c- এর মান কত হলে 3x2-2x+c=0 সমীকরণের মুলদ্বয় বাস্তব ও সমান হবে ?
এক বা একাধিক শর্ত অনুযায়ী কোন সমতল এ বিন্দুর সেট কে কি বলে ?
R, Q ও Z দ্বারা যথাক্রমে বাস্তব, মূলদ ও পূর্ণ সংখ্যা সূচিত হলে Q এর প্রকৃত উপসেট হবে-
Thesis শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে চারটি বর্ণ দিয়ে মোট সমাবেশ সংখ্যা হবে-
একটি সরলরেখা সমীকরণ নির্ণয় কর যা (2, -3) বিন্দু দিয়ে যায় এবং 2x - 3y = 7 রেখার উপর লম্ব-
প্রত্যেক অংক কেবল একবার নিয়ে একটি সংখ্যায় ব্যবহার করে 0, 1, 2, 3, 4, 5 অংকগুলি দ্বারা ছয় অংক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়-
এককে ঘনমূলে বাস্তব অংশ থাকে-
স্থানাংক যার উপর নির্ভরশীল হয়-
গ্যাসকেলের ত্রিভুজের 5 তম সারির মধ্যপদ কোনটি?
1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল-
ঢাকার কোন এলাকায় 1000 পরিবারের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেল যে, 300 পরিবার প্রথম আলো এবং 250 পরিবার নয়া দিগন্ত পত্রিকা রাখে, আবার এদের দুই ধরনের পরিবারের 100 পরিবার উভয় পত্রিকা রাখে, কতগুলো পরিবার কোন পত্রিকাই রাখেন না?
2+3+5+6+8+9+.........2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নিচের কোনটি?
ABC ত্রিবুজের BC, CA, AB বাহুর দৈর্ঘ্য 13, 12 ও 5 একক । A, B, C বিন্দুতে F বলের মোমেন্ট যথাক্রমে 0,-25, 144 হলে েএর মান কত?
60 কে.জি. ভরের একটি স্থির বস্তুর বেগ 7 সেকেন্ডে 21 মিটার/সেকেন্ড হলে, প্রদত্ত বলের পরিমাণ-
অনিয়মিত উঠানামার উদাহরন-
A={2,3,4,5}, B={4,6,8} এবং U={1,2,3,4,5,6,7,8,9} হলে, (A∪B)' নির্ণয় কর।
যদি এককের একটি কাল্পনিক ঘনমূলক ω হয়, তবে, (1-ω4+ω4)(1-ω8+ω16)=
tanθ=512 এবং cosθ ঋণাত্মক হলে, sinθ+cos(-θ)sec(-θ)+tanθ=?
যদি =A{4, 5, 6, 8} এবং B={10, 7, 8, 2, 4, 0} হয়, তবে A∩B=?
x-3<0 হলে-
y=e2Inx হলে dydx এর মান নির্ণয় কর।
যদি A ={4,5,6,8} এবং B= {10, 7,8,2,4,0} হয়, তবে A∩B=?
-2<3-x<8 এর পরমমান হয়।
a i^ + 12j^ + 13k^ ভেক্টরটির একক ভেক্টর হলে, a এর মান হবে-
A = 1-102 এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি ?
2004612(x-8)-(x+3)-(x+10) = 0 হলে x এর মান কত ?
Crn+Cr+1n = কত ?
ddxex22 = কোনটি ?
Iimx→∞ x2-5x+43x2+4x-7 এর মান কত ?
A=1-102 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটি হবে?
যদি fx=3-12x1+1x হয় তবে f12 এর মান
ফাংশন fx=3x-x2 এর ডোমেন
y=sin-1x হলে dydx এর মান কোনটি সঠিক?
x3-5x2+17x-13=0 সমীকরণটির একটি মূল 1 হলে অপর মূল দুইটি কত ?
321-2xy=57 হলে (x,y) এর মান কত ?
জর্জ A- এর ছেলে, B ঢায়নার ভাই। যদি A-এর সাথে ডায়নার মায়ের সাথে বিয়ে হয়, তাহলে B-এর সাথে জর্জের সম্পর্ক কী?
তোমার মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে তোমার কী হয়?
C এবং N হলো দুই বোন। N হলো B এর মা। R হলো B এর ছেলে। যদি D, C এর ছেলে হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক?
3, 10, 21, 36, 55, 78 ----- ধারার পরবর্তী সংখ্যা কত?
তোমার বাবার একমাত্র ভাইয়ের ভাবি তোমার কে হন?
আপনার চাচার িএকমাত্র বড় বাইয়ের মেয়ের ছোট ভাই সম্পর্কে আপনার কি হয়?
'ক’ -এর মায়ের নানির নাতির মেয়ে, ‘ক’-এর হয়?
১২৫ কোন সংখ্যার ২৫%?
১ এর ২৫০% কত?
পৃথিবী তার নিজ কক্ষপথে ২৪ ঘন্টায় একটি পূর্ণ আবর্তন (৩৬০ ডিগ্রি) করে। ৭০ ডিগ্রি আবর্তনে পৃথিবীর কত সময় লাগবে?
ABC ত্রিভূজে cosA+cosB=cosC,∠C=?
∫042sin5θ.cosθdθ=?
অমুলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক পূর্ণবর্গ হলে মূলগুলি হবে-
P4n=14(n-2)P3 হলে n -এর মান কত?
∆ABC এ cosA=sinB-cosC হলে ত্রিভুজটি-