নিম্নের কোনটি সঠিক নয়?
‘‘Examination” শব্দটি হতে 4 টি অক্ষর নিলে তাদের সমাবেশ ও বিন্যাস সংখ্যা কত হবে?
ক্রোম ওকোর (Chrome Ochre) কোনটি?
pH = 4.60 বিশিষ্ট একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে যে অনুপাতে লবণ ও এসিড মেশাতে হবে অর্থাৎ লবণ ও এসিড অনুপাত কত? (দেওয়া আছে pKa = 4.75 )
10 mg14C মৌল নিউট্রনের ভর কত?
33°C তাপমাত্রা ও 2.55 atm চাপে 16.50% PCI3 বিয়ােজিত হয়।উক্ত তাপমাত্রায় Kp এর মান কত?
নিম্নের বিক্রিয়াটির NH3 এর প্রারম্ভিক ঘনমাত্রা 0.75M এবং বিক্রিয়াটির অর্ধায়ুকাল 30 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত হবে? 2NH3→ উৎপাদন (Product)
35.5 gm ক্লোরিন গ্যাসের জন্য ভ্যানডার ওয়ালস্ সমীকরণ কোনটি?
একটি জৈব যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। এতে AgNO3 এর জলীয় দ্রবণ যােগ করা হলে সাদা অধঃক্ষেপ পাওয়া যায়। জৈব যৌগটির বাষ্প ঘনত্ব 39.25। যৌগটিতে ইথানল যােগ করা হলে মিষ্টি গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হয়। যৌগটির গাঠনিক সংকেত লিখ।
a+1-a26+a-1-a26 এর মান কোনটি?
2-37532051υ3-19740-7k7 নির্ণায়কের “I” এর সহগুণক হলাে-
অক্সিজেনের ৪টি ইলেকট্রন আছে। নীচের কোন তথ্য/তথ্যসমূহ অক্সিজেনের ইলেকট্রন শক্তি স্তরের জন্য সত্য? i 1s2 শক্তি স্তরে প্রথম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মানগুলাে (1,0,0, + 1/2) অথবা (1,0,0,-12) । ii. অক্সিজেনের প্রােটন সংখ্যা ৪ নির্দিষ্ট হলেও নিউট্রনের সংখ্যা 8 নির্দিষ্ট নয়। iii. চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, s, চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক : নির্দেশ করে।
NaOH এর জলীয় দ্রবণের ঘনত্ব 1.10 g.cm-3 । দ্রবণটির ঘনমাত্রা 0.1M হলে দ্রবণটিতে শতকরা কত ভাগ ( ভরে ) পানি আছে?
একটি নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে সাদা অধঃক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুটির উপস্থিতি নির্দেশ করে।
কত ডিগ্রী তাপমাত্রায় 100 kPa চাপে 2.24 dm3 একটি পাত্রে 14.0 gm N2 গ্যাস সংকোচনশীলতা গুণাংক 0.10 হবে?
sec2(cot-13) + cosec2 (tan -12) এর মান কত?
tan(45° + A) + tan(45° – A) এর মান কত?
যদি cosα + sinβ = 0, sinα – cosβ = 1 এবং 90°≤α,β≤180° হয়, তবে α-β= ?
একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের অর্ধেকের সমান। উপবৃত্তটি (0, 1) বিন্দু দিয়ে অতিক্রম করলে উহার সমীকরণ নির্ণয় কর।
(2,3) কেন্দ্র ও 6 একক ব্যাস বিশিষ্ট বৃত্তটি দ্বারা x অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য হবে-
∫dxxx2-a2 এর মান কোনটি?
∫011-x1+xdx এর মান কোনটি?
OP রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π6 কোণে ঘুরাননাতে নতুন অবস্থান হলাে ০Q। P এর স্থানাঙ্ক (-3, -3) হলে Q এর পােলার স্থানাঙ্ক হবে-
36kg ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়ােগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15km বৃদ্ধি পাবে?
ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পােষ্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত ধরে একটি লােক নির্দিষ্ট বল প্রয়ােগে টানছে। পােষ্টটির কোন স্থানে দড়ি বাঁধলে লােকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজতম হবে?
দুটি একই মাত্রার বল এক বিন্দুতে এমনভাবে ক্রিয়াশীল যেন তাদের লব্ধির মানও তাদের সমান, সেক্ষেত্রে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলাে-
30°C তাপমাত্রায় কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে আকস্মিকভাবে আয়তনের অর্ধেকে সংকুচিত করা হল। চূড়ান্ত তাপমাত্রা কত? [ γ= 1.4]
প্রারম্ভিক অবস্থায় কোন বস্তুখন্ডে যদি 108 সংখ্যক Au198 এর পরমাণু থাকে, তাহলে একদিনে কত পরমাণু ভেঙ্গে যাবে? Au198 এর অর্ধায়ু 2.74d
একটি পাম্প ঘণ্টায় 25×106 kg পানি 50m গভীর কুয়া থেকে তুলতে পারে। পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত?
