ব্যাকরণ শব্দের ঠিক অর্থ কোনটি?
কী সুন্দরে মালা আজি পরিয়াছ গলে, এটি কার উক্তি?
বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী প্রকাশিত হয়-
শিরে নত স্নেহ- আঁখি মঙ্গল দাত্রী এ কথা কোন কবির কোন কবিতার অংশ/
আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে বাক্যটি রাঘবে মব্দের কারক হচ্ছে-
একত্বে বরেণ্য তুমি শরণ্য এককে আত্মার আত্মীয় ।কোন কবিতায় অংশ ?
খোদা হাত দিয়েচেন বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য ্ কার অভব্যক্তি/
রাজায় রাজয় লড়াই , উলুখাগড়াার প্রান্ত। বাক্যটি কোন কর্তার উদাহরণ?
মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি?
Carring coals to new castle - এর ঠিক অর্থ
দৃশ্য মাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়। সৌরভে আমোদ করে ত্রিভুভবনময়। ছত্র দুটি যে কবিতা থেকে নেওয়া তার নাম-
লালসালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ, মহব্বতনগর গ্রামে আসার আগে, তার ভাষ্যমতে পূর্বে যে জায়গায় ছিল তার নাম -
শুদ্ধ বানানের মব্দটি বাছাই কর-
হাতটান বাগধারটির অর্থ হচ্ছে-
ধার্য শব্দের প্রকৃতি -প্রত্যয়-
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। এটি কার উক্তি?
পদ্শা নদীর মাঝি গল্পটিতে তিন মাঝি কুবের, ধনঞ্জয় আর গণেজ যে নৌকার মাছ ধরতে বেরিয়েছি সেটির মালিক-
দৌবারিক’ শব্দের অর্থ কী?