কোন কম্পমান চুম্বকের দোলনকাল 2 sec এবং জড়তার ভ্রামক 8.8×10-6kg-m2 । ঐ স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের আণুভূমিক উপাংশের মান 45μT হলে চুম্বকটির ভ্রামক নির্ণয় কর ।
বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 42∘ এবং বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ 48∘ হলে,পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত ?
একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 55 cm । তিনি +2.5D ক্ষমতার চশমা ব্যবহার করেন । এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে ?
গ্রেটিং এর ভিতর দিয়ে 5000A° তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে ১ম ও ৩য় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত ? অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে ।
একজন ক্রেতা একটি সোনার গহনা কিনলেন । ওজন করার জন্য বিক্রেতা গহনাটি পল-বুঙ্গী ব্যালেন্সের ডানদিকে রেখে বামদিকে নিম্ন লিখিত ওজন গুলো এবং রাইডারটিকে বিমের ডানদিকে একটি দাগের উপর রেখে জানালেন গহনাটির ভর 3.5969 g । পল-বুঙ্গী ব্যালেন্সের বামদিকে রাখা ওজন গুলো হলো : 2.0 g একটি, 1.0 g একটি, 500 mg একটি এবং 100 mg একটি । রাইডারটিকে বিমের ডানদিকে কত নং ঘরে রাখা হয়েছিল ? [রাইডার ধ্রবক=0.0001 g]
4,5,6, 7 এবং 8 এর প্রত্যেকটি সঙ্গে একবার মাত্র ব্যবহার করে তিন অংকের কয়টি বিজোড় সংখ্যা তৈরি করা যায় ?
যদি 12 ও 8 এর একক মানের বলদ্বয় একটি বিন্দুতে এমন কোণে ক্রিয়াশীল যেন তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখন্ডক রেখার সাথে 45∘ কোণ উতপন্ন করে , তবে তাদের মধ্যবর্তী কোণের মান কত ?
8 ও 6 একক মানের দুইটি সমমুখী সমান্তরাল বল 21 একক দৈর্ঘ্য এর একটি অনড় বস্তুর উপর ক্রিয়ারত । বলদ্বয় অবস্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়া বিন্দু যে দূরত্বে সরে যাবে তা কত একক ?
দুইটি ট্রেন একই রেল পথে বিপরীত দিক থেকে প্রতি ঘন্টায় 40 m/s এবং 60 m/s গতিবেগ অগ্রসর হচ্ছে । 1300 m দূরত্বে থাকাকালে উভয় ইন্জিন একই মানের মন্দন প্রয়োগ করা হলো । মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় কর যাতে সংঘর্ষ এড়াতে যেতে পারে ।
সমত্বরনে চলমান একটি গাড়ির বাইরে ঝুলান Wওজনের একটি বস্তু উলম্বের সঙ্গে π/6 কোণে ঝুলে থাকলে গাড়িটির ত্বরন কত ?
0°C তাপমাত্রায় 1Kg বরফকে শুধুমাত্র গলাতে কত KJ তাপের প্রয়োজন ?
সান্দ্রতার একক কোনটি?
একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 v এবং আভ্যন্তরীন রোধ 2ω । এর প্রান্তদ্বয় 10ω রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে?
কোনো স্থানের ভূ- চৌম্বক ক্ষেত্রের মান 43.3μT এর আনুভূমিক উপাংশের মান 32.1μT হলে, ঐ স্থানের বিনতি কত হবে?
একটি গোলীয় দর্পণের 20 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 cm পেছনে বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত?
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমত যথাক্রমে 3.5 D ও 2.5 D । সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত হবে?
রেডনের অর্ধায়ু 4 দিন। এর গড় আয়ু কত?
a এর কোন মানের জন্য ভেক্টর 2i + aj - k এরং ভেক্টর 4i - 2j -2k পরস্পরের উপর লম্ব হবে?
একক ক্ষেত্র ফল এবং 2×1011 Nm -2 ইয়ং গুনাংক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 m । তারটি টেনে 1 mm প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে?
বায়ুতে 1 কুলম্বের দু’টি আধান পরস্পর হতে 1 km ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত হবে?
একটি আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি । 10×10-2 সেকেন্ডের মধ্য প্রবাহিত তড়িৎ প্রবাহের মান 8A থেকে 10A এ বাড়ানো হলে বর্তনীতে আবিষ্ট তড়িৎ চালক বলের মান কত হবে?
একটি ট্রন্সফর্মারের মূখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 100 ও 200 । মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 200 V হলে, গৌণ কুন্ডলীতে কি পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হবে?
110 V
220 V
400 V
880 V
একটি ট্রানজিস্টরের α=0.98 এবং Ie=1.5 mA হলে IB এর মান কত?
একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে এর স্থিতাবস্থার তিনগুণ পাওয়া গেল । বস্তুটির দ্রুতি কত?
একটি গাড়ি 25 m ব্যাসার্ধের একটি বাঁক 20 ms-1 বেগে অতিক্রম করল। গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত?
মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3000 km এবং এর পৃষ্টের অভিকর্ষজ ত্বরণ 3.8 ms-2 হলে মঙ্গল গ্রহ সাপেক্ষে একটি বস্তুর মুক্তি বেগ কত হবে?
106 N/C মানের একটি সুসম তড়িৎক্ষেত্রে স্থাপিত একটি ইলেকট্রনের ত্বরণ কত?
একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে যথাক্রমে 10ω, 5ω, 8ω এবং 12ω এর চারটি রোধ আছে। চতুর্থ বাহুর রোধের সাথে কত মানের একটি সান্ট যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় ফিরে আসবে?
কোনো পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষমান 7A । এর বর্গের মান কত?
যদি পৃথিবীর ভর চন্দ্রের ভরের 49 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব R=40×104 হয় তবে , চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোন বস্তুর উপর উভয়ের টান সমান হবে?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, y= 5 sin ( 300 πt - 1.57x) , এখানে সব কয়টি রাশি SI এককে প্রদত্ত। তরঙ্গটির বিস্তার , কম্পাঙ্ক, বেগ ও পর্যায়কাল নির্ণয় কর।
একটি রাস্তা 100 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি চওড়া 5m এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 cm উঁচু। সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেয়া যাবে?
9.899 ms-1
একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 2 এবং এর ভিতর হতে নির্গত আলোক রশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ 30° ; হলে প্রিজম কোণ নির্ণয় কর।
3Ω ও 6 Ω বিশিষ্ট দুটি রোধকে সমান্তরাল সমবায়ে সাজিয়ে 2Ω রোধের একটি রোধকের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। অতঃপর 1.5 V তড়িচ্চালক বল বিদ্যুত কোষ ও 1Ω অভ্যন্তরীণ রোধের সাথে সংযুক্ত করা হয়। 3Ω রোধের মধ্যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ নির্ণয় কর।
কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয় । হ্রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ 105Nm-2 হলে হ্রদের গভীরতা কত? [ পানির তাপমাত্রা 4°C]
1 m কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর 300 g , দোলকটিকে সাম্যাবস্থা থেকে 60° কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। ববটির গতিশক্তি বের কর যখন এটি সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে এবং যখন সূতা সাম্যাবস্থার সাথে 30° কোণে উৎপন্ন করে। [g = 10m /s2]
একটি পাথর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। পাথরটিকে 3 সেকেন্ড পর থামিয়ে দিয়ে আবার পড়তে দেয়া হলো। বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে ?
2000 পাক সংখ্যা এবং 500 cm2 গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুন্ডলি 0.4 gauss প্রাবল্য বিশিষ্ট একটি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তার কুন্ডলিটিকে 1/5 সেকেন্ডে 180° ঘোড়ানো হলো। এতে কুন্ডলীতে কত তড়িচ্চালক বলের আবেশ ঘটবে?
5 kg ভর ও 0.25 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন 50 rad/sec কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত
একটি দোলকের দোলনকাল 2 sec এর বেশী । ফলে তা দৈনিক 20 sec ধীরে চলে । এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 sec দোলনকালে দুলবে
হীকের প্রতিফলক তলে একটি আলোক রশ্মি 60° কোণে আপতিত হল এবং হীরকের মধ্যে প্রতিসরণ কোণ 12° পাওয়া গেল । হীরকের সমাবর্তন কোণ নির্ণয় কর ।
2.7×104 amp/m প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে 0.2×10-4 m2 ক্ষেত্রফলের একটি লোহার দণ্ডে 5.3×10-5 wb ফ্লাক্স উৎপন্ন হয় । চৌম্বক আবেশ নির্ণয় কর ।
এক খণ্ড রেডিয়াম 4000 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 15 অংশে পরিণত হয় । রেডিয়ামের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর ।
একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 m এবং 0.07 m । তাদের মধ্যবর্তী দূরত্ব 0.20 m । অভিলক্ষের সামনে কত দূরে কোন ব্যস্তু স্থাপন করলে অভিনেত্র হতে 0.25 m দূরে তার প্রতিবিম্ব দেখা যাবে
একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের 4 গুণ । নক্ষত্রটি যদি কৃষ্ণবিবরে রুপান্তরিত হয় তবে এর শোয়ার্জশিণ্ড ব্যাসার্ধ কত হবে
একজন ছাত্র 0.25 m এর বেশি দেখতে পারে না । তাকে 0.35 m দূরের বস্তু দেখতে হলে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে
127°C এবং 427°C তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত হবে
দুটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 একক 4 একক । রাশি দুটি পরস্পরের সাথে 90° কোণে কোন একটি কণার উপর ক্রিয়া করল । লব্ধির মান কত
একটি পানি পূর্ণ কুয়ার দৈর্ঘ্য 5m, প্রস্থ 3m, গভীরতা 10m । 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানিশুন্য করতে পারে । পাম্পটির অশ্বক্ষমতা কত
একটি 300 m3 আয়তনের কক্ষের বাতাসের তাপমাত্রা 27° C । এয়ারকুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 17° C হল । যদি ঘরে বায়ু চাপ সমান থাকে, তবে শতকরা কতভাগ বাতাস ঘরের মধ্যে আসবে/বাহির হয়ে যাবে