1.4m দীর্ঘ এবং 10-6m2 প্রস্থচ্ছেদের একটি সুষম ধাতব তার টেনে 4×10-3m প্রসারিত করতে সম্পাদিত কাজের পরিমাণ কত? [Y=2x1011N/m2]
পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে 12800 km এবং 3200 km। চন্দ্র পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত?
একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার 0.25cm এবং কম্পাংক 400Hz । বাতাসে শব্দের বেগ 332m/s এবং বায়ুর ঘনত্ব 1.293kg/m3 হলে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত?
একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-7 W/m2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত হবে?
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গােলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। যদি প্রতি ফোঁটায় 1C চার্জ বিদ্যমান থাকে, তবে বড় ফোঁটার বিভব কত হবে?
একটি কুন্ডলীতে 1.015 s সময়ে তড়িৎ প্রবাহ 0.1A থেকে 0.5A এ পরিবর্তিত হওয়ায় ঐ কুন্ডলীতে 12V তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলিটির স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে?
0.56Am2 চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোন দণ্ড চুম্বককে আনুভূমিক ও মুক্তভাবে দোল দিলে তা প্রতি মিনিটে ছয় বার পূর্ণদোলন দেয়। ঐ চুম্বকের জড়তার ভ্রামক নির্ণয় কর। [H = 32μT]
22cm2 ক্ষেত্রফল বিশিষ্ট একটি চামচের উপর 0.01mm পুরু রূপার প্রলেপ দিতে হবে। ব্যবহৃত তড়িৎ প্রবাহমাত্রা 0.1A হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করতে হবে? রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 1.118 x 10-6 kg/C এবং রূপার ঘনত্ব 10500 kg/m3
কোন ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযােগে সংযুক্ত। এর নিঃসারক প্রবাহ 0.88mA এবং পীঠ প্রবাহ 0.065mA। প্রবাহ বিবর্ধন গুণক কত?
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 x 108m/s বেগে ধাবমান = মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তাঁর বর্তমান বয়স কত?
সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ Y=10sin12t-π/6; এখানে Y এর একক মিটার, t এর একক sec এবং দশা ধ্রুবকের একক rad। বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত?
হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বাের কক্ষপথের ব্যাসার্ধ কোনটি?
কোন একদিনের শিশিরাংক 20°C ও আপেক্ষিক আদ্রতা 75% ঐ দিনের সম্পৃক্ত বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? [20°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 17.7 x 10-3 m]
পাতার পরিবর্তে কান্ডের সাহায্যে সালোকসংশ্লেষণ করে কোন উদ্ভিদ?
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
আলু এক প্রকার রূপান্তরিত-
ক্যাম্বিয়াম যে টিস্যু দ্বারা গঠিত হয় তার নাম:
টিস্যুকালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির মাধ্যমকে বলা হয়-
যে জিন অপেরনকে নিয়ন্তন করে তাকে বলা হয়-
নিচের কোন উদ্ভিদটি উ্চ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়?
নিচের কোনটি প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি স্তরের খাদক?
কোনটি ছোট দিনের উদ্ভিদের উদাহরণ?
মাইটোকন্ডিয়াগত এনজাইম সংশ্লেষণের জন্য ধরণের রাইবোসোম পাওয়া যায়?
মেন্ডেলীয় দ্বি-সংকর ক্রসে দ্বিতীয় জনুতে ফিনোটাইপের অনুপাত-
পাটের আঁশ ছাড়াতে এর পচানোর জন্য কোন ধরণের ব্যাকটেরিয়ার প্রয়োজন?
কুমড়ার গর্ভাশয় কোন প্রকৃতির?
কোন ডাল খেলে ল্যাথারিকজম রোগ হয়?
রুই মাছের আঁইশ কোন ধরণের?
কোন এনজাইম অগ্নাশয় হতে নিঃসৃত হয়?
মানব মস্তিক প্রধানতঃ কয়ভাগে বিভক্ত?
বিভাজন ক্ষমতা নেই কোন কোষের?
হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরণের তরুনাস্থি দেখা যায়?
Choose correct words to fill in the blank of the sentence “Bashir -- for Dhaka the day after tomorrow.”
2+33!+4+35!+6+37!+8+39!+ ------- ধারাটির যােগফল কোনটি?
650 mm চাপ ও 30°C তাপমাত্রায় 950 ml গ্যাসে কতটি গ্যাসের অণু আছে?
কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5890A∘ তরঙ্গ দৈর্ঘ্যের আলাে ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত?
