5=0 বৃত্তে অঙ্কিত স্পর্শক এর দৈর্ঘ্য কোনটি?
y=ax রেখাটি y=x2+3 পরাবৃত্তের স্পর্শক হলে a এর মান কোনটি?
f(x)=14x-3 ফাংশনের ডোমেন কোনটি?
f(x)=x2-5 হলে f-1(11) - কোনটি?
f(x)=x2,g(x)=1x হলে,(fog) (x) ডোমেন কোনটি?
∫dxx-4 = কোনটি?
∫3mxd = কোনটি?
x2+y5=1 x অক্ষরেখা ও y অক্ষরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি?
tanθ এর রেঞ্জ কোনটি?
y=x2-2x+1 ফাংশনটির কোন বিন্দুতে dydx=0? =0?
f(x)=In(1+3x) হলে, f'(0)= কোনটি?
3টি অনপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। প্রত্যেক মুদ্রাতে Head(H) দেখাবে তার সম্ভাবনা কত?
ম্যাট্রিক্স X =x4r6 প্রতিসম হলে, r এর মান কোনটি?
একটি সরলরেখা (2, ̶ 3) বিন্দুগামী এবং অক্ষদ্বয় থেকে সমমানের একই চিহ্নবিশিষ্ট অংশ ছেদ করে। সরলরেখাটির সমীকরণ কোনটি?
মূলবিন্দু ও (a, b) বিন্দুর সংযোগরেখা (p, 0) ও (h, k) বিন্দুদ্বয়ের সংযোগরেখার উপর লম্ব হবে কোন শর্তে?
x2+y2-8x+10y-11=0 বৃত্তদ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনটি?
9x2+49y2=441 উপবৃত্তের e এর মান কোনটি?
f(x) = x2 + 5 হলে, f-130 = কত?
3x-1x8 এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি?
কোন শর্তে ax2+bx+c=0 সমীকরণটির একটি মূল অপরটির ধনাত্মক বিপরীত?
x = 2 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণটি উৎপন্ন করে?
fx=x2-9x-3 ফাংশনটির ডোমেন কোনটি?
limx→01-cosxsinx কত?
y=x2+1-x2 বক্ররেখাটির যে বিন্দুতে স্পর্শক x - অক্ষের উপর লম্ব, তার স্থানাঙ্ক কোনটি?
∫x2x3+1dx = কোনটি?
y=9-x2 ও y = 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি?
cotθ=34 ও cosθ ঋণাত্মক হলে, sinθ এর মান কোনটি?
ABC ত্রিভুজে a =5, b = 6, c = 7 হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?
f(x) = cosx - sin x এবং f(x) = 0 হলে, x এর মান কোনটি?
প্রথম 7 টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কোনটি?
যদি A = 2-332 হয় তবে A2 = ?
k এর যে মানের জন্য সমীকরণ (k-1) x2 + 4(k-2) x+2k = 0 এর মুলদ্বয় সমান হবে-
1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি থেকে দৈব চয়ন পদ্বতিতে একটি সংখ্যা নেয়া হলো । সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা-
sin75° + sin15°sin75° - sin15° = ?
যদি f(x) = x1+x হয়, তাহলে f23 + f32 = ?
x>0 এর সাপেক্ষে a ভিত্তিক log1x এর অন্তরক্ষ-
যদি y = x1+x1-4 হয়, তাহলে 3(y2-1)dydx =?
একটি গাড়ি স্থিতাবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 75 m/s গতিতে প্রাপ্ত হল গাড়িটির ত্বরণ কত?
একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্তি দুটি বলের লব্ধির বৃহত্তম মান 17N; বল দুটি লম্ব ভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় 13N; বল দুটির লব্ধির ক্ষুদ্রতম মান-
sin2104 + sin2204 + ......... + sin2804 + sin22904 = ?
limx→03+x-3-xx এর মান কত?
tan-1 1+tan-1 12 +tan-1 13 এর মান কত?
Cosθ + 3sinθ =2 সমীকরণের সাধারণ সমীকরণ-
12 টি বই এর মধ্যে 5 টি বই কত প্রকারে বাছাই করা যায় যাতে নির্দিষ্ট দুটি বই সর্বদা বাদ থাকে।
∫1% sinx cosxds = কত?
একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ (2, 3) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় । সরল রেখাটির সমীকরণ-
দিমিক সংখ্যা 101111 কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে দাঁড়ায়-
6x2-5x+1 = 0 সমীকরণ এর মূলদ্বয় α, β হলে 1α,1β মূল বিশিষ্ট সমীকরণটি হবে-