পুকুরের কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য দিতে হয়?
কখন মাছের খাবার স্বাভাবিকের চেয়ে অর্ধেক বা তিনভাগের একভাগ কমিয়ে আনতে হয়?
চিংড়ি কোন সময় খাবার গ্রহণ করে?
শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে?
একটি গরুকে দৈনিক কত গ্রাম ব্লক জিহ্বা দিয়ে চেটে খেতে দিতে হবে?
ধান গাছের জন্য উপযোগী —
i. কাদা মাটি
ii. কাদা দোআঁশ মাটি
iii. বেলে মাটি
নিচের কোনটি সঠিক?
গম চাষের জন্য উত্তম -
i. এঁটেল মাটি
ii. বেলে দোআঁশ মাটি
iii. এঁটেল দোআঁশ মাটি
মাটির যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কৃষি পরিবেশ অঞ্চলকে ভাগ করা হয়েছে, তা হলো -
i. মাটির pH
ii. মাটিতে জৈব পদার্থের পরিমাণ
iii. মাটির বন্ধুরতা
কাদা মাটি অঞ্চলের বৈশিষ্ট্য—
i. পলি কাদাবিশিষ্ট
ii. মাটি কর্দমবিশিষ্ট
iii. পটাশজাত খনিজ বেশি
পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের অন্তর্গত হলো -
i. খাগড়াছড়ি
ii. বান্দরবান
iii. রাঙামাটি
মাটিস্থ জীবাণুসমূহ—
i. জৈব পদার্থ পচনে সাহায্য করে
ii. গাছকে পুষ্টি প্রদান করে
iii. উঁচু-নিচু জমিকে সমতল করে
ফসল উৎপাদন কীসের উপর নির্ভরশীল?
i. মাটির বৈশিষ্ট্য
ii. ফসলের জাত
iii. আবহাওয়া
প্রাকৃতিক ভূমিক্ষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এর ফলে চর বা দ্বীপ গড়ে উঠেছে
ii. অনেক অঞ্চল উর্বর হয়েছে
iii. একে বলে স্বাভাবিক ক্ষয়
বছরের নির্দিষ্ট সময়ে দিনাজপুর এলাকায় ভূমিক্ষয় হবার অন্যতম কারণ –
i. বায়ু প্রবাহ
ii. মাটির প্রকৃতি
iii. ভূমির ঢাল
ভূমিক্ষয়ের ফলে -
i. নদীর নাব্যতা বাড়ে
ii. পলিমাটি নদীতীরে জমা হয়
iii. নৌচলাচল বিঘ্ন ঘটায়
ভূমিক্ষয় নির্ভর করে—
i. মাটির কাঠামোর ওপর
ii. মাটির বুনটের ওপর
iii. মাটিতে জৈব পদার্থের উপস্থিতির ওপর
ভূমিক্ষয় রোধের উপায় —
i. পানি প্রবাহ হ্রাস করা
ii. জমি উন্মুক্ত ফেলে রাখা
iii. জৈব সার ব্যবহার করা
বীজ বিপণনকালে ক্রেতাদের প্রদান করতে হয়—
i. বীজের আর্দ্রতা
ii. বীজের অঙ্কুরোদগমের হার
iii. সংরক্ষণের নির্দেশ
বীজের গুণাগুণ নষ্ট হয়-
i. ধুলাবালির মাধ্যমে
ii. নুড়ি পাথরের মাধ্যমে
iii. ছত্রাকের মাধ্যমে
ধান সংরক্ষণের সময় যেগুলো মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না তা হলো-
i. নিম পাতার গুঁড়া
ii. তেঁতুল পাতার গুঁড়া
iii. নিশিন্দা পাতার গুঁড়া