'ঔষধ' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
জিহ্বের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো?
উচ্চারণ স্থান অনুসারে উষ্ম ব্যঞ্জণধ্বনি গুলোকে কি কি ভাগে ভাগ করা যায়?
বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
'দিন' শব্দের অর্থ 'দিবস' হলে শব্দজোড় হিসেবে ‘দীন’ শব্দের অর্থ কী?
ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে মরধ্বনিকে কয় ভাগে ভাগ করা ?
যে সব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়?
নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে ?
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
"মন দিয়ে লেখাপড়া করা দরকার' এ বাক্যে দিয়ে কোন ধরনের অনুসর্গ?
অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি?
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি?
বিস্বরধ্বনি কয়টি?
পরিত্যাগ' শব্দে 'পরি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ?
কোনটি ফারসি শব্দ?
পূরণবাচক বিশেষণ কোনটি?
অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি?
নিচের কোন প্রকৃতি-প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক?