একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080 m দূরত্ব অতিক্রম করে । এই শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 60 cm হলে তরঙ্গের পর্যায়কাল কত
গাড়ি A সোজা রাস্তায় 60 km/hr সমবেগে চলছে । অন্য একটি গাড়ি B একই পথে 70 km/hr সমবেগে A গাড়িটিকে অনুসরণ করছে । যখন গাড়ি দুইটির মধ্যকার দূরত্ব 2.5 km হয় তখন B গাড়িটির গতিবেগ 20 kmhr-2 হারে হ্রাস পেতে থাকে । কত দূরত্ব ও সময় পরে B গাড়িটি A গাড়িটিকে ধরতে পারবে
একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় 8 km/sec বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান gh = 8 m/sec2 । ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা নির্ণয় কর ।
একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে । সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায় । থেমে যাওয়ার আগে পাখাটি ঘুরার সংখ্যা কত হবে
রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 99 m এবং লাইনের পাত দুটির মধ্যে দূরত্ব 1.5 m । ভিতরের পাত অপেক্ষা বাহিরের পাত কতখানি উঁচু হলে বাহিরের পাত কোনরূপ চাপ প্রয়োগ না করে একটি ট্রেন 9.8 ms-1 দ্রুতিতে বাঁক নিতে পারবে
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
222ms-1
233ms-1
332ms-1
333ms-1
একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল । 3 “ ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কতদূর ভেদ করে থেমে যাবে?
পৃথিবীর গড় ঘনত্ব-
পৃথিবীর ভর একই রেখে যদি ব্যাসার্ধ 2% হ্রাস করা হয় তাহলে g এর মান কত পরিবর্তন হবে?
যদি তরলের তাপমাতা বৃদ্ধি করা হয়, তাহলে সান্দ্রতার গুনাংক-
একটি শব্দ তরঙ্গ 3 মিনিটে 1020 m দূরত্ব অতিক্রম করে। যদি উক্ত শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের মান 50 cm হয়, তাহলে পর্যায় কাল কত হবে?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হলো y=5 sin(2πt - 1.57x) এখানে সকল একক আন্তর্জাতিক এককে দেয়া আছে। তরঙ্গটির শব্দের বেগ বের কর।
15 সে.মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স থেকে 25 সে.মি. দূরে একটি বস্তু রাখলে কত দূরে প্রতিবিম্ব গঠন হবে?
1 কেজি ভরের একটি বস্তু পুরোটাই শক্তিতে রুপান্তরিত হলে কি পরিমান শক্তি উৎপন্ন হবে?
6 টনের একটি ট্রাক ঘন্টায় 36km বেগে চলছে। এটি 4m দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে?
একটি সেকেন্ডে দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। যদি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4গুণ এবং পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ হয় তবে চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত?
0.2 mm ব্যাসের একটি কৌশক নলে পানির আরোহন নির্ণয় কর। (পানির পৃষ্ঠটান = (72×10-3Nm-1)
একটি শব্দ তরঙ্গ বায়ূতে 3 মিনিটে 1080 দূরত্ব অতিক্রম করে, এই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 60cm হলে তরঙ্গের পর্যায়কাল কত?
একটি হুইটস্টোন ব্রীজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাহুতে যথাক্রমে 4, 10 ও 16 ওহমের রোধ স্থাপন করা হল। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে?
10-2 Tesla এর চৌম্বক ক্ষেত্রে 45cm দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের ভিতর দিয়ে 2 amp তড়িৎ প্রবাহ চালালে এটি 9×10-3N বল অনুভব করে। চৌম্বক ক্ষেত্র ও পরিবাহকের মধ্যবর্তী কোণের পরিমাণ কত?
কোন একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতাবস্থার শক্তির 3গুণ বস্তুকণাটির দ্রতি বের কর।
ঋণাত্মক কাজের শর্ত কোনটি?
