কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10-7Wm-2 । যদি তীব্রতা তিনগুণ বৃদ্ধি করা হয়, তা হলে নতুন তীব্রতা লেভেল কত হবে?
পারদের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
4μF এর একটি ধারককে 9.0V ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে?
নিচের কোনটি বোর ম্যাগনেটোন?
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?
200 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 10 ঘন্টা করে চালানো হয়। প্রতি ইউনিট এর দাম 4.0 টাকা হলে দৈনিক কত খরচ পড়বে ?
পটাসিয়ামের কার্যাপেক্ষক (Work function) 2.00eV হলে এর সূচন কম্পনাংক কত ?
কোনটি ধনাত্মক তড়িৎদ্বার ?
আবেশী ও আবিষ্ট বস্তুর মধ্যবর্তী দূরত্ব বাড়ালে আবিষ্ট চার্জের পরিমাণ -
আলোর সমবর্তন ক্রিয়া কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
একটি বৈদ্যুতিক বাতি 0.4 A বিদ্যুৎ টানে । যদি এর দুই প্রান্তের বিভব পার্থক্য 100V তবে বাতিটির রোধ কত হবে ?
বেশি সময় ধরে কম মানের বিদ্যুৎ প্রবাহের হলে কোন কোষ ব্যবহৃত হয় ?
কোন তাপমাত্রার পানি প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?
বালির উপর হাঁটতে অসুবিধা হয় কারণ-
ভূমি কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গ কি ধরনের ?
বৈদ্যুতিক হিটারে যে ধাতব তার এর কুণ্ডলী ব্যবহৃত হয় তার নাম কি ?
রৈখিক বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের -
লাটিম এর গতি একটি -
আপতন কোণের মান 22° হলে প্রতিফলন কোণের মান কত ?
রেডিয়ানে প্রকাশিত কোণকে কি দ্বারা গুন্ করলে বৃত্তচাপের দৈর্ঘ পাওয়া যায় ?
সবল নিউক্লীয় বলের সূচক 1 হলে তড়িৎ চৌম্বক বলের সূচক কত হবে ?
13ms-1 বেগে একটি গাড়িকে নিরাপদে 30m ব্যাসার্ধের একটি অতিক্রম করতে হলে বাকটিতে কত কোণে ঢালু করতে হবে ?
একটি তরল পদার্থকে আয়নিত করলে পৃষ্টটান কিরূপে পরিবর্তিত হয় ?
সিলিকনের তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কিরূপ হয় ?
কোন সম্পর্কটি মিথ্যা ?
বাতাসের মধ্যে 100C চার্জ থেকে 1m দূরে কোন বিন্দুতে প্রাবল্য কত হবে ?
থমসন ক্রিয়া দেখা যায়না কোনটিতে ?
মাল্টিমিটার কি ধরনের গ্যালভানোমিটার ?
আপেক্ষিক রোধের মাত্রা সমীকরণ কোনটি ?
একটি ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ ভেক্টর r→=(2i^+2j^-k^)m এবং প্রযুক্ত বল F→=(6i^+3j^-3k^)N হলে টর্কের মান -
কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি ?
রৈখিক ভরবেগ বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায় -
একটি চাকার ভর 20 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m চাকরিতে 2rads-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে টর্কের মান কত হবে ?
মহাকর্ষীয় প্রাবল্য E- এর রাশিমালা কোনটি ?
গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কিরূপ হয় ?
0.2mm ব্যাস সম্পন্ন একটি কৈশিক নল 72×10-3Nm-1 পৃষ্ঠটান ও 103Kgm-3 ঘনত্বের পানিতে ডুবালে নলের কত উচ্চতায় পানি উঠবে ?
কৌণিক বিস্তার এর মধ্যে হলে সরল দোলকের দোলনকাল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের -
স্থির তরঙ্গের পরস্পর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ?
1.5 V তড়িচ্চালক বল বিশিষ্ট 9 টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 Ω রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35 A প্রবাহ চলে . প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের মান -
কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে কত ?
গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে
গড় বর্গবেগের বর্গমূল ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক হল -
একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কোনটি ?
1μF ও 2μF শ্রেণী সমবায়ে যুক্ত দুটি ধারক এর সাথে 3μF ধারক সমান্তরাল যুক্ত থাকলে তুল্য ধারকত্ব কত
একটি সিলিন্ডারে 300k তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ 10 লিটার গ্যাসের আয়তন কত হবে ?
দুটি তড়িৎবাহী তারে 11 এবং 12 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে এরা -
কোনটি লরেঞ্জ বলের সমীকরণ
দুটি সুসংগত একরশ্নি আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য -
একটি প্রিজমের প্রিজম কোণ ও ন্যূনতম বিচ্যুতি কোণ যথাক্রমে 60° ও 30° হলে প্রিজম পদার্থের প্রতিসারঙ্ক কত ?
কোন স্থানের ভূ- চুম্বকের অনুভূমিক উপাংশ 27.87 μT এবং বিনতি 60° হলে এর উলম্ব উপাংশের এর মান কত ?