যখন আলো একটি নতুন মাধ্যমে প্রবেশ করে এবং প্রতিসৃত হয় তখন আলোক তরঙ্গের কি পরিবর্তিত হয়?
নিম্নের কোনটি তেজস্ক্রিয় বস্তু হতে নির্গত হয় না?
ন্যূনতম কতটি অসম ভেক্টর হলে তাদের লব্ধির মান শুন্য হবে?
কোনটি সুসংগত আলোর উৎস?
যখন কোন সার্কিটের মধ্য দিয়ে AC প্রবাহিত হয় তখন এ প্রবাহে বাধাপ্রদান করে কোনটি?
একটি শব্দের উৎস যখন স্থির শ্রোতের দিকে সাইরেন বাজিয়ে আগ্রসর হয় তখন কোনটি ঘটে?
L দৈর্ঘ্যের একটি তারে F পরিমাণ বল প্রয়োগ করলে উহার দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে 1cm। তারটির দৈর্ঘ্য ঠিক রেখে সমপরিমাণ বল প্রয়োগ করলে দৈর্ঘ্যে বৃদ্ধি কত হবে?
দুইটি বস্তুর মধ্যে একটির ওজন 2kg এবং অপরটির ওজন 4kg। উভয়ের ভরবেগ সমান হলে কোন বস্তুটির গতিশক্তি বেশি হবে?
কোন কণার উপর নিট টর্ক শুন্য। কণাটির কৌণিক বেগ কেমন হবে?
আদর্শ কৃষ্ণবস্তুর প্রতিফলন সহগ
একটি সরল দোলকের দোলন কাল T। দোলকটির দৈর্ঘ্য দ্বিগুন করা হলে পরিবর্তিত দোলনকাল কত হবে?
একটি বস্তুকণার ভর 10-24 এবং কণাটি 1.8×108ms-1 বেগে গতিশীল থাকলে ঐ অবস্থায় এর ভর হবে-
প্রতিটি 1×10-4m ব্যাসার্ধের 1000000 টি ড্রপ মিলিত হয়ে একটি বড় ড্রপ এ পরিণত হল। বড় ড্রপ এর ব্যাসার্ধ কোনটি?
সরলছন্দিত স্পন্দনরত একটি কণার গতিশক্তি সর্বোচ্চ হয়-
একটি স্থির চার্জের উপর চৌম্বকবল হচ্ছে-
5r¯=2ti^+3t3j¯, t=2sec সময়ে বস্তুর ত্বরণ হবে-
একটি লেন্সের ক্ষমতা +2D এর ফোকাস দূরত্ব
মনেকর পরস্পর বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 20m/s এবং 30 m/s বেগে গতিশীল। ট্রেন দুটির আপেক্ষিক বেগের মান কত?
গাড়ি বা মোটরসাইকেলে যে দর্পন ব্যবহৃত হয়-
দৃষ্টির স্থায়িত্ব কাল
নিচের কোনটি সঠিক
বর্তনীয় প্রবাহমাএা নির্নয়ের জন্য আ্যমিটারকে বর্তনীর সাথে সমবায়ে যুক্ত করা হয়।
সূর্য নিচের কোন প্রক্রিয়াতে শক্তি উৎপন্ন হয়?
একটি পরিবাহীর ভিতর দিয়ে 10 সেকেন্ডে 25 mA বিদ্যুৎ প্রবাহিত হলে প্রবাহিত চার্জের পরিমাণ হবে
একটি তারকে অর্ধেক করলে এর রোধ-
বাঁধাহীন পথে আনুভূমিকভাবে গ্রাসের গতিপথ
একটি ট্রান্সফর্মারের মূখ্য ও গৌন কুন্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 এবং 200। মুখ্য কুন্ডলীর ভোল্টেজ 220 হলে, গৌন কুন্ডলীতে কি পরিমান ভোল্টেজ সৃষ্টি হয়?
একটি বস্তু দুটি ভিন্ন বিন্দুতে প্রযুক্ত দুটি সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বলকে বলা হয় -
1 kg ভর বিশিষ্ট কোন বস্ত কোন জাহাজের ওপর হতে 10 m নিচে পড়লো। g=9.8ms-2 হলে বস্তু টির প্রাথমিক স্থিতিশক্তি হবে?
যদি একটি সরল দোলকের পর্যায়কাল T এবং কার্যকারী দৈর্ঘ্য L হয় তবে -
মূল গড়ে বর্গবেগের সাথে চাপের সম্পর্ক হলো -
নিচের কোনটি পানির হিমাঙ্ক
একটি ফোটেনর শক্তি
নূন্যতম বিচ্যুতির ক্ষেত্রে কোনটি সঠিক?
নিচের কোনটি নিউক্লিউ ঘটনা নয়?
এস. আই. পদ্ধতিতে তরঙ্গের তীব্রতা একক
এক কুলম্ব চার্জ কত সংখ্যক ইলেকট্রনের চার্জের সমান?
তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেএের মধ্যে সম্পর্ক -
একটি বর্তনীতে R1=8∩ ও R2=12∩ পরিমানের দুটি রোধক সমান্তরাল সমবায়ে আছে। যদি বর্তনীর ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান l= 10 ampere হয় তবে I1এবং I2 এর মান কত হবে?
স্থিরাবস্থা হতে একটি বস্তু 2ms-2 সমত্বরনে চলতে থাকে। কতক্ষন পরে এর বেগ40 ms-2 হবে?
কোনটি ভরবেগের মাএার সমীকরণ ?
40 kg ও 60 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms-1 এবং 5 ms-1 বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরের ধাক্কা দিলো। ধাক্কার পর বস্তুদ্বয় একএে যুক্ত হয়ে কত বেগে চলবে?
কোন এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাংক 320 Hz। তরঙ্গে পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.52 m। মাধ্যমে তরঙ্গের বেগ কত?
৩ কেটি ভরের বস্তুকে ২০ মি. উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্টকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহুর্তে েএর গতিশক্তি কত?
ভাসমান নৌকা হতে লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পেছনে সরে যায়, এটি গতির কোন সূত্র?
একটি ট্রেন 10ms-1 আদিবেগ এবং3ms-2 সমত্বরণে চলছে। যখন 60m পথ অতিক্রম করবে তথন, ট্রেনটির বেগ কত হবে?
বৃত্তকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর ক্রিয়ারত বলের সমীকরণ কোনটি?
একটি দোলকের কৌণিক বিস্তার অবশ্যই .......হবে।
চৌম্বক ফ্লাক্সের একক হলো-