নিউক্লিয়ন এর মধ্যে কোন কণার পারস্পারিক বিনিময় এর দ্বারা সবল নিউক্লিয় ফলের উৎপত্তি হয় ?
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন-এর পরম তাপমাত্রার
ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক কোনটি?
একটি তাপ ইঞ্জিনের ক্ষমতা কিসের উপর নির্ভরশীল?
কুরী বিন্দু তে কি ঘটে?
যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হয়, তাহলে এক বছরে কত দিন হবে?
যে সকল যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় তাদের কি বলে
পানিতে থাকা মাছ কে প্রকৃত অবস্থান এর চেয়ে কিছুটা উপরে দেখায় কার উদাহরণ?
পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী কে ঘিরে ঘূর্ণায়মান একটি উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে তার গতিবেগ কত?
কাচ ও বিশুদ্ধ পারদ এর বেলায় স্পর্শকোণের মান-
বলের মোমেন্ট বা টর্ক-
দুটি চার্জের মধ্যকার কুলম্ব বল 10-3N , চার্জ দুটি দ্বিগুণ দূরত্বে সরিয়ে নিলে মোট বল হবে-
একটি টানা তারের লোডের পরিমাণ নয়গুন বৃদ্ধি করলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে?
বৃত্তাকার পথে 20 ms-1 সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 ms-2 হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?
4 বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের দুইটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 36 cm লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
100 পাক বিশিষ্ট কোন কুন্ডলীতে 4A তড়িৎ প্রবাহ চালালে 0.02Wb চৌম্বক ফ্রাঙ্ক উৎপন্ন হয় । কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
5A তড়িৎ প্রবাহের একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ কোণ 30°। কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে কাঁটার বিক্ষেপ কোণ 45° হবে
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফলের মান 63 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত?
একটি রাইফেলেরগুলি 15m দেয়াল ভেদ করার পর তার বেগ অর্ধেক হলো । কর দূর অতিক্রম করার পর বেগ শূন্য হবে?
বায়োট-স্যাভার্ট সূত্র সমানুপাতিক ধ্রুবক K এর মান শূন্য মাধ্যমে কত ?
কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটি ব্যবহার করা হয় ?
গ্যাসের অনুর গতিশক্তি হলো-
দুটি ভেক্টর A→ ও B→ মান যথাক্রমে 5 ও 6 ।এরা কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল,A→×B→ এর মান কত ?
যদি R=8.31JK-1 mol-1 হয়, তবে 72 cm পারদ চাপে এবং 27°C তাপমাত্রায় 20 gm অক্সিজেন এর আয়তন কত ?
7kg ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত একটি বল F→=2i^-3j^+6k^ হলে, যেখানেi^,j^ এবং k একক ভেক্টর, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে?
একটি দ্বি-পরমাণু বিশিষ্টি গ্যাসের ক্ষেত্রে হলো-
নিচের কোনটি সঠিক ?
মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্টের কি পরিবর্তন ঘটে ?
ক্যাভেডিস কর্তৃক প্রাপ্ত মান কোনটি ?
টানা তারের কম্পন হবে-
পৃথিবীর চৌম্বক অক্ষ তার ভৌগলিক অক্ষের সাথে কত ডিগ্রী কোন করে আছে ?
একটি কার্নো ইঞ্জিন পানির হিমাংক ও স্ফুটনাংকের মধ্যে কার্যরত আছে । ইঞ্জিনটির দক্ষতা কত ?
4 kg ভরের একটি পাথরকে 100m উঁচু বিল্ডিংয়ের উপর থেকে ছেঁড়ে দেয়া হলে ভূমিতে পতিত হতে কত সময় লাগবে ?
পয়েন্টিং ভেক্টরের একক
আনুভূমিক রেখা বরাবর প্রাসের ত্বরণ কত ?
50% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে 9 × 104J তাপশক্তি সরবরাহ করা হলো । ইঞ্জিন কতটুকু তাপশক্তিকে কাজে পরিণত করবে ?
ভূ-পৃষ্ঠ থেকে 100m দৈর্ঘ্যের একটি রকেট 2 × 104 ma+4 সমবেগে গতিশীল থাকলে, এ অবস্থায় রকেটের দৈর্ঘ্য কত ?
বায়ু উত্তর দিকে ও পূর্ব দিকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে । বায়ুর বেগের উত্তর দিকের অংশক 5km/hr এবং পুর্ব দিকের অংশক 12km/hs হলে লব্ধি বেগ কত ?
m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রম্নতিতে চলছে বৃত্তাকার গতির পর্যায়কাল T হলে বস্তুটির উপর কেন্দ্রমুখী মান কত ?
আলো দেখার 5 সেকেন্ডপর বজ্রপাতের শব্দ শোনা গেল । মেঘের দূরত্ব যদি 1751m এবং 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332m/sec হয় তবে ঐ সময়কার তাপমাত্রা কত ?
10x Nm+2 পীড়নের প্রয়োগ 1m দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 10-1m । তারটির ইয়ং গুণাঙ্ক কত ?
উঁচু স্থান হতে এক ফোটা পানি বায়ুর মধ্য দিয়ে V বেগে পড়ছে । এর ঘনত্ব এর ঘনত্ব r এবং ব্যাসার্ধ r । বায়ুর সাব্দ্রতাকে n হলে ফোঁটাটির উপর ক্রিয়াশীল সাব্দ্রবল কত ?
কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলছে । যে পাশ থেকে তাকালে প্রবাহ ঘড়ি বিসমাবর্তী মনে হয় সে পাশে কোন মেরুর অস্তিত্ব রয়েছে ?
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 দিন । 5.4 দিন পর মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে ?
150 kg ভরের একটি ব্যক্তি 50kg ভরের একটি বোঝা নিয়ে 4m দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামল । যদি দেয়ালের সাথে 60° কোণে থাকে, তবে সে কৃতকাজ করল ?
10 kg ভরের একটি বস্তু স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করে 10ms-2 সুষম তরণে সরল রেখা বারবার 5s চলল । পরবর্তী 2s বস্তুটি সুষম বেগে চলল । তারপর 3s সমমন্দণে চলে গেল । বস্তুটির সর্বোচ্চ গতি শক্তি কত হবে ?
যদি 15 cal তাপ সম্পূর্ণ যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়, তাহলে কত যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে ?
একটি ট্রান্সফরমারের মূখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 500 এবং 2500 । 1000 V এর গৌণ কুন্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 10kW হলে মূখ্য কুন্ডলীতে বিভবের মান কত ?
দিক পরিবর্তী প্রবাহের গড়মান ঐ প্রবাহের শীর্ষ মানের-
একটি উত্তম কয়লার নমুনাতে শতকরা কত ভাগ ছাই থাকে ?