K এর কোন মানের জন্য (x-y+3)2 +(Kx +z)(y-1)=0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে?
a এর কোন মানের জন্য cosA sinA-π6 এর মান বৃহত্তম হবে
যদি sinα+sinβ=a এবং cosα+cosβ=b হয়, তাহলে cosα-β এর মান কত
limx→π1+cos xsin x এর মান হল-
যদি x=tan-11-cosθ1+cosθ এবং y=tan-1cosθ1+sinθ হয়, তাহলে dydx এর মান কত
∫012x3e-x2dx এর মান নির্ণয় কর
অধিবৃত্ত y2=4x এবং y=x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের কর ।
ধ্রুবক a এর মান নির্ণয় কর যেন 2i-j+k, i+2j-3k এবং 3j+aj+5k এই তিনটি ভেক্টর একই সমতলে থাকে ।
x3-2x2-x+2=0 সমীকরণের a মূলটি -23a3+2a2+1 এর মান হল-
0, 3, 5, 6, 8 অংকগুলো দিয়ে কোন অংকের পুনরাবৃত্তি না করে 4000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়
যদি 1+xa-bx12 এর বিস্তৃতিতে x8 এর সহগ শূন্য হয় তবে ab অনুপাতের মান বের কর
(1, 2) বিন্দু হতে x-3y+4=0 রেখার উপর একটি লম্ব অংকিত করা হল । মূলবিন্দু হতে ঐ লম্বের দূরত্ব কত
x2+y2=b5x-12y বৃত্তে অংকিত ব্যাস মূলবিন্দু দিয়া অতিক্রম করে; মূলবিন্দুতে স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর ।
10 m/sec বেগে উড্ডয়মান একটি বেলুন হতে একটি পাথর ফেলে দেয়া হল এবং সেটি 10 sec পর ভূমিকে আঘাত করল । পাথরটি বেলুন থেকে পড়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল
বন্দুক থেকে নিক্ষিপ্ত একটি গুলি নিক্ষেপণ বিন্দু থেকে 50 গজ দূরে এবং 75 ফুট উঁচু দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করে । গুলির নিক্ষেপণ গতি ও নিক্ষেপণ দিক বের কর ।
একজন ব্যক্তি আড়াআড়িভাবে 3 km/hr বেগে সাঁতার কেটে 177 মিটার প্রশস্ত স্রোতবিহীন নদী পার হতে পারে । নদী পার হতে স্বল্পতম কত সময়ের প্রয়োজন হবে? যদি স্রোতের গতিবেগ 5 km/hr হয়, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে কত দূরে উক্ত ব্যক্তি পৌঁছাবে
4 kg ভরের একটি বস্তু 150 মিটার উচ্চতা থেকে পতিত হয়ে কাদার ভিতর 2 মিটার প্রবেশ করে স্থির হল । বস্তুটির উপর কাদার গড় চাপ হবে--
1, 2, 8, 5,52 এবং 22 একক মানের বলগুলি ABCD বর্গক্ষেত্রের যথাক্রমে AB, BC, CD এবং DA বাহু এবং দুটি কর্ণ AC এবং BD বরাবর ক্রিয়ারত । ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 একক হলে বলগুলির লব্ধি হবে
ভূমির সমান্তরাল 24 m দীর্ঘ একটি সেতুর ওজন 5 ton । সেতুটি তার দুই প্রান্তে দুইটি থামের উপর অবস্থিত । যদি 3 ton ওজনের একটি গাড়ী সেতুটির এক প্রান্ত হতে 23 অংশ পথ দূরে তার উপরে দাঁড়ায়, তবে থাম দুইটির উপর চাপের পরিমাণ বের কর ।
3 cm বাহুবিশিষ্ট ABCD একটি বর্গ এবং E ও F যথাক্রমে AB ও BC এর মধ্যবিন্দু। EBFD চতুভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
A এবং B সেট হলে, (Acυ Bc)-Ac = ?
Ltx→0x-sinxx3
A=a+iab-ic+id সমীকরণে a, b,c ও d বাস্তব ধনাত্মক সংখ্যা এবং শূণ্যের চেয়ে বড় । c>b হলে A এর আর্গুমেন্ট θ =?
A ⇀ = 2i⇀+ k ⇀ ও B ⇀ = 2i ⇀ + 10j⇀ - 11k দ্বারা গঠিত সমতলের উপর একক লম্ব ভেক্টর কোনটি ?
-8-6-1 -8-6-1-8-6-1 এর বর্গমূল কোনটি ?
যদি A = {x:x2 - 7x + 12 =0} এবং B = {x:x2 - 10x + 24 =0} হয়, তবে A-B এর মান কোনটি?
যদি P =4-6-28 এবং P ×Q =50 হয় তবে মাট্রিক্স Q কত ?
নিচের বাস্তব ফাংশনের ডোমেন ও রেজ্ঞ কত ? f(x) = 9 -x2
(3,-1) ও (4,-2) বিন্দুদ্বয়ের সংযোগ রেখা x অক্ষের সাথে কত কোণ উপন্ন করবে ?
যদি 0°<θ<180° হয়, তবে 2+2+.....+2(1 + cosθ = ?
কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় 22.5°ও 112.5° ও ত্রিভূজের উচ্চতা h হলে ভূমি কত ?
∫aaaax .aax .ax dx = ?
নির্দিষ্ট বিন্দু থেকে সরলরেখায় চলমান বস্তুর সরণ S = 6 - 2t +3t3 হলে t = 1 sec পর বস্তুর ত্বরণ কত হবে ?
Ltx→∞ x+x-x
∫01 e-x2 dx = ?