ধানের মাজরা পোকার আক্রমণে দেখা যায়-
i. ডেড হার্ট
ii. হপার বার্ন
iii. সাদা শীষ
নিচের কোনটি সঠিক?
গুটি ইউরিয়া প্রয়োগে
i. N2 গ্যাস হিসেবে বাতাসে চলে যায়
ii. ফলন ১৫-২০% বেশি হয়
iii. ফসল খরা সহ্য করতে পারে
পাম্পের সঙ্গে পিভিসি এবং প্লাস্টিক পাইপ লাগিয়ে সেচ বিতরণ করলে
i. জমির অপচয় রোধ হয়
ii. উঁচু জমিতে পানি প্রেরণ সহজ হয়
iii. কাঁচা নালার তুলনায় খরচ কম হয়
উপযুক্ত বয়সে আখ কাটার ওপর নির্ভর করে এর
i. ফলন
ii. চিনির পরিমাণ
iii. ছোবড়ার পরিমাণ
ডাল জাতীয় ফসলের উপযোগিতা
i. ২০-৩০% আমিষ পাওয়া যায়
ii. সবুজ সার তৈরি করা যায়
iii. তেল পাওয়া যায়
আখের উপজাত হিসেবে পাওয়া যায়
i. ২.৫-৪% মোলাসেস
ii. ২.৩-৫% প্রেসমাড
iii. ৮% পটাশ
সূর্যমুখীর বীজে
i. লিনোলিক এসিড রয়েছে
ii. ইরোসিক এসিড নেই
iii. ৪০-৪৫ ভাগ তেল রয়েছে
সমভূমি অঞ্চলের তুলার জাত
i. সিবি হাইব্রিড ১
ii. সিবি-১০
iii. এইচসি-১
তোষা পাটের ফুলের
i. বৃতি সবুজ
ii. পাপড়ি হলুদ
iii. আকার গোলাকার
পটাশিয়ামের অভাবে পাটের
i. পাতা নেতিয়ে পড়ে
ii. পাতা হলুদ রং হয়
iii. পাতা আগা থেকে শুকিয়ে যায়
গাছে ফুল আসার আগে পাট কাটলে
i. ফলন বেড়ে যায়
ii. ফলন কমে যায়
iii. আঁশের মান ভালো হয়
কুলের পাতার দাগ রোগ ছড়ায়
i. বাতাস দ্বারা
ii. পোকামাকড় দ্বারা
iii. বৃষ্টির পানি দ্বারা
পেয়ারার রোগ হলো-
i. স্যুটি মোল্ড
ii. ডাউনি মিলডিউ
iii. স্ক্যাব
পেয়ারার বংশবিস্তার
i. কন্দ দ্বারা হয়
ii. বীজ দিয়ে হয়
iii. কলম দিয়ে হয়
চন্দ্রমল্লিকা ফুল
i. ডাবল ও সিঙ্গেল শ্রেণিতে বিভক্ত
ii. বিঘা প্রতি লাভ হয় ৬০-৭০ হাজার টাকা
iii. বেলে মাটিতে চাষপযোগী
পেঁয়াজের জাত হলো-
i. মাধবী
ii. শালতা
iii. তাহেরপুরি
রসুনের রস ব্যবহৃত হয়
i. এডহেসিভ হিসেবে
ii. ইনসেক্টিসাইড হিসেবে
iii. বায়োফাংগিসাইড হিসেবে
বোরো ধানের চারা রোপণের সময় কোনটি?
সারি পদ্ধতিতে মসুর চাষে প্রতি হেক্টরে কত কেজি বীজ লাগে?
মুগ চাষ করা যায়-
i. শীতকালে
ii. গ্রীষ্মকালে
iii. বর্ষাকালে