মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য—
i. সেক্কিডিস্ক পরীক্ষা
ii. লিটমাস পরীক্ষা
iii. হাত পরীক্ষা
নিচের কোনটি সঠিক?
পোনা মাছ শোধনে প্রয়োগ করতে হবে-
i. পটাশ
ii. রোটেনন
iii. লবণ
মৎস্য কর্মকর্তা মনোয়ারকে কোনটি ব্যবহারের পরামর্শ দিয়েছিল?
মনোয়ারের পুকুরটিতে আগাছা কমে যাওয়ার কারণ—
i. রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়েছিল
ii. মহুয়ার খৈল দেওয়া হয়েছিল
iii. গ্রাসকার্প ও সরপুঁটি মাছ ছাড়া হয়েছিল
উক্ত প্রক্রিয়ায় পোনা পরিবহনে জাহিদ কী ব্যবহার করেছিল?
উক্ত পোনাগুলোকে গোসল করানোর কারণ—
i. মৃত্যুর ঝুঁকি কমে যাবে
ii. দুর্গন্ধ থাকবে না
iii. পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে মুক্ত হবে
বাংলাদেশের ছোট, বড় বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত লক্ষ হেক্টর?
বাংলাদেশের আওতাধীন বঙ্গোপসাগরের আয়তন কত বর্গ কিমি?
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের কত ভাগ মুক্ত জলাশয়?
বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মোট আয়তন কত লক্ষ হেক্টর?
বাংলাদেশে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের পরিমাণ শতকরা কত ভাগ?
কোনটি অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়?
বাংলাদেশে বদ্ধ জলাশয়ের মোট আয়তন কত লক্ষ হেক্টর?
বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে?
বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ সমুদ্র হতে আসে?
বাংলাদেশে স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
যে প্রজাতি প্রাকৃতিক জলাশয় থেকে অচিরেই বিলুপ্ত হবার ঝুঁকি মোকাবিলা করছে তাকে কী বলে?
যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিলুপ্ত হবার ঝুঁকি আছে তাকে কী বলে?
বর্তমানে বাংলাদেশে কতটি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে?
জীববৈচিত্র্য সংরক্ষণে মুক্ত জলাশয়ের মাছের নিরাপদ আবাসস্থলকে কী বলে?