পুকুরের পাড় ভাঙা থাকলে -
i. রাক্ষুসে মাছ ঢুকতে পারে
ii. সাপ ও ব্যাঙ ঢুকতে পারে
iii. বন্যায় মাছ ভেসে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
পুকুর পাড়ে বড় গাছপালা থাকা উচিত নয় কারণ—
i. প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়
ii. সূর্যের আলো প্রবেশ করতে পারে না
iii. রাক্ষুসে মাছের উপদ্রব বৃদ্ধি পাবে
জলজ আগাছা দমন করা যায়-
i. কপার সালফেট ব্যবহার করে
ii. সিমাজিন ব্যবহার করে
iii. কপার কার্বনেট ব্যবহার করে
রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূরীকরণের উপায় –
i. পুকুর শুকিয়ে
ii. জাল টেনে
iii. বড়শি দিয়ে
রাক্ষুসে মাছ দমনে —
i. শতকে ৩০-৩৫ গ্রাম রোটেনন ব্যবহার করা হয়
ii. ৩ কেজি মহুয়ার খৈল ব্যবহার করা হয়
iii. ৪০-৪৫ গ্রাম সিমাজিন ব্যবহার করা হয়
চুন পরিমাণে বেশি দরকার হয় -
i. এঁটেল মাটির পুকুরে
ii. কাদামাটির পুকুরে
iii. লাল মাটির পুকুরে
অজৈব সার—
i. ইউরিয়া
ii. গোবর
iii. এমওপি