R এবং 4R ব্যাসার্ধের দুটি কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের তুলনা কর-
বৃহস্পতি ভর 7×1027 kg । যদি এটি কৃষ্ণগহ্বরে পরিণত হয় তবে এর শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ হবে -
220V,60W এবং 110 V , 60 W লেখা দুটি বৈদ্যুতিক বাল্বের রোধের অনুপাত হবে -
66.3 eV শক্তির ফোটন কণার কম্পাঙ্ক -
301.85°C তাপমাত্রায় সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত?
কোনো বস্তুর গতিশক্তি ও স্থির ভরশক্তি সমান হলে কোন সম্পর্কটি সঠিক?
লাল ও বেগুনি আলোর জন্য প্রিজম উপাদানের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.51 এবং 1.53 । প্রিজম উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা হবে -
নিচের কোনটি অসংরক্ষণশীল বল?
1200 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে কী পরিমাণ কাজ করে ?
তরঙ্গের দুটি কণার মধ্যে পথ পার্থক্য 0.125 এবং দশা পার্থক্য 3.14 রেডিয়ান হলে তরঙ্গদৈর্ঘ্য -
একটি তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক 0.3d-1 । পদার্থটির অর্ধজীবন -
একটি লিফট .02 ms-2 ত্বরণে উপরে উঠছে। 68 kg ভরের এক ব্যক্তি লিফটে দাঁড়ানো আছে। সে কত বল অনুভব করবে?
একটি পুকুর গভীরতা 2.4 m ; পানির প্রতিসরাঙ্ক 34 হলে পুকুরের আপাত গভীরতা কত?
একটি কাচ খণ্ডের প্রতিসরাঙ্ক 1.5 একটি আলোকরশ্মি কাচ খণ্ডকে ভেদাঙ্ক করতে সময় নেয় 10-9 সেকেন্ড। কাচ খণ্ডের পুরুত্ব -
পানির ফোঁটা গোলাকৃতি হয় -কারণ
তড়িৎ ফ্লাক্সের একক -
ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ কোনটি ?
স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো -
একই পদার্থের বিভিন্ন অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে?
75 kg ভরের এক ব্যাক্তি 30 মিনিট 300m উঁচুতে উঠে । তার কাজ করার হার কত?
100 Watt এর 5 টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.5 টাকা হলে প্রতি মাসে বিদ্যুৎ বিল কত টকা হবে?
A→=-B→ হলে, A→×B→ এর মান বের কর-
টানা তারে গতিশীল তির্যক তরঙ্গের বেগ হলো-
শ্রেণীতে ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে 25π ও 4π । রোধ দুটির মান কত?
একটি কমন বেস ট্রানজিস্টার বিন্যাসে এমিটার প্রবাহ 1.25mA এবং কালেক্টর প্রবাহ 8×10-4A হলে , বেস প্রবাহ কত?
দীর্ঘ দৃষ্টি সম্পন্য এক ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দুরত্ব 1m । পড়ার জন্য তিনি +1.5 ক্ষমতার চশমা ব্যবহার করেন। তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
গাছ থেকে একটি ফল পড়ে গেল। 2 সেকেন্ড পর এটি ভূমিতে আঘাত করার মুহুর্তে এর বেগ কত হবে?
একটি জলপ্রপাতের 100 m উপর হতে পানি পতিত হয়। উপরের ও নিচের পানির তাপমাত্রার পার্থক্য কত?
কোন ভেক্টরটি p→=4i+3j এর উপর লম্ব?
তাপ গতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরী হয়?
একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6m/s বেগের বৃষ্টির ফোটা তার গায়ে 45° কোণে পড়বে?
কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রবকের মান 0.015-1 এর অর্ধায়ু -
চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স ঘনত্বের একক হলো-
কোনটি সঠিক নয়?
পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগলিক অক্ষের অন্তর্গত কোন কত?
একটি গাড়ি প্রথমে x মিনিটে y km এবং পরবর্তী y মিনিটে xkm যায় । গাড়িটির গড় দ্রুতি কত?
k স্প্রিং ধ্রবক বিশিষ্ট কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের x পরিমান সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি-
কুন্ডলীতে যদি ৩০০ পাক থাকে তবে 0.05 সেকেন্ড 50 × 10-4 ওয়েবার ফ্লাক্স পরিবর্তন করা হয় কুন্ডলীতে কত তড়িৎ চালক বল আবিষ্ট হবে?
হাইড্রোজেন পরমাণুর ১ম উত্তেজিত ও ২য় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত?
দুটি তলের মধ্যকার স্থিরঘর্ষণ গুনাঙ্ক 13, ঘর্ষণ কোণ কত?
চন্দ্রের সর্বোচ্চ বিকিরণের তরঙ্গদৈর্ঘ 14 হলে চন্দ্রের পৃষ্টের তাপমাত্রা কত?
একটি কনার ভরবেগ P কোনটির গতি শক্তি দ্বিগুন হলে এর নতুন ভরবেগ কত হবে ?
দুটি + 2C এবং + 6C বিন্দু চার্জ 12N বলে বিকর্ষণ করে।যদি _4C চার্জ প্রতিটি চার্জকে প্রদান করা হয় তখন বল হবে-
1 kg ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে মোট শক্তির পরিমান হবে-
কোনটি অগ্রগামী প্রক্রিয়া নয় ?
স্বাধীন একটি ব্যাগ সহ 416 .5 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি লিফটে ভূমি থেকে 0.5 ms-1 বেগে 2য় তলায় উঠলো।ব্যাগসহ স্বাধীনের ওজন কত হবে?
10° C তাপমাত্রায় 5kg পানিতে 100° C তাপমাত্রার পানিতে উন্নতি করতে এন্ট্রপির পরিবর্তন -
একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য যদি হয় তবে তাদের দশার পার্থক্য কত?
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূ-পৃষ্ঠ হতে 900 km উপর থেকে বৃত্তাকার পথে ঘুরছে।পৃথিবীর ব্যাসার্ধ 6400 km ও ভূ-পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ 9.81 m/s হলে উপগ্রহটির বেগ কত?
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যাবস্থায় কোনো এক মুহূর্তের একটি মৌমাছি P (2,3,1) বিন্দুতে ও পরবর্তী মুহূর্তে Q(3,1,-2) বিন্দুতে অবস্থান নেয়। PQ ভেক্টরের মান কত ?