উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ হলো -
i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক
ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক
iii. উদ্ভিদের যেকোনো অংশ
নিচের কোনটি সঠিক?
বীজ –
i. ফসল উৎপাদনের মৌলিক উপকরণ
ii. উদ্ভিদের বংশধারা টিকিয়ে রাখে
iii. শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
অঙ্গজ প্রজননের মাধ্যমে —
i. একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়
ii. বীজ বাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়
iii. মাতৃগুণাগুণ বজায় থাকে না
অঙ্গজ প্রজননের সুবিধা হলো—
i. অন্ন সময়ে চারা গজায়
ii. মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে
iii. দ্রুত ফুল ও ফল পাওয়া যায়
বংশবিস্তারক উপকরণ নতুন উদ্ভিদের জন্ম দিলে তাকে বলে—
i. কৃষিতাত্ত্বিক বীজ
ii. অঙ্গজ বীজ
iii. উদ্ভিদতাত্ত্বিক বীজ