অসীমে মহাকর্ষ বিভবের মান কত?
স্থিতি স্থাপকতার ছকের সূত্র কত সালে প্রকাশিত হয়?
তাপমাত্রা বৃদ্ধি পেলে সরল দোলকের দোলনকাল কি হয়?
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 হলে পথ পার্থক্য কত?
রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
কোন যান্ত্রিক কৌশলের সাহায্যে চার্জ সঞ্চয় করা যায়?
জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণ কোনটি?
10 kg ভরের একটি বস্তু 12 ms-1 বেগে চললে ভরবেগের পরিমাণ কত?
একটি লেন্সের ক্ষমতা +2d, ইহার ফোকাস দূরত্ব কত?
Sl পদ্ধতিতে পীড়নের একক কোনটি?
220 V এর হিটার 110 V এ চালালে উৎপাদিত তাপ-
ন্যানো পার্টিকেলের আকার কত?
একটি অ্যালুমিনিয়াম ও সীসার তাপ যুগলের শীতল সংযোগস্থলের তাপমাত্রা 0°C । উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা কত হলে তাপ বিদ্যুৎচালক শক্তি 1050 μV হবে? [ধর , a = 12μm/°C and b =12 μm/(°C)2]
কোনটি ভেক্টর রাশি নয়?
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান-
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমান গ্যাসকে হঠাৎ সংকুচিত করে তার আয়তন এক তৃতীয়াংশ করা হল। চূড়ান্ত তাপমাত্রা হবে -
কোনো এক বিন্দুতে একই সময় 10 N ও 6 N মানের দু’টি ভেক্টর 60° কোণে ক্রিয়া করলে ভেক্টর দু’টির লব্ধির মান কত হবে?
তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25 ms-1, 30 ms-1 ও 35 ms-1 তাদের মূল গড় বর্গ বেগ কত হবে?
প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু T1/2 এর মান ___ ।
10,000 kg জ্বালানীসহ একটি রকেটের ভর 15000 kg । জ্বালানী যদি 200 kg/s হারে পুড়ে রকেটের সাপেক্ষ 2000 m/s বেগে নির্গত হয়, তাহলে রকেটের উপর উপযুক্ত ধাক্কা বা থ্রাষ্ট কত?
নিচের কোনটি সরণ বনাম সময় লেখচিত্রটি সমবেগে চলমান বস্তুর গতি ব্যক্ত করে?
একটি কণার উপর F→=-2i+3j+4k নিউটন বল প্রয়োগের ফলে কণাটি (3,-4,-2) বিন্দু থেকে (-2,3,5) বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমান নির্ণয় কর।
পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য. 110 m । উড়ন্ত অবস্থায় রকেটটির দৈর্ঘ্য 108.5 m হলে, রকেটের বেগ নির্ণয় কর ।
একটি সরু ছিদ্রযুক্ত ছিপি দিয়ে যে সময়ে 2.0 m3 বাতাস প্রবাহিত হয় উক্ত সরু ছিদ্রযুক্ত ছিপি দিয়ে একই সময়ে কত m3 হাইড্রোজেন প্রবাহিত হবে ? [বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4]
যদি একটি ত্রিভূজের দুইটি বাহুর দৈর্ঘ্য 13 ও 5 একক হয় এবং 13 একক বাহুর পাশের একটি কোণের পরিমাণ cosec-1135 হলে, অপর কোণ দুইটির পরিমাণ ও অপর বাহুর দৈর্ঘ্য কত হবে ?
p এর মান কত হলে ভেক্টর →v =(5x +2y)i^ + (2 py - z) j^ + (x-2z)→k সলিনয়ডাল হবে?
একটি স্ক্র-গজ হতে সংখ্যা-সূচক পাঠ 0.0016 ± 0.00005 পাওয়া গেল কোন উক্তিটি সত্য?
কোনো পারবাহীর প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করা হয়, তাহলে রোধ হবে-